Advertisement
অক্টোবর মাসের শুরু তে পূজো, লক্ষী পুজোর পর এবং কালী পূজোর ঠিক দশ দিন আগে শক্তি পিঠ ভ্রমণ এবং দর্শন উৎসব ২০২৫।।বীরভূম জেলা এর ছয় মাতৃ পীঠ, মহা শক্তি পীঠ, সিদ্ধ পীঠ- সাক্ত, বৈষ্ণব,বাউল, ফকির, দরবেশ এর এক মহা মিলন ভুমি বীরভূম এবার তাই বীরভূম জেলার শক্তি পীঠ দর্শন এবং ভ্রমন উৎসব ২০২৫।।
উক্ত ভ্রমণে উপযুক্ত থাকা এবং আহার এর সুব্যবস্থা থাকবে এবং তার সঙ্গে সন্ধ্যায় থাকবে বীরভূম জেলার লাল মাটির শুর - বাউল, ফকিরি,রামপ্রসাদি, মনসা মঙ্গল আরো নানা রকমের প্রাচীন হারিয়ে যাওয়া বাংলা গান।
ভ্রমণ সূচী:- ১:নানদিকেশ্বরী মা (সাইথিয়া এখানে মা এর কণ্ঠ হাড় পড়েছিল)
২:- নলাটেশ্বরী(নলাহাটি এখানে মা এর ললাট পড়েছিল)
৩:- তারাপীঠ মহাপিঠ (মা এর ঊর্ধ নয়ন পড়েছিল)
৪:- মা ফুল্লোড়া (লাভপুর এখানে সতী এর নিচের ঠোঁট পরে ছিল)
৫:- বক্রেশ্বর (সিউড়ি মা এর বক্ষ পড়েছিল)
৬:- কংকালী তলা (বোলপুর, এখানে মা এর কঙ্কাল পড়েছিল)
১০ ই অক্টোবর শুক্রবার রাত ১০ টায় আমরা ইলেকট্রিক সাপ্লাই এর সামনে হইতে গাড়ী ছাড়বো গাড়ী তে উঠেই একটি মিয়া মোর এর প্যাকেট এবং জলের বোতল দেওয়া হবে, প্রথম ফ্রেশ হয়ে মা নন্দীকেশ্বরী সতী পিঠ দর্শন কোরে চলে যাবো মা নলাটেশ্বরী সতীপীঠ, ওখান থেকে আমরা চলে আসবো তারাপীঠ ওখানে রিসোর্টে সকালের টিফিন,দুপুরের খাওয়া দাওয়া তার মধ্যে আসে পাশে অনেক দ্রষ্টব্য স্থান আছে চাইলে পূজো দিয়ে ঘুরে আসতে পারেন সাথেই ওখানে সন্ধ্যায় থাকবে তারাপীঠ এর বিখ্যাত মাতৃ সাধক কানাই দাস বাউল এর কণ্ঠে রামপ্রশাদী শ্যামা সঙ্গীত থেকে বহু প্রাচীন মাটির গান।। তারপর রতের খাওয়া দাওয়া সেরে রাত্রি নিবাস হোটেলে। পর দীন সকালে ৮ টা এর মধ্যে টিফিন সেরে আমরা গারি ছেড়ে রওনা দেবো লাভ পুর দেবী ফুল্লোরা মা,বক্রেশ্বর সতিপীঠ দর্শন করে কঙ্কালী তলা মা, ওখানে রিসোর্টে ল্যাগেজ রেখে আসে পাশে দ্রষ্টব্য স্থান চাইলে দর্শন কোরে আসতে পারেন তারপর দুপুরের খাওয়া দাওয়া বোলপুর রিসোর্টে আশেপাশে রবীন্দ্র নাথ ঠাকুরের স্মৃতি ছোট বাউল আসর সেরে রাতের খাওয়া দাওয়া সেরে আবার রাত ১২ টা এ আমরা গাড়ী ছাড়বো ভোর ৫ টা এর মধ্যে তাঁরা মা এর কৃপায় পৌছে যাবো।।
বুকিং শুরু হয়ে গেছে মাথা পিছু:-৩২০০/-Per Head -3200/-
উন্নত মানের ফুডিং লজিং এবং উন্নত মানের পরিষেবা এর ব্যবস্থা থাকবে।।
আগ্রহীরা শিঘ্রই যোগা যোগ করুন এই নম্বর:- #8617427797 এবং #7679371547
চাকদহ, নদীয়া
স্থান:সুভাষ নগর উন্নয়ন সমিতি
পিন কোড:741222
ধন্যবাদ।।
Advertisement
Event Venue & Nearby Stays
Chakdaha,Nadia, Vishnupur, West Bengal, India, Durgapur