Advertisement
স্বপ্ন আর্ট একাডেমীর সকল নতুন/পুরাতন শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীগণ অংশগ্রহণ করতে পারবে। আগামী ৫ফেব্রুয়ারীর মধ্যে শিক্ষার্থীদের ৫০০ টাকা। অভিভাবকদের ৬০০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করতে বলা হয়েছে। অনুষ্ঠানসূচী:
সকাল ১০টায়: উপস্থিতি ও সকালের নাস্তা গ্রহণ।
সকাল ১১টায়: সকলের চিকলি পার্ক পরিদর্শন/বেড়ানো।
দুপুর ১২টায়: সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুর ১:৩০টায়: খাবার গ্রহণ।
বিকাল ৩টায়: শিশু ও অভিভাবকদের খেলাধুলা।
বিকাল ৪টায়: র্্যাফেল ড্র, লটারি ও পুরস্কার বিতরণ।
বিকাল ৫ টায়: অনুষ্ঠান সমাপ্তি।
Advertisement
Event Venue & Nearby Stays
চিকলী পার্ক, রংপুর, জলকর রোড, ইসলামপুর, সাগরপারা, রংপুর।,Rangpur City, Cooch Behar, India