Advertisement
আমাদের বইখোর ক্লাবের জানুয়ারির বৈঠকের (২৩শে ফেব্রুয়ারি) বিষয়বস্তু: পূর্ণেন্দু পত্রীর কাব্যোপন্যাস "কথোপকথন"।আমাদের মার্চ মাসের বৈঠক হবে আগামী ২৩শে মার্চ।
আমাদের পরবর্তী বৈঠকের বিষয়বস্তু বেছে নিয়েছেন আমাদের পরবর্তী সেশনের মডারেটর শাহিন শেখ, আর তা হ'ল-- হুমায়ুন আহমেদের হিমুর দুটি উপন্যাস ("এবং হিমু" ও "পারাপার")
সিলেবাসের বইটির পিডিএফ পাওয়া যাবে এই লিঙ্কটি থেকেঃ
https://tinyurl.com/boikhorclub
তাহলে আর দেরী কেন? পড়তে শুরু করুন, আর আগামী ২৩শে মার্চ চলে আসুন আমাদের বইখোর ক্লাবের আড্ডায়।
কোনো কারণহেতু যদি মুখোমুখি আড্ডায় আসা সম্ভব না হয়, তবে আছে অনলাইনে আড্ডার সুযোগও; তার জন্য আপনাকে ইভেন্টের দিন নির্দিষ্ট সময়ে এই লিঙ্কে ক্লিক করে অনলাইন মিটিং জয়েন করতে হবেঃ https://meet.google.com/njg-dwro-sgo
আর বইখোর পেজটাকে (https://www.facebook.com/bookclubhyd/) লাইক করে রাখলে, ইভেন্টের খবর বা অন্য খবর পেয়ে যাবেন।
_______________________________
পুনশ্চঃ আমাদের আড্ডা সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত, শুধু সশরীরে এসে হাজির হ'লেই হ'ল। এবং কোনোরকম অর্থনৈতিক লেনদেনের ব্যাপার (মেম্বারশিপ ফি, রেজিস্ট্রেশন ফি ইত্যাদি), বা অন্য কোনোরকম বাধানিষেধ এখানে নেই।
শুধু নির্দিষ্ট দিনে, আড্ডার ঠিকানায় চলে এলেই হ'ল-- ব্যস; এইটুকুই।
বই মুক্তচিন্তায় উদ্বুদ্ধ করে, তাই আমরাও মুক্ত-আড্ডায় বিশ্বাসী।
বইপড়ুয়ারা আসুন আমাদের আড্ডায়, এইটুকুই আমরা চাই...
Advertisement
Event Venue & Nearby Stays
Hyderabad, Telangana, India
Tickets