প্রিমিয়াম হাউজ বোটে ভ্রমণ অভিযাত্রীর সাথে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ (৪.০)

Mon, 25 Aug, 2025 at 09:00 pm to Thu, 28 Aug, 2025 at 06:00 am UTC+06:00

টাঙ্গুয়ার হাওর - Tanguar Haor, Sunamganj | Sylhet

Salman Mahmud
Publisher/HostSalman Mahmud
\u09aa\u09cd\u09b0\u09bf\u09ae\u09bf\u09df\u09be\u09ae \u09b9\u09be\u0989\u099c \u09ac\u09cb\u099f\u09c7 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a4\u09cd\u09b0\u09c0\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u099f\u09be\u0999\u09cd\u0997\u09c1\u09af\u09bc\u09be\u09b0 \u09b9\u09be\u0993\u09b0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3 (\u09ea.\u09e6)
Advertisement
বিগত ৫ বছর সর্বোচ্চ সুনামের সাথে বাজেটের মধ্যে টাঙ্গুয়ার হাওরে প্রিমিয়াম ট্রিপ আয়োজন করে আসছে ভ্রমণ অভিযাত্রী। এবারও সর্বোচ্চ সেবার নিশ্চয়তা নিয়ে টাঙ্গুয়ার হাওর ট্রিপ নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটি এই সিজনের ৪র্থ হাওর ট্রিপ।
আমাদের ফেসবুক গ্রুপ - https://www.facebook.com/groups/vromonovijatri/
সকলের আরাম আয়েশ ও আপুদের নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা টাঙ্গুয়ার হাওর ট্যুর পরিচালনা করি হাওরের অন্যতম বিলাসবহুল "হাউজ বোটে"। যেখানে থাকবে সম্পূর্ণ আলাদা আলাদা কেবিনের সুবিধা ও ফ্যাসিলিটিস।

দিগন্ত জোড়া নীল জলরাশি, সবুজে ঘেরা পাহাড়, হাওরের নীলাভ পানি এইসব মিলেই অপরুপ সুন্দর সুনামগঞ্জ। টাঙ্গুয়ার হাওড়ের নীল জলরাশি যে কারো মনে দোলা দিবে। সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে তাহিরপুর, ধর্মপাশা উপজেলায় এই হাওরের অবস্থান। সাথে আছে বাংলাদেশের কাশ্মীর নীলাদ্রি। নীল রঙে রূপায়িত এই মনোরম জায়গাটির অবস্থান টেকেরঘাট, সুনামগঞ্জে। টেকেরঘাট টাঙ্গুয়ার হাওড়ের কাছে ভারত সীমান্তবর্তী একটি স্থান। নীলাদ্রি নামটা যেমন সুন্দর, এর রূপও তেমনি মোহনীয়। চোখে না দেখলে বিশ্বাসই হবে না পানির নীল প্রকৃতির মায়াবী রূপ।

== যাত্রার তারিখঃ ২৫ই আগস্ট (সোমবার) রাত ১০ঃ০০ টায়)
== ফেরার তারিখঃ ২৪ই জুলাই (বৃহস্পতিবার) সকাল ৫/৬ টায়)
== ভ্রমণের খরচঃ ফেনী থেকেঃ ৬৫০০/- টাকা জনপ্রতি, প্রত্যেক কেবিনে ৩/৪ জন।
== ঢাকা থেকেঃ ৬৫০০/- টাকা জনপ্রতি, প্রত্যেক কেবিনে ৩/৪ জন।
== কাপল খরচঃ ৮০০০+৮০০০ = ১৬০০০ টাকা (দুইজনের জন্য সম্পূর্ণ আলাদা কেবিন)
== অগ্রিম জমা বা বুকিং কনফার্মেশন ফি = ৩০৬০ টাকা জনপ্রতি
== বুকিং কনফার্ম বা টাকা জমা দেওয়ার শেষ তারিখঃ ২০ আগস্ট ২০২৫

আসন নিশ্চিত করার নিয়মঃ
-------------------------------------
আমাদের সাথে এই ভ্রমণে যেতে আপনাকে অগ্রিম ৩০৬০ টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে আসন নিশ্চিত করতে হবে। Bank, bKash/Nagad অথবা দেখা করেও বুকিং ফি জমা দিতে পারবেন। (অগ্রিম বা বুকিং মানি সম্পূর্নভাবে অফেরতযোগ্য)। বুকিং মানি ছাড়া মৌখিক কনফার্ম করা সম্ভব নয়। বাদ বাকি টাকা ভ্রমণের দিন নেওয়া হবে।
ব্যাংক ডিটেইলসঃ
Name - Salman Mahmud
Account No - 00390310043552
Mutual Trust Bank
Feni Branch
বিকাশ/নগদ নাম্বারঃ (পার্সোনাল)
01679414171 (সালমান)
01624581045 (জিন্নাত)

== ভ্রমণের স্থান সমুহঃ
------------------------
★ শিমুল বাগান
★ যাদুকাটা নদী
★ বারিক্কাটিলা
★ নীলাদ্রি লেক
★ ওয়াচ টাওয়ার
★ খড়চার হাওর
★ টাঙুয়ার হাওর
★ টেকেরঘাট
★ হাসন রাজার মিউজিয়াম (সময় সাপেক্ষে)

== এই খরচে যা যা থাকবেঃ
-------------------
- ফেনী - সুনামগঞ্জ, সুনামগঞ্জ - ফেনী সকল ধরণের যাতায়াত ভাড়া। (নন-এসি)
- ফকিরাপুল - সুনামগঞ্জ, সুনামগঞ্জ - ফকিরাপুল সকল ধরণের যাতায়াত ভাড়া। (নন-এসি)
- সুনামগঞ্জ টু সুনামগঞ্জ রিজার্ভ হাউজ বোট(২ দিন এক রাতের জন্য)
- ৫ বেলা মূল খাবার (ডাবল মেন্যু)
- ৪ টি স্ন্যাক্স
- আনলিমিটেড চা
- বোটে সার্বক্ষণিক মিনারেল ওয়াটারের ব্যবস্থা
- রাতে হাউজ বোটে রাত্রি যাপন করার সকল খরচ
- উল্লেখিত সকল ভ্রমণ স্থানে যাতায়াত খরচ
- সকল ধরণের প্রবেশ ফি
== এই খরচে যা যা থাকছে নাঃ
-------------------
- কোনো ধরণের ব্যক্তিগত খরচ
- "খরচে যা যা থাকবে" সেই তালিকার বাহিরে এমন কিছু
- যাত্রা বিরতিতে খাবার খরচ

🍲 ট্যুরের ফুড মেন্যু ====

সকালের নাস্তা ২টাঃ
১/ আখনী, বেগুন ভাজা, শুটকি ভর্তা, সালাদ, আচার, পানি।
২/ খিচুড়ি, ডিম ভূনা, বেগুন ভাজা, সালাদ, আচার, পানি।

🥭 সকালের স্ন্যাকস ২টাঃ
১/ বিস্কুট, কেক, চা, পানি।
২/ সিজনাল ফ্রুটস, চা, পানি।

🍽️ দুপুরের খাবার ২টাঃ
১/ চিকেন ভুনা, মাছ, ভর্তা, ঘনডাল, সবজি-ভাজি, ভাত, সালাদ, পানি।
২/ চিকেন রোস্ট, মাছ, ভর্তা, ডালের চচ্চরি, সবজি-ভাজি, ভাত, সালাদ, পানি।

🍜 বিকালের স্ন্যাকস ২টাঃ
১/ মুড়ি মাখানো, চা, পানি।
২/ ভেজিটেবল নুডুলস , চা, পানি।

🍽️ রাতের খাবার ১টাঃ
১/ ছোট মাছ ভূনা, হাস ভূনা, ভর্তা, ডাল, ভাত, সালাদ, পানি।
(এভিলিবিলিটি (প্রাপ্যতা) সাপেক্ষে ফুড মেন্যুতে পরিবর্তন হতে পারে)

❑❑ হাউজবোটঃ "পাইরেটস অফ দ্যা টাঙ্গুয়া, সাম্পান, জলকুঞ্জ" অথবা সমমান প্রিমিয়াম হাউজবোট

❑❑একনজরে দেখে নেয়া যাক এই প্রিমিয়াম হাউজবোটের ফ্যাসিলিটিগুলোঃ
❑বিশালাকার জানালা,ফ্যান,লাইট, চার্জিং পয়েন্ট সম্মৃদ্ধ ৬/৮ টি কেবিন রয়েছে এই বোটে।
❑সুবিশাল ওপেন লাউঞ্জ। যেখানে শুয়ে বসে আড্ডা দিতে দিতে হাওর উপভোগ করতে পারবেন।
❑রুফটপ ডাইনিং।
❑পুরো বোটে সোজা হয়ে হাঁটার মতো যথেষ্ট উচ্চতা
❑সবার জন্য লাইফ জ্যাকেট
❑ ছাঁদে উঠার জন্য সিঁড়ি
❑লাইফ বয়া
❑ফিল্টার পানির ব্যবস্থা
❑কিং সাইজ হাইকমোড লোকমোড মিলিয়ে ৩ টি ওয়াশরুম।
❑দিনে রাতে নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ অর্থাৎ জেনেরেটর সার্ভিস।
❑ নামাজের স্থান।
❑প্রতিটি রুমেই রয়েছে ফোন ল্যাপটপ চ্যার্জিং সিস্টেম।
❑ইনডোর গেমসের বেশ কিছু উপকরণ।
❑রুম ঠান্ডা রাখার জন্য ছাদ তৈরি করা হয়েছে ৮ টি লেয়ারের মাধ্যমে। এছাড়াও বৈদ্যুতিক ফ্যান ত রয়েছেই।
❑সার্বক্ষণিক রুম সার্ভিস।
❑হাউজবোটেই নিজস্ব কিচেন।

- প্রিমিয়াম ট্রিপ হলেও বাজেটে সবসময় প্রথম পছন্দ ভ্রমণ অভিযাত্রী। প্রত্যেক বছর প্রিমিয়াম হাউজ বোটে বাজেট ফ্রেন্ডলি খরচে ট্যুর উপহার দিয়ে যাচ্ছি আমরা। কারণ ভ্রমণ অভিযাত্রী সবসময় আপনাদের আয়ত্ত্বের মধ্যে রেখে সেরা ভ্রমণ/ট্যুর আয়োজন করার চেষ্টা অব্যহত রেখেছে।

== ট্রিপ সুন্দর ভাবে পরিচালনার জন্য কিছু শর্তঃ
------------------
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৩- প্রতিটি জায়গা আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন ট্যুরিজমের কোন ক্ষতি না হয়, সেইটা সর্বোচ্চ বিবেচ্য বিষয় যেন হয়।
৪- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৫- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৬- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৭- নারী গেস্ট বা অতিথিদের সম্মানের চোখে দেখবেন তাদের কোনো অসুবিধা হয় এহেন কার্যকলাপ থেকে নিজেদের বিরত রাখবেন।
৮- কোথাও কোনো অপচনশীল ময়লা ফেলবো না।
৯- হোস্ট বা দলনেতার কথা নিজেদের প্রয়োজনেই মেনে নিতে হবে।

#সাথে_যা_নিবেন -
গামছা।
পলিথিন।
ক্যাপ।
পানির বোতল।
শর্টপ্যান্ট।
খাবার স্যালাইন।
ব্যান্ড এইড।
ব্যাথানাশক ঔষধ।
ক্যামেরা (যদি থাকে)।
পাওয়ার ব্যাংক।
আরো বিস্তারিত জানতে আমাদের গ্রুপে চোখ রাখুন।

ভ্রমণ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেনঃ
01679414171 (সালমান)
বিঃদ্রঃ = যেকোনো পরিস্থিতিতে হোস্ট সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন।
Advertisement

Event Venue & Nearby Stays

টাঙ্গুয়ার হাওর - Tanguar Haor, Sunamganj, Tamanna Enterprise, সুনামগঞ্জ, বাংলাদেশ, Sylhet, Bangladesh

Sharing is Caring:

More Events in Sylhet

Sylhet Bondhushava Presents, "Sylhet Tech Fest"
Wed, 27 Aug at 11:00 am Sylhet Bondhushava Presents, "Sylhet Tech Fest"

Monir Mansion (2nd Floor), Barutkhana, Sylhet

Grand shopping expo 2025
Thu, 28 Aug at 10:00 am Grand shopping expo 2025

Sylhet, Sylhet, Sylhet Division, Bangladesh

BLU Limited Edition Tour 0.4
Thu, 28 Aug at 11:00 am BLU Limited Edition Tour 0.4

সাদা পাথর-ভোলাগঞ্জ, সিলেট -ShadaPathor

Grand shopping expo
Thu, 28 Aug at 03:00 pm Grand shopping expo

Sylhet, Sylhet, Sylhet Division, Bangladesh

\u09b8\u09bf\u09b2\u09c7\u099f (\u09eb\u09e9)
Thu, 28 Aug at 05:00 pm সিলেট (৫৩)

Shylet Bangladesh

\u09b8\u09bf\u09b2\u09c7\u099f \u099f\u09cd\u09b0\u09bf\u09aa
Thu, 28 Aug at 08:30 pm সিলেট ট্রিপ

সিলেট সিটি

Sylhet is Happening!

Never miss your favorite happenings again!

Explore Sylhet Events