Advertisement
বিজ্ঞান শুধু বইয়ের পাতায় আটকে থাকা কোনো কঠিন বিষয় নয়। বিজ্ঞান হলো প্রশ্ন করা, ভাবা, পরীক্ষা করা এবং নতুন কিছু খুঁজে পাওয়ার আনন্দ। সেই বিশ্বাস থেকেই আমার স্কুল প্রজেক্ট (এএসপি) আয়োজন করতে যাচ্ছে বহুল প্রত্যাশিত বিজ্ঞান ও গণিত উৎসব “বিজ্ঞান আনন্দ ২০২৬”। রাজবাড়ী জেলার শিক্ষার্থীদের জন্য এটি হতে যাচ্ছে একটি ভিন্নধর্মী মিলনমেলা, যেখানে বিজ্ঞান ও গণিত থাকবে ভীতি হিসাবে নয়, বরং আকর্ষণীয় হয়ে থাকবে উৎসবের কেন্দ্রবিন্দুতে। একদিনের এই আয়োজনে শিক্ষার্থীরা অংশ নেবে নানান সৃজনশীল প্রতিযোগিতায়। হাতে-কলমে বিজ্ঞান কার্যক্রমের মাধ্যমে নিজের চিন্তাকে শাণিত করে গণিতভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলায় তোমাকে দক্ষ করে গড়ে তুলতেই আমাদের এই আয়োজন। বিজ্ঞানের পাশাপাশি ভাষাগত মাধুর্য বৃদ্ধিতে এবং ইংরেজির ভয়কে দূর করতে থাকবে আমাদের বিশেষ আয়োজন "ইংরেজি ইভেন্ট"। এছাড়াও, পুরো অনুষ্ঠানে ভেন্যু জুরে থাকবে মজার মজার সব খেলা আর জ্ঞান আহরণের উপাদান যা পুরো দিনটিকে স্বরণীয় করে রাখবে।
আমাদের লক্ষ্য শুধু প্রতিযোগিতা আয়োজন নয়; বরং—
🔹 শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগানো,
🔹 বিজ্ঞান ও গণিতের প্রতি ভয় দূর করা,
🔹 এবং ভবিষ্যতের জন্য যুক্তিনির্ভর, চিন্তাশীল ও আত্মবিশ্বাসী মানুষ তৈরি করা।
২০১৯ সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি ও উৎসব আয়োজনের অভিজ্ঞতা নিয়ে, আগের সকল আয়োজনকে ছাপিয়ে আরও বড় পরিসরে, আরও পরিকল্পিতভাবে বিজ্ঞান আনন্দ ২০২৬ সাজানো হচ্ছে যাতে প্রতিটি অংশগ্রহণকারী কিছু না কিছু শিখে, অনুভব করে ও অনুপ্রাণিত হয়ে ফিরে যেতে পারে।
স্থান: রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় (https://maps.app.goo.gl/NwjkfUm4pQdvGhM36)
তারিখ: ১৬ জানুয়ারি, ২০২৬
সময়: সকাল ৮:৩০ মিনিট
এই উৎসবটি শুধু একটি অনুষ্ঠান নয়—
এটি একটি যাত্রা,
কৌতূহল থেকে আবিষ্কারের পথে।
➤ অংশগ্রহণকারীদের ক্যাটাগরি:
✔️ প্রাইমারি: ৩য় থেকে ৫ম শ্রেণি
✔️ জুনিয়র: ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি
✔️ সেকেন্ডারি: ৯ম এবং ১০ম শ্রেণি
(২০২৫ শিক্ষাবর্ষ অনুযায়ী)
➤ ইভেন্টসমূহ
প্রাইমারি:
১. গণিত অলিম্পিয়াড
২. বিজ্ঞান অলিম্পিয়াড
৩. অংক দৌড়
৪. সেভেন আপ খেলা
৫. বিজ্ঞান প্রজেক্ট
৬. পোস্টার প্রদর্শন
৭. কুইজ
৮. রুবিকস কিউব
৯. প্রশ্ন বক্স
১০. বুদ্ধিমত্তা যাচাই
১১. সুডোকু
১২. দাবা
১৩. ব্যাডমিন্টল (দলগত: ২ জন)
জুনিয়র:
১. গণিত অলিম্পিয়াড
২. বিজ্ঞান অলিম্পিয়াড
৩. ইংরেজি
৪. কেস স্টাডি (দলগত: ৩ জন)
৫. কুইজ
৬. রুবিকস কিউব
৭. বিজ্ঞান প্রজেক্ট
৮. পোস্টার প্রদর্শন
৯. প্রশ্ন বক্স
১০. বুদ্ধিমত্তা যাচাই
১১. ম্যাথ এস্কেপ রুম
১২. সুডোকু
১৩. দাবা
১৪. ব্যাডমিন্টল (দলগত: ২ জন)
সেকেন্ডারি:
১. গণিত অলিম্পিয়াড
২. পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড
৩. ইংরেজি
৪. কেস স্টাডি (দলগত: ৩ জন)
৫. কুইজ
৬. রুবিকস কিউব
৭. বিজ্ঞান প্রজেক্ট
৮. পোস্টার প্রদর্শন
৯. প্রশ্ন বক্স
১০. বুদ্ধিমত্তা যাচাই
১১. ম্যাথ এস্কেপ রুম
১২. সুডোকু
১৩. দাবা
১৪. ব্যাডমিন্টল (দলগত: ২ জন)
এছাড়াও থাকছে বিভিন্ন বিজ্ঞান ও গণিত ভিত্তিক খেলা।
রেজিস্ট্রেশন ফি:
তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি: ১০০/- টাকা
ষষ্ঠ থেকে দশম শ্রেণি: ১৫০/- টাকা
অনলাইন রেজিস্ট্রেশন লিংক: https://asp.rmb.edu.bd/ba26-registration/
রেজিস্ট্রেশনের সময় বর্তমান শ্রেণি উল্লেখ করে রেজিস্ট্রেশন করবে। কিন্তু প্রতিযোগিতা হবে পূর্ববর্তী ক্লাস অনুযায়ী। যেমন কেউ যদি সদ্য ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয় সে প্রাইমারি ক্যাটাগরির অন্তর্গত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। রেজিস্ট্রেশন চলবে ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
আয়োজনে: আমার স্কুল প্রজেক্ট
সহযোগিতায়: রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতি
ভেন্যু পার্টনার: রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়
ম্যাগাজিন পার্টনার: বিজ্ঞানবার্তা
মিডিয়া পার্টনার: Global Rajbari, Kalukhali Today
আমাদের আয়োজনে বিজয়ীসহ সবার জন্য থাকবে পুরষ্কার।
Advertisement
Event Venue & Nearby Stays
Rajdharpur Madhyamik Bidyalay, Bangalpara, Dhaka, Bangladesh
Tickets
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.










