Advertisement
প্রিয় বন্ধুরা, প্রতিটি মানুষের জীবন যুদ্ধে ভিন্নতা থাকে, থাকাই স্বাভাবিক। কিন্তু যখন আমাদের মাতৃভূমির প্রসংগ আসে, তখন বাংলাদেশের ইতিহাস , স্বাধীনতা, শোকাবহ দিন শেষে বিজয়- এ সব কিছুইতেই আমরা এক, অভিন্ন। বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা ২৬শে মার্চেই এবং বিজয় ১৬ই ডিসেম্বরই। লাখো মানুষের তাজা প্রাণ, মুক্তিযোদ্ধাদের ত্যাগ, নির্বিচারে নারী-শিশুদের হত্যা, বীরাঙ্গণাদের সম্ভ্রম হারিয়ে আমরা যখন বিজয়ের দ্বারপ্রান্তে, ঠিক তখনই ১৪ই ডিসেম্বর ১৯৭১ আসে আরেকটি আঘাত হয়ে। আমাদের ভবিষ্যতকে পঙ্গু করে দেয়া ঘৃন্য চক্রান্তের শিকার হতে হয় দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের-যাঁরা বেঁচে থাকলে আমাদের দেশের চিত্রপট হতে পারতো এখনকার যে কোনও উন্নতদেশের মতোই।
এ বছর বিজয় দিবস উদযাপন উপলক্ষে আমরা টরন্টোর কিছু সমমনা সাংস্কৃতিক সংগঠন একত্রিত হয়েছি। আপনাদের আহবান জানাই আগামী ১৪ই ডিসেম্বর ২০২৪ যৌথ ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন করার জন্য।
আশা করি আপনাদের উপস্থিতিতে আমরা সবাই কে দৃঢ় কন্ঠে জানাতে পারবো, স্বাধীনতা দিবস একটাই, বিজয় দিবস একটাই, বাংলাদেশ একটাই।
স্থান: Hope United Church, 2550 Danforth Avenue, Toronto.
তারিখ: ১৪ ডিসেম্বর, ২০২৪ ( শনিবার )
সময়: বিকেল ৫ টা
আহ্বানে টরন্টোর সমমনা সাংস্কৃতিক সংগঠন :
১. অন্যস্বর।
২. অন্য থিয়েটার।
৩. অন্টারিও বাঙালী কালচারাল সোসাইটি।
৪. আইএম ক্রিয়েটিভ ল্যাব।
৫. উদীচী কানাডা।
৬. খেলাঘর কানাডা।
৭. গীতাঞ্জলী মিউজিক একাডেমী।
৮. তাপস ড্যান্স গ্রউপ
৯. থিয়েটার ফোকস।
১০. নৃত্যকলা কেন্দ্র।
১১. বাচনিক।
১২. বাংলাদেশ থিয়েটার টরেন্টো।
১৩. বাংলাদেশ ব্যান্ডস এসোসিয়েশন অফ কানাডা।
১৪. সুকন্যা নৃত্যাঙ্গন।
পোস্টার কৃতজ্ঞতাঃ@Ittela Umama
Advertisement
Event Venue & Nearby Stays
Hope United Church, 2550 Danforth Ave, Toronto, ON M4C 1L2, Canada,Toronto, Ontario