Advertisement
"বাড়ই আইলো পদ্মায়! ৩.০ হিম উৎসবে নিমন্ত্রণ
শীতের সকালে কুয়াশা ভেদ করে চলছে আপনার হাউজবোট,গরম গরম চা কিংবা পিঠা খেতে খেতে দেখছেন দেশের অন্যতম সুন্দর নদীগুলো।মেঘালয়ের পাহাড়ের পাদদেশ থেকে সমগ্র হাওর অঞ্চল পাড়ি দিয়ে সুরমা, কালনি, ঘোড়াউত্রা, মেঘনা, শীতলক্ষ্যা, ইছামতী হয়ে পদ্মা নদীতে এসে শেষ হবে ম্যারাথন এই নৌযাত্রা।নৌযাত্রায় জেলেদের থেকে সতেজ মাছ নিয়ে ভূরিভোজন হবে চূড়ান্ত।শীতের পিঠাপুলির সাথে তরতাজা মাছের সহিত হয়ে যাবে হিম উৎসব।
সুনামগঞ্জ থেকে ঢাকার পদ্মা নদী পর্যন্ত আসতে চাইলে যোগ দিতে পারেন আমাদের সাথে।
সুনামগঞ্জ থেকে যোগ দিলে ঢাকা পর্যন্তও আসতে পারেন, সময় কম থাকলে কিশোরগঞ্জ বালিখোলায় (এখানে অষ্টগ্রাম-নিকলি সড়কটা ঘুরে দেখতে পারেন), কিংবা ভৈরবে নেমে যেতে পারেন, কেউ চাইলে স্রেফ ভৈরব থেকে জয়েন করতে পারেন। লাইফ টাইম গল্প করার রসদের জন্য যোগ দিতে পারেন আমাদের এই নৌযাত্রায়।নৌযাত্রা শুরু হচ্ছে নভেম্বর ২২ তারিখ শুক্রবার সকালে ,সুনামগঞ্জ/সাচনা থেকে,যাত্রা শেষ হবে ২৪ তারিখ রবিবার সন্ধ্যায় চাইলে রাতটাও থেকে যেতে পারবেন।মোট ৩/৪ টি নৌকার নৌবহর নিয়ে আমরা রওনা দিবো।
প্ল্যান:
২২ তারিখ সকালে সুনামগঞ্জ/সাচনা পৌছেই আমরা বোটে চেক ইন এর সাথে সাথে বোট ছেড়ে দিবে ইটানর উদ্দেশ্যে। সুনামগঞ্জ থেকে প্রায় ১০০ কিলোমিটার পারি দিয়ে সন্ধ্যা নাগাদ আমরা পৌছে যাব ইটনা।
২৩ তারিখ খুব ভোরে বোট ছেড়ে ধনু নদী ও ঘোড়াউত্রা নদী ধরে মেঘনা হয়ে সন্ধায় পৌছে যাব ভৈরব।
২৪ তারিখ খুব ভোরে ভৈরব থেকে যাত্রা শুরু করবো এই দিন আমরা বোট নোঙ্গর করবো মাওয়া ঘাট এখানেই আমাদের ম্যারাথন এই নৌ - যাত্রার সমাপ্তি হবে।
আপনারা চাইলে পুরো ট্রিপটি আমাদের সাথে মাওয়া ঘাট পর্যন্ত গিয়েও শেষ করতে পারেন না হয় ভৈরব নেমেও ট্রিপ শেষ করতে পারেন।
ইভেন্ট ফী: ৯৫০০ টাকা ফুল ট্রিপ
পার্শিয়াল ট্রিপে: সুনামগঞ্জ থেকে ইটনা বা ভৈরব থেকে মাওয়া ঘাট ৭৫০০/- টাকা
এর মধ্যে যা যা পাচ্ছেন: সুনামগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে তিন দিনের বোট ট্রিপ ও প্রতিদিন তিনবেলা খাবার সাথে ২ বেলা করে স্ন্যাক্স।
আরো বিস্তারিত জানতে ফোন করুন:
☎️ 01713388492 (Ullash)
☎️ 01322652090 (Faysal)
Advertisement
Event Venue & Nearby Stays
Tanguar Haor, Sunamganj, Bangladesh, Tangua Restaurant, R370, বিশ্বম্ভরপুর, বাংলাদেশ,Sunamganj, Sylhet, Bangladesh