বড় দিনের ছুটিতে বান্দরবন ভ্রমনে ট্যুরন্ত

Wed, 24 Dec, 2025 at 10:00 pm to Sat, 27 Dec, 2025 at 06:00 am UTC+06:00

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217 | Dhaka

Touronto Travelers Group
Publisher/HostTouronto Travelers Group
\u09ac\u09dc \u09a6\u09bf\u09a8\u09c7\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8\u09c7 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09a8\u09cd\u09a4
Advertisement
⚠⚠এটি Touronto Travelers Group এর ইভেন্ট।
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হয়েই Going ক্লিক করলে আমাদের জন্য সম্ভাব্য সঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সহজ হয়।
🌐আমাদের ওয়েবসাইটঃ www.tourontobd.com
📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/
👨‍🔧👨‍🔧আমাদের সাথে কেন ভ্রমণ করবেনঃ
==========================
➡ আমাদের পরিচালনা টিমে রয়েছে দক্ষ ট্যুর পরিচালক যার জন্য আপনার প্রতিটা ট্যুর নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন
➡ ট্যুরন্ত সব সময়ই সার্ভিসে বিশ্বাসী তাই আপনার সার্ভিসের গ্যারান্টি ট্যুরন্ত নিজেই দিয়ে থাকে
➡ আমাদের ট্যুরের যাবতীয় তথ্য ইভেন্ট ডিটেইলস এ আপনি পেয়ে যাবেন। তাই আমাদের হিডেন চার্জ বলে কিছু নেই ।
➡ আমাদের ট্যুর গুলো একেকটি পরিবার। তাই আপনি পরিবারের সাথে ভ্রমণ করলে যে পরিবেশ পাবেন আশা করি ট্যুরন্তের সাথে ভ্রমণেও সেরকম পরিবেশই থাকবে।
➡ ট্যুরন্ত সিকিউরিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।
➡ মনে রাখবেন অল্প টাকায় ট্যুর কখনোই ভালো হয় না। কারন অল্প টাকার ট্যুরের সার্ভিস সবসময়ই খারাপ হয়।
🚀🚀ভ্রমণকালঃ
============
✅ ভ্রমণ: ২৪-২৭ ডিসেম্বর, ২০২৫।
বান্দরবন ইভেন্ট ফি:
============
৭৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৪ জন শেয়ারিং)
৮০০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ৩ জন শেয়ারিং)
৮৫০০/- টাকা (প্রতি জন)। (এক রুমে ২ জন শেয়ারিং/কাপল)
★ নন এসি বাস
★কেউ এসি বাসে বা স্লীপারে যাওয়া আসা করতে চাইলে অবশ্যই আমাদের আগে জানাতে হবে সেক্ষেত্রে জনপ্রতি ২০০০ টাকা এক্সট্রা দিতে হবে।
🔊🔊বুকিং সিস্টেম
*********************
পুরোপুরি কনফার্ম থাকলে ইভেন্ ফি বাবদ ৳ ৪৫০০টাকা (অফেরত যোগ্য) অগ্রীম প্রদান করতে হবে।
ℹℹ যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798 (পারসোনাল নম্বর অবশ্যই খরচ সহ পাঠাবেন)
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
আপনি সরাসরি অথবা বিকাশে টাকা জমা দিতে পারবেন ।মৌখিক বুকিং গ্রহনযোগ্য নয় । অবশ্যই বুকিং মানিতে কনফার্ম নিশ্চিত করতে হবে ।
📣📣ভ্রমনকাল ও সময়সূচী
==================
✔ ০০ দিন :-
ঢাকা থেকে রাতের বাসে যাত্রা শুরু।
✔ ১ম দিন :- সকালে বাস থেকে নেমে আমরা চলে যাবো হোটেলে। হোটেলে সাধারণত দুপুর ১২ টার পর চেক ইন টাইম। রুম এভেলেবল থাকলে রুমে তখনই চেক ইন করবো, আর না হলে রেস্টুরেন্টে ফ্রেশ হয়ে প্রথমে নাস্তা করে নিবো। এরপর চাদের গাড়ীতে করে চলে যাবো নিলগিরিতে।
নীলগিরিতে এক/দেড় ঘন্টা ঘুরে আমরা যাবো ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এরপর চিম্বুক পাহাড় ও শৈল্যপ্রপাত ঘুড়ে দুপুরে চলে আসবো বান্দরবান শহরে।ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবো। এরপর রুমে চেক-ইন করে সারাদিন নিজেদের মতো কাটিয়ে নিবো।
সন্ধ্যায় চাইলে নিজেদের মতো বার্মিজ মার্কেট ঘুরাঘুরি করতে পারেন। এরপর ডিনার করে হোটেলে রাত্রিযাপন।
✔২য় দিন :-কালে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিবো। ১১ টার দিকে রুম চেক-আউট করে হোটেলের কমনরুমে সবাই লাগেজ রেখে দিবো। তারপর আমরা যাত্রা করবো প্রান্তিক লেকের উদ্দেশ্যে। প্রান্তিক লেকে আপনারা চাইলে লেকের পানিতে গোছলও করতে পারবেন বা নিজ খরচে ঐখানে বিভিন্ন রকমের এক্টিভিটিও করতে পারেন (বোটিং, কায়াকিং, জিপ লাইনিং) ইত্যাদি। এরপর দুপুরের খাবার শেষে আমরা ঘুরে দেখবো মেঘলা পর্যটন কেন্দ্র। সূর্যাস্ত দেখতে আমরা চলে যাবো নীলাচলে। সবাই এক সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় ফিরে আসবো হোটেলে। এরপর ফ্রি টাইম। আড্ডা গল্প শেষে রতের খাবার খাবো।। এরপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।।
✔৩য় দিন :- ভোরে ঢাকায় পৌছাবো ইন শাহ আল্লাহ।
✅ খাবার মেন্যুঃ
১ম দিন:
সকালের নাস্তাঃ পরটা, সবজি, ডিমের ওমলেট, চা।
দুপুরের খাবারঃ সাদা ভাত, ভর্তা, সবজি, ডাল, চিকেন, সালাদ।
রাতের খাবারঃ সাদা ভাত, মাছ ভর্তা, সবজি, ডাল, গরুর মাংস, সালাদ।
২য় দিন:
সকালের নাস্তাঃ খিচুরি, ডিম ভুনা, চা অথবা পরটা, সবজি, ডিম, চা।
দুপুরের খাবারঃ সাদা ভাত, ভর্তা, সবজি, চিকেন/ মাছ, ডাল, সালাদ।
রাতের খাবারঃ পরটা, চিকেন বার-বি-কিউ, সবজি, সালাদ।
✅ দর্শনীয় স্থানসমূহঃ
==============
১. নীলগিরি,
২. নীলাচল,
৩. শৈল প্রপাত,
৪. চিম্বুক,
৫. মেঘলা,
৬. প্রান্তিক লেক।
📗 প্যাকেজে যা যা থাকবে :-
============================
✅ ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাস টিকেট।
✅ হোটেলে একরাত্রি যাপন। (এসি রুম)
✅ ৬ বেলা মূল খাবার।
✅ রিজার্ভ জিপে দর্শনীয় স্থান বেড়ানো।
✅ উল্লেখিত সকল দর্শনীয় স্থান ভ্রমণ।
✅ সকল প্রকার প্রবেশ মূল্য।
✅ গাইড সার্ভিস।
📕📕যা যা অন্তর্ভুক্ত নাঃ
================
🚫 যেকোন ধরনের ব্যাক্তিগত খরচ।
🚫 শপিং ।
🚫 পার্সোনাল মেডিসিন।
🚫 হাইওয়ের বিরতিতে খাবার ।
🧑‍🎤🧑‍🎤অংশগ্রহণকালীন যা মেনে চলতে হবে:
***********************************
👁‍🗨 নির্দিষ্ট সময়ে ইভেন্ট ফি পরিশোধ করতে হবে।
👁‍🗨 নির্দিস্ট গেস্ট মেম্বার না হলে লোকাল গাইড দিয়ে ট্যুর পরিচালনা করা হবে।
👁‍🗨 নিজস্ব কারনে ট্রিপ কেন্সেল হলে মেইন ইভেন্ট ফি দিতে বাধ্য থাকবেন।
👁‍🗨 সিংগেল মেয়ে বা ছেলে বুকিং এর ক্ষেত্রে আর যদি সিঙ্গেল কেউ না থাকে অবশ্যই রুম ভারা বাবদ অতিরিক্ত খরচ নিজেকেই বহন করতে হবে।
👁‍🗨 হোটেলে নিজের প্রয়জনে যেকেনো ইমিনিটিস ব্যাবহারে অতিরিক্ত খরচ আপনাকে অবশ্যই করতে হবে। মোটকথা হোটেল অতিরিক্ত বিল করতে পারে সকল কিছুরবিল আপনাকেই বহণ করতে হবে।
👁‍🗨 নিজের লাগেজ নিজেকে বহন করতে হবে। এ বাবদ যদি অতিরিক্ত টিপস নিজ হাতে দিয়ে দিতে হবে।
👁‍🗨 ট্যুর চলাকালীন নিজেদের দেরি করার কারনে নির্দিস্ট সময়ে স্পট কাভার করতে না পারলে কর্তপক্ষ দায়ভার নিবে না।
👁‍🗨 ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
👁‍🗨 ট্যুরে কোন ধরনের এক্সিডেন্টাল কিছু হলে এটা সম্পূর্ন দায়ভার নিজেদের নিতে হবে।
👁‍🗨 ভ্রমন চলাকালিন যেকোন সমস্যা/দুর্ঘটনা হলে, অংশগ্রহনকারী সকলে মিলে সমাধানের চেষ্টা করা হবে যেমনটা একটি পরিবারের ভ্রমণের ক্ষেত্রে হয়ে থাকে।
👁‍🗨 সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই অংশগ্রহন করতে হবে।
👁‍🗨 দলছাড়া হয়ে ঘুরাফেরা করা যাবে না। বিশেষ প্রয়োজনে দলের প্রতিনিধিকে জানিয়ে যাওয়া যেতে পারে।
👁‍🗨 দলের কাউকে কষ্ট দিয়ে কোন কথা বলা বা কাজ করা যাবে না।
👁‍🗨 সম্পূর্ন ইভেন্ট বিবরন ও বিস্তারিত পড়ে অংশগ্রহন করতে হবে।
📢📢বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
❌❌আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
===================
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দুর্যোগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।
আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর
👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর
🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর
🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট
✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল বা whats app করতে পারেন:
01897984004
01897984005
01897984006
Advertisement

Event Venue & Nearby Stays

64/68, Eastern Commercial Complex, Kamlapur, Motijheel, Dhaka , 1217, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Discover more events by tags:

Travelling in DhakaTrips-adventures in Dhaka

Ask AI if this event suits you:

More Events in Dhaka

Tour Partner
Sat, 27 Dec at 04:15 am Tour Partner

Dhanmondi, Dhaka

DHAKA MAX 2025 Powered By Rban Timing Solutions
Sat, 27 Dec at 05:00 am DHAKA MAX 2025 Powered By Rban Timing Solutions

Hatirjheel - হাতিরঝিল

Explore Nature with Natures Hue Journeys
Sat, 27 Dec at 06:30 am Explore Nature with Natures Hue Journeys

Kalimpong, Lava, Lolegaon

6th IMEC
Sat, 27 Dec at 02:00 pm 6th IMEC

Institution of Engineers Bangladesh (IEB), Ramna, Dhaka-1000, Dhaka, Dhaka Division, Bangladesh

X Force Presents- "An Evening With Mechanix- Celebrating 20 Years of Legacy"
Sat, 27 Dec at 03:15 pm X Force Presents- "An Evening With Mechanix- Celebrating 20 Years of Legacy"

Krishibid Institutions Bangladesh

\u09ac\u09c7\u09b8\u09bf\u0995 \u099f\u09c7\u0987\u09b2\u09be\u09b0\u09bf\u0982 (\u0995\u09be\u099f\u09bf\u0982 \u0993 \u09b8\u09c7\u09b2\u09be\u0987) \u09b6\u09bf\u0996\u09c1\u09a8)
Sat, 27 Dec at 03:30 pm বেসিক টেইলারিং (কাটিং ও সেলাই) শিখুন)

Shokhita - সখিতা, House - 20, Road - 15, Sector - 11, Uttara, Dhala - 1230, Dhaka, Dhaka Division, Bangladesh

THE BACKROOM NOISE COLLECTIVE
Sat, 27 Dec at 05:00 pm THE BACKROOM NOISE COLLECTIVE

Cafelytics

6th ANNUAL GENERAL MEETING
Sat, 27 Dec at 06:30 pm 6th ANNUAL GENERAL MEETING

House 55 Road 13D Banani, 1213 Dhaka, Bangladesh

NTV Malaysia Bijoy Uthsob-Mela '25
Sun, 28 Dec at 12:00 am NTV Malaysia Bijoy Uthsob-Mela '25

70-71 Outer Circular Road, Mogbazar, Dhaka-1217, Dhaka, Dhaka Division, Bangladesh

International Conference on Applied Statistics and Data Science (ICASDS)
Sun, 28 Dec at 08:00 am International Conference on Applied Statistics and Data Science (ICASDS)

Nabab Nawab Ali Chowdhury Senate Bhaban, University of Dhaka

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events