Advertisement
আমাদের ঐতিহ্যবাহী বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমরা আপনাদের আমন্ত্রণ জানাই। এই দিনটি আমাদের বাঙালিয়ানা, সংস্কৃতি, আর ঐক্যের প্রতীক।তারিখ: ১৩ এপ্রিল ২০২৫
সময়: বিকেল ৩টা থেকে রাত ৯টা
স্থান: Åsane Kulturhus, Klubben Hall, Bergen
অনুষ্ঠানের আকর্ষণসমূহ:
🎉 পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা (যদি সম্ভব হয়)
🎭 সাংস্কৃতিক পরিবেশনা (নৃত্য, গান ও নাটিকা)
🍴 বাঙালি খাবারের স্টল
🎨 শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা
🎼 অতিথি শিল্পীদের পরিবেশনা
আপনার পরিবার, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে আসুন এবং আমাদের এই দিনটিকে আরো আনন্দময় করে তুলুন।
আপনাদের সবার উপস্থিতি আমাদের অনুষ্ঠানের আনন্দ বহুগুণ বাড়িয়ে তুলবে।
"এসো হে বৈশাখ, এসো এসো!"
শুভেচ্ছান্তে,
অপরাজেয় বাংলা
Advertisement
Event Venue & Nearby Stays
Åsane kulturhus, Åsane Senter 52, 5116 Ulset, Norge,Bergen, Hordaland, Norway