পহেলা ফাল্গুন+ভালোবাসা দিবসে একদিনের ট্যুরে রক্তিম শিমুল বাগান, বারিক্কা টিলা, নীলাদ্রীতে GDM (11)

Thu, 13 Feb, 2025 at 08:50 pm to Sat, 15 Feb, 2025 at 05:50 am UTC+06:00

সুনামগঞ্জ | Sylhet

\u09aa\u09b9\u09c7\u09b2\u09be \u09ab\u09be\u09b2\u09cd\u0997\u09c1\u09a8+\u09ad\u09be\u09b2\u09cb\u09ac\u09be\u09b8\u09be \u09a6\u09bf\u09ac\u09b8\u09c7 \u098f\u0995\u09a6\u09bf\u09a8\u09c7\u09b0 \u099f\u09cd\u09af\u09c1\u09b0\u09c7 \u09b0\u0995\u09cd\u09a4\u09bf\u09ae \u09b6\u09bf\u09ae\u09c1\u09b2 \u09ac\u09be\u0997\u09be\u09a8, \u09ac\u09be\u09b0\u09bf\u0995\u09cd\u0995\u09be \u099f\u09bf\u09b2\u09be, \u09a8\u09c0\u09b2\u09be\u09a6\u09cd\u09b0\u09c0\u09a4\u09c7 GDM (11)
Advertisement

এটি জিডিএম (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট।
আমাদের গ্রূপ লিঙ্কঃ
https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
আমাদের পেজ লিঙ্কঃ
https://www.facebook.com/GroupDeMadventurers/

যারা যাবেন কিনা নিশ্চিত নন, তারা Interested এ ক্লিক করে রাখলে সকল প্রকারের আপডেট পেয়ে যাবেন। সম্পূর্ণ নিশ্চিত হয়ে Going এ ক্লিক করলে ভ্রমণসঙ্গী সম্পর্কে ধারণা পেতে এবং পরবর্তীতে যোগাযোগ করতে সুবিধা হয়।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
মোট সময়কালঃ ২ রাত ১ দিন
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤ ভ্রমণ স্থান সমূহ ✤✤
✦ টেকেরঘাট
♦ যাদুকাটা নদী
♦ নীলাদ্রি লেক
♦ বারিক্কা টিলা
♦ শিমুল বাগান

✤✤ সম্ভব্য পরিকল্পনা ✤✤
✦ ১৩ ফেব্রুয়ারী ২০২৫ ইং ( বৃহস্পতিবার) ঢাকা থেকে রাত ৯টার বাসে করে রওনা হবো সুনামগঞ্জের উদ্দেশ্যে।
✦ ১৪ ফেব্রুয়ারী, ২০২৫ইং (শুক্রবার) ভোরে পৌঁছাবো সুনামগঞ্জ। সেখান থেকে লেগুনায় করে তাহিরপুর/লাউয়ের গড়। সবার সম্মতি ক্রমে আমরা হয় সুনামগঞ্জ নাস্তা করবো না হয় লাউয়ের গড়।একটু বিশ্রাম, আপুদের শাড়ি, ভাইয়াদের পাঞ্জাবী পড়ার জন্য স্থানীয় হোটেলে বা বাসায় রুম নিবো,। আমরা তাহিরপুরে/লাউয়ের গঞ্জে সকালে রিফ্রেশ হয়ে অটোতে করে সারাদিনে ঘুরে দেখবো যাদুকাটা নদী, বারিক্কাটিলা আর শিমুল বাগান, টেকেরঘাট, শহীদ সিরাজ লেক। বিকাল টা নীলাদ্রিতে কাটিয়ে লেগুনায় করে চলে যাবো সুনামগঞ্জ, রাতে পানশীতে "স্পেশাল ডিনার", অতঃপর রাতের বাসে তিলোত্তমা নগরী ঢাকার পথ ধরা।
♦ ১৫ফেব্রুয়ারী,২০২৫ইং (শুক্রবার) তারিখে খুব সকালে ঢাকা পৌঁছাবো আমরা।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤ বুকিং সিস্টেম ✤✤
ইভেন্ট ফি ঃ
-৩৫০০ টাকা মাত্র
কনফার্ম করতে নিম্নে উল্লেখিত বিকাশ নম্বর এ ২০৪০ টাকা (অফেরতযোগ্য) বিকাশ করে ইনফর্ম করুন এবং অংশ হয়ে যান একটি ভিন্ন রকম এ্যাডভেঞ্চারের।
বিকাশ নম্বর সমূহঃ
শরীফ - 01674948668
লালন - 01711312726
আরিফ : 01912191847
সোহাগ: 01670152610
✤✤ রকেট নম্বরঃ
শরীফ - 01674948668(6)
আরিফ - 01912191847(9)
সোহাগ - 01670152610(9)
✤✤ নগদ নম্বরঃ
শরীফ - 01674948668
আরিফ - 01912191847
লালন - 01711312726
♣♣ ব্যাংকের হিসাব নম্বরঃ
1)
Mohammad Samsul Arefin
A/C- 1151570014570
Dutch Bangla Bank Ltd
Mirpur-01 Branch
2)
Mohammad Arif-Uz-Zaman
A/C-02934011309
Bank Asia Ltd, Mirpur Branch

⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
কনফার্ম করার শেষ সময় :
সিট ফিল আপ হওয়ার আগ পর্যন্ত
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤ যা যা থাকছে ✤✤
★সকালে স্থানীয় বাসায় আপু, ভাইয়াদের ফ্রেশ হওয়ার জন্য, ড্রেস চেঞ্জ করার জন্য, একটু রিলাক্স হওয়ার জন্য।
✦ সমস্ত প্রকার ট্রান্সপোর্ট খরচ।
✦ সকালের নাস্তা, মধ্যাহ্ন ও নৈশভোজ।
✦ ট্যুর চলাকালীন হালকা চা-নাস্তা
★তিনবেলা খাবার
★একটা অটোতে ০৬জন বসবে। একটা লেগুনায় ১১জন বসবে।

✤✤ যা যা থাকছে না ✤✤
✦ ব্যক্তিগত যে কোন খরচ
✦যে কোন প্রকার ওষুধ-পত্র

✤✤ যা যা সাথে নিবেন :
✦ এটি একটি মোটামুটি রিল্যাক্সিং ট্যুর। প্রয়োজনমত আরামদায়ক পোষাক ও নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য সাথে নিলেই হবে। নীলাদ্রী লেকে আমরা গোসল করবো, সে জন্য সবাই প্রয়োজনীয় কাপড় নিয়ে নিবেন।
✦ শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র বহন করতে হালকা ব্যাকপ্যাক।
✦ ক্যাপ, সানগ্লাস, ছাতা ।
✦ ক্যামেরা।
✦ মোবাইল ক্যামেরা সহ যাবতীয় জিনিসপত্র শুকনো রাখতে পলিথিন ব্যাগ।
★জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।

✤✤ যা অবশ্যই মনে রাখা দরকার ✤✤
✦ টিম লিডার যে কোন পরিস্থিতি বিবেচনায় যে কোন রকম সিদ্ধান্ত নিতে পারেন।অংশগ্রহণকারীদের শুধুমাত্র যে কোন পরিস্থিতিতে টিমলিডারের সিদ্ধান্ত মেনে চলার মানসিকতা থাকলেই অংশ নেওয়ার অনুরোধ রইল।
✦ ভ্রমণকালীন যে কোন সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলুন।
✦ ভ্রমণকালীন সময়ে পারষ্পারিক সহযোগীতা করুন।
✦ সবাই সম্পূর্ণ শালীনতা বজায় রেখে ভ্রমণ উপভোগ করবো। কোন প্রকার অশালীন আচরণ অমার্জনীয় এবং এই প্রকার আচরণে তাতক্ষণিক গ্রুপ থেকে বর্জন করা হবে।
✦ আপনার আচরণ যেন অন্যের বিরক্তির কারণ না হয় সেদিকে সর্বদা খেয়াল রাখুন।
✦ দেশ আমাদের, দায়িত্বও আমাদের। কোন ভ্রমণস্থানে যে কোন প্রকার আবর্জনা ফেলা ও ক্ষতিসাধন থেকে বিরত থাকুন।
✦ স্থানীয় যে কারো সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখুন।
✦ কোন ক্রমেই কোন প্রকার মাদকদ্রব্য বহন ও সেবন গ্রহণযোগ্য নয়।
✦ সর্বোপরি একটি ভ্রমণপিপাসু মন আমরা সকলে যেন ধারণ করি।

ট্যুর সংক্রান্ত যে কোন ব্যাপারে যোগাযোগ করতে পারেন :
শরীফ : 01674948668
Advertisement

Event Venue & Nearby Stays

সুনামগঞ্জ, Sunamganj, Sylhet, Bangladesh

Sharing is Caring:

More Events in Sylhet

\u09b8\u09bf\u09b2\u09c7\u099f (\u09e9\u09ee)
Thu, 13 Feb, 2025 at 05:00 pm সিলেট (৩৮)

Shylet Bangladesh

\u09ad\u09be\u09b2\u09cb\u09ac\u09be\u09b8\u09be \u09a6\u09bf\u09ac\u09b8\u09c7 \u09b6\u09bf\u09ae\u09c1\u09b2 \u09ac\u09be\u0997\u09be\u09a8\u09c7 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0995\u09be\u09b0\u09c0\u09b0\u09be\u0964
Thu, 13 Feb, 2025 at 11:00 pm ভালোবাসা দিবসে শিমুল বাগানে ভ্রমণকারীরা।

শিমুল বাগান, তাহিরপুর, সুনামগঞ্জ

Happy valentine's Day \ud83d\udc98. party
Fri, 14 Feb, 2025 at 06:00 pm Happy valentine's Day 💘. party

Chandogram, Barlekha ,Bahadurpur-3171, Maulvi Bazar, Sylhet Division, Bangladesh

English Olympiad Sylhet Divisional Selection Round 2025
Sat, 15 Feb, 2025 at 08:00 am English Olympiad Sylhet Divisional Selection Round 2025

Metropolitan University, Sylhet

New Zealand Education Expo
Sat, 15 Feb, 2025 at 11:00 am New Zealand Education Expo

Sylco Tower

Sylhet is Happening!

Never miss your favorite happenings again!

Explore Sylhet Events