Advertisement
Crafty সখিতায় শুরু হচ্ছে অফলাইনে এবং অনলাইনে ৪ দিন ব্যাপি বেসিক বুনন শৈলী (ম্যাট, পাপোশ, জায়নামাজ ইত্যাদি তৈরি) প্রশিক্ষণ। 📅প্রশিক্ষনটি হবে ১০, ১১, ১২ ও ১৩ জানুয়ারি
🕒 সময়ঃ বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬ঃ০০টা
💵প্রশিক্ষণের ফি অফলাইনে ৩০০০/- টাকা এবং অনলাইনে ১৫৫০/- টাকা
🪑 সরাসরি ক্লাসে সিট মাত্র ৫টি, তাই আপনার আসনটি নিশ্চিত করতে দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন।
🩸বুনন কি?
ফ্রেমের মধ্যে সুতার মাধ্যমে হাতে বুনিয়ে যে কাজ করা হয় তাকেই বুনন বলে। এই বুননের মাধ্যমে মূলত শতরঞ্জি, ওয়াল ম্যাট, টেবিল রানার, টেবিল ম্যাট, পাপোশ ইত্যাদি শৌখিন পণ্য তৈরি করা হয়।
💢প্রশিক্ষণের বিস্তারিতঃ
🔸বুননের জন্য প্রয়োজনীয় উপকরণের পরিচিতি, কোথায় পাওয়া যাবে এবং দাম সম্পর্কে ধারণা দেয়া হবে।
🔸 প্লেইন বুনন শিখানো হবে।
🔸 এম্বোস বুনন শিখানো হবে।
⭐ এই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই শতরঞ্জি, টেবিল ম্যাট, ওয়াল ম্যাট, পাপোশ ইত্যাদি তৈরি করতে পারবেন।
🔹এছারাও
★কমপ্লিট প্রোডাক্ট তৈরি এবং বিভিন্ন খুঁটিনাটি টিপস।
★বাজারজাতকরণ এবং
★ পণ্যের মূল্যনির্ধারণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
★কর্মশালা শেষে সরাসরি ক্লাসে অংশগ্রহণকারী প্রত্যেককে সার্টিফিকেট দেয়া হবে।
🌄সরাসরি ক্লাসের রেজিস্ট্রেশনের জন্য মোট ফি থেকে ১০২০ টাকা এই নাম্বারে (01827159844) বিকাশ/নগদ/রকেটে সেন্ড মানি করে এসএমএসের মাধ্যমে আপনার নাম, কোর্সের বিষয় এবং ফোন নম্বর জানাতে হবে।
অবশিষ্ট ২০০০/- টাকা কর্মশালার দিন ক্লাসে এসে প্রদান করতে হবে।
আর অনলাইনে শিখতে চাইলে সম্পুর্ন কোর্স ফি ১৫৫০/- টাকা একই পদ্ধতিতে পেমেন্ট করে আমাদের জানাতে হবে। টাকা পেয়ে আমরা গ্রুপ লিংক জানিয়ে দিবো। ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভের মাধ্যমে ক্লাস চলবে এবং ক্লাসের ভিডিও গ্রুপে ৬ মাস পর্যন্ত সেইভ থাকবে ইন-শা-আল্লাহ।
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন পেইজের ম্যাসেজে বা কল করুন এই নাম্বারেঃ 01827159844 (রকেট, নগদ, বিকাশ)
ফেসবুক পেইজঃ www.facebook.com/crafty.shokhita
🏠ঠিকানাঃ সখিতা, বাড়ি ২০ (২য় তলা), রোড ১৫, সেক্টর ১১, উত্তরা, ঢাকা।
☎️ 01916-379279
Advertisement
Event Venue & Nearby Stays
House -20, Road - 15, Sector - 11, Uttara, Dhaka, Dhaka Division, Bangladesh