Advertisement
আমাদের ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এই দিনটি আমাদের বাঙালিয়ানা, সংস্কৃতি, আর ঐক্যের প্রতীক। আমরা এবার দুই বাংলা মিলে উৎযাপন করবো বাংলা নববর্ষ।
তারিখ: ১৩ এপ্রিল ২০২৫
সময়: দুপুর ১টা থেকে রাত ৯টা
স্থান: Åsane Kulturhus, Klubben Hall, Bergen
অনুষ্ঠানের আকর্ষণসমূহ:
🎉 পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা
🎭 সাংস্কৃতিক পরিবেশনা (নৃত্য, গান ও নাটিকা)
🌸 বৈশাখী মেলা:
🍴বাঙালি খাবার (ইলিশ এবং পান্তা ভাত, সিঙারা, সামুসা, ফুচকা, ইত্যাদি)
👗শাড়ী এবং শালোয়ার কামিজের ষ্টল!
🎨 শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
🎼 অতিথি শিল্পীদের পরিবেশনা
আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে আসুন এবং আমাদের এই দিনটিকে আরো আনন্দময় করে তুলুন। আপনাদের সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলবে।
অংশগ্রহণ ফি: ৬০ ক্রোনার (১২ বছর বা তদূর্ধ্ব সবার জন্য)
VIPPS: 97373368 (দেবাশীষ)।
সবাইকে ৪ঠা এপ্রিলের মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে অনুরোধ করা হচ্ছে।
"এসো হে বৈশাখ, এসো এসো!"
শুভেচ্ছান্তে,
অপরাজেয় বাংলা
Advertisement
Event Venue & Nearby Stays
Åsane kulturhus, Åsane Senter 52, 5116 Ulset, Norge,Bergen, Hordaland, Norway