বগালেক-কেওক্রাডং ভ্রমনে টিজিবি বাহিনী (২৪ ডিসেম্বর )

Wed, 24 Dec, 2025 at 02:00 pm to Sat, 27 Dec, 2025 at 05:00 pm UTC+06:00

Tour Group BD - TGB | Dhaka

Zm ZaRif
Publisher/HostZm ZaRif
\u09ac\u0997\u09be\u09b2\u09c7\u0995-\u0995\u09c7\u0993\u0995\u09cd\u09b0\u09be\u09a1\u0982 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8\u09c7 \u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf \u09ac\u09be\u09b9\u09bf\u09a8\u09c0 (\u09e8\u09ea \u09a1\u09bf\u09b8\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0 )
Advertisement
* ইভেন্টের নামঃ বগালেক-কেওক্রাডং ভ্রমনে টিজিবি বাহিনী (২৫ ডিসেম্বর )
** অর্গানাইজেশনঃTour Group BD
** যাত্রা শুরুঃ ২৪ ডিসেম্বর রাত ১০ টা।
** যাত্রার শেষঃ ২৭ ডিসেম্বর সকাল ৬.০০।
********************************************
** ভ্রমণের খরচ ৬৯৫০/- টাকা প্রতি জন।
** সাথে পাচ্ছেন টিজিবির একটি টি-শার্ট ।
** কনফার্ম করার জন্য উক্ত তারিখের মধ্যে ৪৫০০/- টাকা পাঠাতে হবে।
বিকাস হলে খরচ সহ ৪৫৫০ টাকা(বুকিং মানি অফেরতযোগ্য)
#বুকিং এর জন্যঃ +8801877722854,
অথবা +8801877722856
***************************************
ভ্রমণ পরিকল্পনাঃ-
ডে--০ঃ ঢাকা থেকে বাসে করে বান্দরবান যাত্রা।
ডে-- ১ঃ বান্দরবান নেমে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে নেবো। নাস্তা শেষ করে বান্দরবান থেকে জীপে করে রূমা বাজার। সেখান থেকে আর্মির প্রসিডিউর সেরে চান্দের গাড়িতে বগালেক চলে যাবো। দুপুরের খাবার খেয়ে চাঁদের গাড়িতে করে চলে যাবো কেওক্রাডং। কেওক্রাডং পৌছে আড্ডা গান মাস্তি চলবে টিজিবি স্টাইলে।
কেওক্রাডং এ রাত্রিযাপন প্রথম রাত।
ডে--২ সকালে ঘুম থেকে ফ্রেশ হয়ে রওয়ানা দেবো। দার্জেলিং পাড়ায় এসে সকালের নাস্তা সেরে বগা লেকের উদ্দেশ্যে যাত্রা । বগালেক যাত্রা বিরতি দিয়ে রুমা এসে লাঞ্চ করবো। তারপর বান্দরবানের উদ্দেশ্যে বের রওয়ানা।
রাতের খাবার খেয়ে ৯.৩০ মিনিটের বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা।
২৭ তারিখ সকালে ইনশাল্লাহ ঢাকায় থাকবো।
***************************************
** যা যা থাকছে এর মধ্যেঃ
- ঢাকা-বান্দরবান-ঢাকা নন এসি বাস
- চাঁদের গাড়ি
- ২৫ তারিখ সকাল থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার
-গাইডের খরচ
- থাকার রুম
- পর্যটক ফর্ম
** যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- কোন প্রকার বীমা
*******************************************
** টাকা পাঠানোর উপায়ঃ- ব্যাংক, মোবাইল ওয়ালেট যেমন বিকাশ এবং অফিসে এসে।
১/ ব্যাংকঃ Name: Tour Group BD
A/C:-16411026552,
Dutch Bangla Bank Ltd.(Mirpur Branch)
Routing Number: 090263136,
২/ বিকাশ মার্চেন্টঃ 01840238946 ( বিক্যাস পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে খরচ সহ)
৩/বিকাশ পার্সোনালঃ 01877722855, 01877722851 (খরচ সহ পাঠাতে হবে) .
৪/ আমাদের অফিসের ঠিকানাঃ ২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫ । (স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
[অন্যান্য পেমেন্ট অপ্শনের জন্য ম্যানেজারের (01840238946 ) সাথে সরাসরি কথা বলে নিন।]
★★টাকা পাঠিয়ে নিচের ইনফরমেশন গুলি ম্যানেজারের নাম্বারে এস.এম.এস করে দিতে **আপনার/আপনাদের নামঃ
**ইভেন্টের নাম এবং তারিখঃ
**মোবাইল নাম্বারঃ
**টাকার পরিমানঃ
**টি-শার্ট সাইজঃ
**যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেনঃ
**এবং যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে জমা দেয়ার রিসিট টিজিবি পেইজে ইনবক্স অথবা ইভেন্টে শেয়ার দিতে পারেন।ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
** রিপ্লে মেসেজে কনফারমেশন (মেসেজ অথবা টোকেন) নিয়ে নিতে হবে।।
************************************
কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
* ট্রিপ কনফার্মেশন এর উপর ভিত্তি করে বাসের সিট এবং রিসোর্ট দেয়া হবে।
* এই ট্রিপ এ মোটামুটি হাঁটতে হতে পারে বিভিন্ন যায়গায়, যদিও খুব বেশি নয়।
* কেও আলাদা রুম নিতে চাইলে সেই ক্ষেত্রে কথা বলতে হবে আর জানাতে হবে আগে থেকেই, সম্ভব হলে করা হবে। অন্যথায় মেয়েরা আলাদা রুমে, ছেলেরা আলাদা রুমে থাকার ব্যবস্থা করা হবে।
******************
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
আমাদের পেজের ঠিকানাঃ https://www.facebook.com/TourgroupBd/
**যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬,০১৮৭৭৭২২৮৫৪ ম্যানেজার। এটি আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন ট্রিপের বিস্তারিত, এবং কনফার্ম করতেও এই নাম্বারটিতে যোগাযোগ করুন।
Advertisement

Event Venue & Nearby Stays

Tour Group BD - TGB, 20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

Senior Citizen's Holiday Celebration
Tue, 23 Dec at 02:00 pm Senior Citizen's Holiday Celebration

Sutrapur Community Center

BPL Music Fest 2025
Tue, 23 Dec at 06:00 pm BPL Music Fest 2025

Mirpur Stadium

Youth Ignite: The Idea Heist
Wed, 24 Dec at 09:00 am Youth Ignite: The Idea Heist

International Convention Centre Limited (ICCL)

Holiday Party
Wed, 24 Dec at 05:00 pm Holiday Party

The City Bank Head Office

\u0995\u09cd\u09b0\u09bf\u09b8\u09ae\u09be\u09b8 \u099b\u09c1\u099f\u09bf \u09b8\u09cd\u09aa\u09c7\u09b6\u09be\u09b2 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8\u09c7\u09b0 \u09ac\u09bf\u09b2\u09be\u09b6\u09ac\u09b9\u09c1\u09b2 \u0995\u09cd\u09b0\u09c1\u099c - Fly Far Ladies \u099f\u09cd\u09b0\u09bf\u09aa
Wed, 24 Dec at 06:00 pm ক্রিসমাস ছুটি স্পেশাল সুন্দরবনের বিলাশবহুল ক্রুজ - Fly Far Ladies ট্রিপ

2nd Floor, Ka-9/A, Haji Abdul Latif Mansion, Bashundhara R/A Road , 1229 Dhaka, Bangladesh

Run Agargaon
Thu, 25 Dec at 12:00 am Run Agargaon

Agargaon Administrative Area

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events