পুজোয় ছুটি ডবল ফূর্তি

Thu, 02 Oct, 2025 at 07:00 am to Sat, 04 Oct, 2025 at 05:00 pm UTC+06:00

81, Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Khulna Division, Bangladesh | Khulna

Forest Trips
Publisher/HostForest Trips
\u09aa\u09c1\u099c\u09cb\u09af\u09bc \u099b\u09c1\u099f\u09bf \u09a1\u09ac\u09b2 \u09ab\u09c2\u09b0\u09cd\u09a4\u09bf
Advertisement
পূজার ছুটিতে সুন্দরবন ভ্রমন‌
�এমভি কোষ্টালক্রজ�
� অক্টোবর ০২-০৩-০৪-২০২৫�
�আসসামুআলাইকুম, প্রিয় ট্যুরিষ্ট/ট্রাভেলার।�
প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন আমাদের এই সুন্দরবন। সুন্দরবনে রকমারী স্বাস্হ্যসম্নত খাবার
আরামদায়ক নৌপথে ভ্রমন
আর সেজন্য সুন্দরবন ভ্রমনটি একটু ব্যতিক্রম হয়ে থাকে। এখানে এক ভ্রমনেই নদী ভ্রমন, সরু খাল ভ্রমন, বন্যজীবন, বনের গহীনে ট্রাকিং ও সমুদ্র বিলাশ হয়ে থাকে।
" সুন্দরবন ট্যুরে বিভিন্ন প্যাকেজ, কর্পোরেট গ্রুপ, গ্রুপ ট্যুর, ফ্রেন্ডন্স ও ফ্যামেলী ট্যুরের আয়োজন করে আসছে দীর্ঘ দিন ধরে। দীর্ঘ বছরের পর বছরের অভিজ্ঞতা সম্পন্ন ট্যুর ম্যানেজমেন্ট, অভিজ্ঞ গাইড, দক্ষ টিম মেম্বার এর সমন্বয়ে গেষ্টদের সর্বোচ্চ সেবা দিয়ে আসছে। আমাদের সেবার মান আরও উন্নত করার জন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি।
আমাদের আছে পর্যটকবাহি
ক্রজশীপ"এমভি কোষ্টাল
ক্রজ" এই প্রিমিয়াম শীপে
৭৫ জন টুরিষ্ট ক্যাপাসিটি। এই শিপের মধ্যে ৩১ টি
রুমের সাথে আছে ব্যাল-
কনি ও দুইটি রুম ব্যালকনি
ছাড়া এসি এ্যাটাষ্টবাথ এর প্রিমিয়াম লাক্সারি ডিলাক্স
কেবিন ও দুইটি ভিআইপি সুইট কেবিন প্রতিটি কেবিনে
আছে টিভি।জাহাজের অভ্যন্তরে আছে নান্দনিক ইন্টেরিয়র। আছে খোলা- মেলা রুফটপ ডাইনিং এবং শীততাপ নিয়ন্তৃিত নামাজ এর যায়গা। আমাদের সাথে
উপভোগ করুন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও আমাদের অভিজ্ঞ ক্রু'দের আতিথীয়তা।
� ট্যুর ডিটেইলসঃ-
� প্যাকেজঃ- খুলনা - সুন্দরবন - খুলনা।
� ট্যুর সাইজঃ ৭৫ জন।
� ট্যুর ডিউরেশনঃ ৩ দিন ২ রাত।
� "এমভি কোষ্টাল ক্রজ"
� প্যাকেজ মূল্য (প্রতিজন হিসাবে)
� ভিআইপি প্যনোরমা ডিলাক্স এসি কাপল কেবিন এ্যাটাষ্টবাথ প্রতিজন ২৫,০০০টাকা
� ভিআইপি ডিলাক্স প্যানারমা এসি ত্রিপল
বেড কেবিন এ্যাটাষ্ট-
বাথ প্রতিজন ২৫,০০০ টাকা
� ভিআইপি ডিলাক্স এসি
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস প্যানারোমা ফোরবেড কেবিন এ্যাটাষ্টবাথ প্রতিজন ২৪,০০০টাকা
�০-২ বছর= ফ্রি
৩-৭ বছরের বাচ্ছা= ৫০%
প্রতিজন (খাবার, পার্মিশন ও মা বাবার সাথে বেড শেয়ার করতে হবে)।
� বিদেশীদের জন্য অতিরিক্ত ১০,০০০/- টাকা প্রদান করতে হবে ফরেষ্ট এন্ট্রি ফি বাবদ।
� ট্যুর স্পটঃ-
�আন্দারমানিক ইকো ট্যুরিজম/ হারবাড়িয়া
�কটকা অফিসপার
�টাইগার টিলা
�কটকা ওয়াচ টাওয়ার
�জামতলা সমুদ্র সৈকত (সি বিচ)
�কচিখালী অভায়ারন্য
�কচিখালী খাল
�ডিমের চর
�করমজল (মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র)
� ট্যুর আইটেনারীঃ-
� দিন ১ঃ- খুলনা জেলখানা ঘাট থেকে সকাল ৬ টায় আমাদের গাইড গেষ্ট রিসিভ করে নিজস্ব ট্রলারে জাহাজে নিয়ে যাবে এবং রুম বুঝিয়ে দিবে। জাহাজ চলতে থাকবে আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পটের উদ্দেশ্যে। সকাল ৮:৩০ মিনিটে ব্রেকফাষ্ট পরিবেশন করা। যেতে যেতে চোখে পড়বে রূপসা ব্রীজ, রেলব্রীজ তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মোংলা বন্দর আনুমানিক দুপুর ০২ টায় আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পটে পৌঁছানো। লাঞ্চ এর পরে আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পট দেখবো এখানে বন্যপ্রানীর পানি খাবার জন্য একটি মিষ্টি পানির পুকুর আছে। আছে বন ও বন্যপ্রানী পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার। আর কনক্রিট এর তৈরী ৮০০ মিটার দীর্ঘ হাটার ট্রেইল। আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পট ঘুরে আমরা জাহাজে ফিরে আসব জাহাজ চলতে থাকবে কটকা অভায়ারন্যের উদ্দেশ্যে। জাহাজে বসে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য অবলোকন করবো। যেতে যেতে পড়বে তাম্বুলবুনিয়া ও হরিনটানা ফরেষ্ট অফিস
চলার পথে রাতের ডিনার করে নিব
আনুমানিক রাত ১০/১১ টার দিকে কটকা পৌঁছানো এবং জাহাজে রাত্রি যাপন।
� দিন ২ঃ- খুব সকাল আনুমানিক ৬ টায় কটকা অফিস পার ও তিন টিলা সহ এলাকা ভ্রমন করা এবং জাহজে ফিরে এসে ব্রেকফাষ্ট করে জামতলা সী বীচের উদ্দেশ্যে যাত্রা করা। যাওয়ার পথেই আমরা ওয়াচ টাওয়ার ও টাইগার পয়েন্টের ভিতর থেকে হেটে যাবো। বীচে ১ ঘন্টা সময় দিয়ে আমরা আবার জাহাজে ফিরে আসবো। (কটকা জামতলা বীচ যাওয়া আসা আনুমানিক ৬ কিলোমিটার)। জাহাজে আসার পরে আমরা কচিখালী অভায়ারন্যের দিকে রওনা করবো। দুপুর ২টা নাগাদ আমরা চলার পথে লাঞ্চ করে নেব। কচিখালী পৌছানোর পর প্রথমে আমরা চলে যাবো ডিমের চর। সাগরের মাঝে ভেসে ওঠা এই চরে আমরা সাড়ে ৩টা পর্যন্ত কাটিয়ে চলে আসবো কচিখালীতে। কচিখালীতে প্রচুর হরিন দেখা যায়। কচিখালী ও কচিখালীর ক্যানেল ক্রুজিং করে সন্ধ্যার দিকে শিপে ফিরে আসব ও শিপ ঢাংমারী ফরেষ্ট স্টেশনের
উদ্দেশ্যে রওনা করবে।
চলার পথে আমরা রাতের ডিনার (বার-বি-কিউ) পার্টি শেষ করব ও ঢাংমারীর
পাশে করমজল পৌছে রাত্রি যাপন করব।
� দিন ৩ঃ- সকালে আমরা ব্রেকফাষ্ট করে করমজল ভ্রমন করবো। করমজল একটি মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র। এখানে প্রায় ১.৫ কিলোমিটারের মত সুন্দর একটি হাটার কাঠের ট্রেইল আছে। আছে অনেক উঁচু ওয়াচ টাওয়ার। সুন্দরবনের বড় ম্যাপটিও এখানে। করমজল ভ্রমন শেষে জাহাজে ফিরে আসা ও জাহাজ খুলনার উদ্দেশ্যে রওনা করা। আনুমানিক বিকাল ৩/৪ টার মধ্যে খুলনা পৌছানোর পূর্বে স্নাক্স পরিবেশন করা স্নাক্স শেষে খুলনায় পৌছানো ও ট্যুরের
সমাপ্তি ঘোষনা করা।
�বিঃ দ্রঃ- জোয়ার ভাটার কারনে কিছু সময় ব্যবধান হতে পারে।
� প্যকেজ ইনক্লুডঃ-
� ৩৫০-৪০০ কিলোমিটার
পথ নৌপথে ভ্রমন।
� তিন দিনের সকল প্রকার খাবার (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্যাক্স) সার্বক্ষণিক চায়ের
ব্যাবস্হা থাকবে।
� ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন।
� ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং।
� শেষ রাতে বার-বি-কিউ ডিনার।
� ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ (২লি: বোতল)
� ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি
� নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড
� অভিজ্ঞ ট্যুর গাইড
� অভিজ্ঞ বাবুর্চি ও সার্ভিস বয়
� সুদক্ষ ক্রু
� প্যাকেজ এক্সক্লুডঃ-
� সকল ট্রান্সপোর্ট
� সকল প্রকার ব্যাক্তিগত খরচ
� পারর্সোনাল মেডিসিন
� সফ্ট বা হার্ড ড্রিংস
� ক্যামেরা এন্ট্রি ফি
� টিপস
� আমাদের ট্যুরে কোন রকম হিডেন চার্জ নাই||
� "এমভি কোষ্টলক্রজ" -জাহাজের ফ্যাসিলিটি সমুহঃ-
� সম্পূর্ণ এসি ক্রজ শীপ
�গেষ্ট ধারন ক্ষমতা ৭৫ জন
�রুফটপ ডায়নিং শীততাপ নিয়নতৃত (ক্যাপাসিটি ৭৫ জন)
�লাইভ বার-বি-কিউ কর্নার
�সম্পূর্ণ এসি,এ্যাটাষ্ট বাথরুম সহ কেবিন ৩৩ টি
�ফ্রেশ পানির রির্জাব ক্যাপাসিটি ৬০ হাজার লি:।
�নিরাপদ ভ্রমনের জন্য ডুয়েল ইঞ্জিন।
�জাহাজে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের জন্য চারটি বড় জেনারেটর।
�আধুনিক জি.পি.এস. ভিএসএফ, ইকো সাউন্ডার, লাইফ বয়া, লাইফ জ্যাকেট এবং অগ্নিনির্বাপক ব্যাবস্থা সহ আছে আরও প্রয়োজনিও ইকিউপমেন্টস।
�শিপের অভ্যন্তরে পাবেন মনোমুগ্ধকর পরিবেশও নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন ও সুইমিং পোল
ছোট সোনামিদের জন্য
Fun, Game বড়দের জন্য Carrom Chess & Dart-
Board সহ সুবিশাল জিম
এর ব্যাবস্হা ও সুবিশাল
কনফারেন্স রুমের ব্যাবস্হা
রয়েছে আমাদের ক্রজে।
� নিরাপত্তাঃ-
নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করিনা আমাদের সর্বচ্চ অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিcক আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
�নোট:-সুন্দরবনে শুধু মাত্র টেলিটক নেটওয়ার্ক কাজ করে।
� বুকিং এর জন্য যোগাযোগ করুনঃ-
Ahedi Islam Viky
Forest Trips
81,Sir Iqbal Road, Akter Chamber,Khulna, Bangladesh.
�01967571157
Advertisement

Event Venue & Nearby Stays

81, Sir Iqbal Road, Akter Chamber, Khulna, Khulna Division, Bangladesh

Sharing is Caring:

More Events in Khulna

\ud83c\udf93JadeBrut Global Study Abroad Roadshow 2025 \u2013 Bangladesh Edition \ud83c\udf0d
Sat, 04 Oct at 03:00 pm 🎓JadeBrut Global Study Abroad Roadshow 2025 – Bangladesh Edition 🌍

Khulna Royal Mor Castel Salam

shawon Islam
Sun, 05 Oct at 01:00 pm shawon Islam

Khulna, Khulna Division, Bangladesh

Rakib Hasan
Sun, 05 Oct at 05:27 pm Rakib Hasan

Nalua

Bangladesh vs Hong Kong
Thu, 09 Oct at 08:00 pm Bangladesh vs Hong Kong

palbari, Jessore, Khulna Division, Bangladesh

Taxhub
Fri, 10 Oct at 12:00 am Taxhub

Rangpur

Khulna is Happening!

Never miss your favorite happenings again!

Explore Khulna Events