Advertisement
শীতের রিক্ততার মাঝেও পাহাড়ে শুরু হতে যাচ্ছে অশোক প্রস্ফুটন মৌসুম! ঝর্ণা-ঝিরির পাশে কুমের পাড়ে গা এলিয়ে দেয়া ছোট বৃক্ষে সবুজ পাতার ফাঁকে লাল রঙের অশোক গুচ্ছ আগুনের মত জ্বলছে। প্রতি পদক্ষেপে ঝরা শুকনো পাতার মর্মরধ্বনি নয় শুধু, স্বচ্ছ জলের নিচে ঝরে পড়া লাল সবুজ পাতার ঝিলিক রয়েছে সমঝদার দৃষ্টির অপেক্ষায়! রিক্ততার সৌন্দর্য দেখতে পাহাড়ে যাবার সময় এখন। আর তা যদি হয় পুরো একটা রেঞ্জ ক্রস করে পশ্চিমকূল থেকে পূবকূল যাত্রা তবে তা ছাড়িয়ে যায় সকল এক্সাইটমেন্ট।
চুপচাপ এই ট্রেইলে হাঁটলে মথুরা, কাঠময়ূর, বনমোরগসহ আরো ওয়াইল্ডলাইফ দেখার চান্স থাকছে। আর ১০-১২ কিলোর এই হাঁটাপথের অনিশ্চয়তাভরা এডভেঞ্চার তো থাকছেই বোনাস হিসেবে।
পাহাড়ের এই রুপ মিস করতে চাচ্ছিনা বলে একদিনের জন্য যাবো সীতাকুন্ড/মীরসরাই এর অজানা একটি সার্কিট ট্রেইলে। এই সার্কিটে আমরা দেখবো অনেকগুলো আপাত মরা ঝর্ণা। হাইকিং করবো কয়েকটা পাহাড়। হাটবো কিলোমিটারের পর কিলোমিটার। ঝিরিপথ ছাড়াও ঝোপঝাড় কেটে রাস্তা বানিয়ে এগিয়ে যাবো। মোটকথা একদিনে যতোটুকু করা যায় করবো তার সবটা।
যাত্রার তারিখঃ ঢাকা থেকে ২৪ তারিখ রাত ১১ঃ০০ -০১:০০
চট্টগ্রাম থেকে সকাল ৬:০০
ফেরার তারিখঃ পরদিন সন্ধ্যায়/রাতে ফিরতি বাস
চট্টগ্রাম থেকে যারা আসবেনঃ তারা নিজ দায়িত্বে সকাল ৬ টায় একে খান থেকে শুরু করে ৭টার মধ্যে রিপোর্টিং প্লেসে পৌছাবেন। আমি চট্টগ্রামের সবাইকে কানেক্ট করিয়ে দিবো।
ইভেন্ট ফিঃ ঢাকা-ঢাকা ৩১৯৯ টাকা (ঢাকা টু ঢাকা সকল ট্রান্সপোর্ট- ব্রেকফাষ্ট -লাঞ্চ)
রিপোর্টিং প্লেস(সীতাকুন্ড/মীরসরাই-চট্টগ্রাম) ১১৯৯ টাকা ( ফেরার পথে লোকাল ট্রান্সপোর্ট-লেট লাঞ্চ)
যারা যাবেন 01712469935 নাম্বারে কল দিয়ে অগ্রিম পেমেন্ট করে নিশ্চিত করুন। বাসের টিকেট কাটা ছাড়াও নানারকম ঝামেলা আছে।
কোন রকম আরামের আশা এই ট্রিপে করা যাবেনা। কারণ পুরো ট্রেইলটিই ওয়াইল্ড
যোগাযোগঃ 01712469935
Advertisement
Event Venue & Nearby Stays
Chittagong, Bangladesh