Advertisement
সরস্বতী পূজা ২০২৬ 🕉️সমাজবিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বিদ্যা, বুদ্ধি বাক্শক্তি, মনন ও প্রজ্ঞার প্রতীক দেবী সরস্বতীর কৃপালাভের আশায় সমাজবিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে সরস্বতী পূজা ২০২৬।
📅 ২৩ জানুয়ারি ২০২৬ | শুক্রবার
📍 সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এই পবিত্র আয়োজন উপলক্ষে সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের দেবী সরস্বতীর আরাধনায় অংশগ্রহণ করার জন্য সাদরে আহ্বান জানানো হচ্ছে।
আসুন, প্রত্যেকের জ্ঞানের আলো প্রজ্বলনে করে অজ্ঞতার অন্ধকার দূর করি, মনন, মানবিকতা ও মনুষ্যত্বে নিজেদের সমৃদ্ধ করি।
শুভ বাণী অর্চনা 🙏
Advertisement
Event Venue & Nearby Stays
সমাজ বিজ্ঞান অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।, Chittagong, Bangladesh
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











