Advertisement
গ্রামের কোলাহল, সরল হাসি আর প্রাণের মেলবন্ধন—এসব কিছুই যেন ফিরে আসে আমাদের প্রাণের উৎসবে।প্রতি বছর আমরা মিলে-মিশে গড়ে তুলি এমন এক ভ্রমণের দিন, যেখানে সব বিভেদ ভুলে মিলিত হয় ছোট-বড়, নবীন-প্রবীণ।এই দিনটিতে প্রকৃতির কোলে গেয়ে উঠি সাম্যের গান, উচ্ছ্বাসে ভাসি প্রাণের বাঁধনে।চেনা মাঠ, চেনা পথ আর পরিচিত মুখগুলো যেন আরও আপন হয়ে ওঠে।
গোলাবাড়ীয়া ফাউন্ডেশন এবারও আয়োজন করতে যাচ্ছে সে পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ। আমরা সবাই জানি, এই আয়োজন শুধুই ভ্রমণের নয়; এটি আমাদের শিকড়ের সাথে বন্ধন দৃঢ় করার এক মহোৎসব।
তারিখ: ২৪ জানুয়ারি, ২০২৫
স্থান: গুলিয়াখালী সমুদ্র সৈকত
শুভেচ্ছা ফি : ৫৫০৳, থাকছে আকর্ষণীয় টি-শার্ট
শুভেচ্ছা ফি জমা দেওয়ার শেষ সময় : ২০ জানুয়ারি ২০২৫
আসুন, প্রাণের এই ডাকে সাড়া দিয়ে আমরা একত্রিত হই। মিলেমিশে কাটাই একটি দিন, যেখানে থাকবে শুধুই হাসি, আনন্দ আর ভালোবাসার গল্প।
Advertisement
Event Venue & Nearby Stays
Goliakhali Sea Beach, Sitakund, Chittagong, Bangladesh