ব্যাটারি রিক্সা মুক্ত 'মেইন-রোড' চাই।

Fri, 11 Apr, 2025 at 04:00 pm

Bangladesh Road Transport Authority (BRTA) | Dhaka

\u09ac\u09cd\u09af\u09be\u099f\u09be\u09b0\u09bf \u09b0\u09bf\u0995\u09cd\u09b8\u09be \u09ae\u09c1\u0995\u09cd\u09a4 '\u09ae\u09c7\u0987\u09a8-\u09b0\u09cb\u09a1' \u099a\u09be\u0987\u0964
Advertisement
অনেক হইছে এদের জ্বালাতন। আর না। রাস্তায় নবাবের মতন এক পা উপরে তুলে যাচ্ছে তাই ভাবে রিক্সা চালাবে আর মানুষকে হয়রানি করবে। এগুলা সহ্য সীমার উপরে চলে যাচ্ছে এখন। ‌ এসব টেসলা ড্রাইভার দের জন্য প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে। ‌ আমাদের মূল্যবান বিদ্যুৎ চুরি করে তারা ব্যবহার করতেছে। এসব আর হতে দেওয়া যাবে না। আমরা বছরে ট্যাক্স দিবো রাস্তায় গাড়ি চালানোর জন্য, আর এরা ট্যাক্স তো দিবেই না উল্টা আরো বিদ্যুৎ চুরি করবে, উল্টা পথে রিক্সা চালাবে, মানুষের জানমালের ক্ষতি করবে। এলাকার মধ্যে স্বল্প আকারে চালাক না হলে একবারে বন্ধ করে দিন। এদের বিরুদ্ধে সবার এক হতে হবে।
Advertisement

Event Venue & Nearby Stays

Bangladesh Road Transport Authority (BRTA), বিআরটিএ ভবন, বনানী (চেয়ারম্যানবাড়ি), ঢাকা,Dhaka, Bangladesh

Sharing is Caring: