পরিবার নিয়ে "সুন্দরবন ভ্রমণ"

Fri, 07 Feb, 2025 at 07:00 am UTC+06:00

Sundorbon - সুন্দরবন | Khulna

Crest Tours & Travels
Publisher/HostCrest Tours & Travels
\u09aa\u09b0\u09bf\u09ac\u09be\u09b0 \u09a8\u09bf\u09df\u09c7 "\u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3"
Advertisement
ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সুন্দরবন ভ্রমনের জন্য এই শীপটা কনফার্ম করলাম। অনেকেই পরিবার বা বন্ধুরা মিলে সুন্দরবন ভ্রমনের জন্য Crest Tours & Travels কে বলতেছিল একটা ট্যুর প্লান করতে তাই আমাদের এই আয়োজন।
সর্বোচ্চ বিনোদন এবং সেফটি দিতে আমরা অঙ্গিকারবদ্ধ। ১০০% কথার সাথে কাজের মিল পাবেন।
ট্যুর সময়: (৩ দিন ২ রাতঃ খুলনা-সুন্দরবন-খুলনা)
তারিখ : ৭, ৮, ৯ ফেব্রুয়ারী ( শুক্র, শনি ও রবিবার) ২০২৫
আসন সংখ্যা ৩০টি।
রুম ক্যাপাসিটি : ক্যাপল বেড রুম, ট্রিপল বেড রুম এবং ফ্যামিলি রুম পাবেন। সব রুমের সাথে হাইকমোড এটাসড বাথ।
খরচ: রুম ওয়াইজ ( ৮,০০০ টাকা -১২,৫০০ টাকা)
যারা ইচ্ছুক তারা দ্রুত বুকিং দিন। বুকিং দেবার সময় ৫০% এডভান্স করতে হবে বাকিটা ট্যুরের দিন শীপে উঠার সময় পেমেন্ট করতে হবে।
বিস্তারিত #০১৭৩০৭৫২৪৭৫ ( হোয়াইটস এপ)
#ভ্রমণ_স্পট :
🛑▪আন্দারমানিক ইকো ট্যুরিজম কেন্দ্র
🛑▪দুবলার চর
🛑▪কটকা অফিস পাড়, সীবিচ
🛑▪হিরন পয়েন্ট
🛑▪টাইগার পয়েন্ট
🛑▪করমজল
#খাবার_মেনু:
১ম দিন:
-সকাল: জুস, ব্রেড, মাখন,জেলি, ডিম, মিষ্টি, কলা,মধু, চা/কফি।
-বেলা ১১ টা- নুডলস, চা/কফি।
-দুপুরে: সাদা ভাত, মিক্স ভেজিটেবল, ভেটকি মাছ(কোরাল), মুরগির কারী, ডাল ,সালাদ।
-সন্ধা:৬:০০ পুরি, চা/কফি।
-রাত্রে: এগ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চিংড়ি মাছ, চাইনিজ ভেজিটেবল, সালাদ,সফট ড্রিংস।
২য় দিন:
-সকালে: ৫:৩০- বিস্কিট, চা/কফি।
-জঙ্গল সাফারিতে আপেল এবং পানি, ফিরে এসে শরবত।
-সকাল ৯ টা: ভুনা খিচুরি, বেগুন ভাজী, ডিমের কারি, আচার, সালাদ, চা/কফি।
-বেলা ১১ টা- পেয়ারা/ কমলা, চা/কফি।
-দুপুরে: সাদাভাত, ভর্তা, চিংড়ি শাক, ফাইস্যা মাছ, মুরগির কারী, ডাল, সালাদ।
-সন্ধা: ৬টা- ফল, বিস্কিট , চা/কফি।
-রাত্রে: পোরাটা, মুরগির বারবিকিউ, কোরাল মাছের বারবিকিউ, হাসের রেজালা, রাসিয়ান সালাদ, কোল্ড ড্রিংস।
৩য় দিন:
-সকালে: পরটা, সবজী, ডিম ভাজি, মধু চা/কফি।
-বেলা ১১টা- বিস্কিট,কমলা, চা/কফি।
-দুপুরে- সাদা ভাত, টেংড়া মাছ,গরু ভূনা/খাসির রেজালা, ভর্তা,ডাল সালাদ।
-বিকেলে- পাকুড়া/পুরি, চা/কফি।
-রাতে : সাদা ভাত, সবজী, মুরগীর কারি/মুড়ি ঘন্টো, ডাল।
*চা/কফির পর্যাপ্ত ব্যবস্থা আছে।
#ভ্রমণের_বিবরণ:
-১ম দিন: সকাল ৮:০০ খুলনা জেলখানা ঘাট থকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রুপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড,রুপসা ব্রিজ,রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে হাড়বাড়িয়ার উদ্দেশ্যে।
দুপুরের খাবার খেয়ে নামবো “হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম কেন্দ্রে । গান ম্যান সাথে রেখে এবং গাইডের নির্দেশনায় সারিবদ্ধ ভাবে যাবো নির্ধারিত ফুট ট্রেইল ধরে। মিষ্টি জলের পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে৷ দু,পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা,গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো। শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত “কটকা অভয়ারণ্যে।
#২য়_দিন :
খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো৷ সেখান থেকে টাইগার ট্রি’র ঝোপ,হরিণের বিচরণের মাঠ এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো।উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব “সুন্দরবন” এবং ‘বঙ্গপোসাগর ” এর মিলন স্থান।

এরপর শীপে ফিরে সকালের নাস্তা করে যাবো টাইগার টিলার উদ্দেশ্যে। কাঁদা,শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান।যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। এরপর ফিরবো শীপে৷ শীপ যাবে বাঘের টাইনিং বলে খ্যাত “কচিখালির” উদ্দেশ্যে।
-“কচিখালিতে” গা,ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে।
-দুপুরের খাবার পর আমরা যাবো কচিখালি বীচে।মনরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার আগ পর্যন্ত। তারপর ফিরবো শীপে। শীপ চলবে করমজলের উদ্দেশ্যে।
#৩য়_দিনঃ
করমজলে নোনা জলের বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড় কুমির,বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ,বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা/মংলার উদ্দেশ্যে যাত্রা করবো।
#নিরাপত্তা:
নিরাপত্তার ব্যাপারে আমাদের কোন আপোস নেই। আপনাদের নিরাপত্তার জন্য সার্বক্ষনিক নিয়োজিত থাকবে বাংলাদেশ বনবিভাগের দুই জন সশস্ত্র নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।
#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :
👉উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
👉কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
👉পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
👉এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
👉জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
👉যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
👉জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
👉পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।👉স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
👉গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।
আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
#সাথে_কি_কি_রাখতে_হবে:
✅প্রয়োজনীয় ঔষধ।
✅টুথ ব্রাশ ও পেস্ট।
✅ক্যাপ,সান গ্লাস, সানস্ক্রিন লোশন
✅ক্যামেরা,মেমরি কার্ড ও পাওয়ার ব্যাংক, টেলিটক সিম কার্ড।
✅সাবান,শ্যাম্পু
✅রেইন কোর্ট বা ছাতা
✅ব্যাক্তিগত অভ্যাসের সামগ্রী।
⭕#বি_দ্রঃ ভেসেলে উঠার পরে কোন প্রকার কেনাকাটার সুযোগ নেই। এবং বনের গভীরে কিছু যায়গায় শুধু টেলিটক মোবাইল অপারেটরের নেটওয়ার্ক পাওয়া যাবে।
সিজনের কারনে খাবার মেনুর পরিবর্তন হতে পারে।
আমাদের অফিস ঠিকানা :
খুলনা অফিস:
ক্রেস্ট ট্যুরস এন্ড ট্রাভেলস
৪ কেডিএ এভিনিউ, ইউনাইটেড টাওয়ার, লেভেল ৩, শিববাড়ি, খুলনা
ঢাকা অফিস:
৫০ রুহামা টাওয়ার, লেভেল ৩, পুরানা পল্টন, ঢাকা
#Sundarban #Bangladesh #indiana #mangroves #photography #naturelovers #DhakaBangladesh #birds #WestBengal #wildlife #Sundarban #satkhira #travelling #climatechangeisreal #climatecrisis #sesdobd #ecology #ClimateAction #environmentalsustainability #biodiversity #naturephotography #mangroveforest #sesderma #water #marginalized #wildlifephotography #coastalcommunities #RoyalBengalTiger #livelihood #forest #Crest #cresttours
Advertisement

Event Venue & Nearby Stays

Sundorbon - সুন্দরবন, Khulna, Khulna Division, Bangladesh,Dumuria, Khulna, Bangladesh

Sharing is Caring:

More Events in Khulna

Plannation 3.0
Thu, 06 Feb, 2025 at 02:00 pm Plannation 3.0

Khulna University of Engineering & Technology - KUET

\u0995\u09c1\u09df\u09be\u0995\u09be\u099f\u09be(\u09e7)
Thu, 06 Feb, 2025 at 10:00 pm কুয়াকাটা(১)

Sher E Bangla Road, Gollamari , Khulna, Khulna, Khulna Division, Bangladesh

Sonargaon Chainij's Offer
Fri, 07 Feb, 2025 at 12:00 am Sonargaon Chainij's Offer

Satkhira Sador

\u09ac\u09bf\u09b6\u09cd\u09ac \u0987\u099c\u09a4\u09c7\u09ae\u09be\u09b0 \u09a4\u09be\u09b0\u09bf\u0996 \u09a8\u09bf\u09b0\u09cd\u09a7\u09be\u09b0\u09a8
Fri, 07 Feb, 2025 at 02:00 am বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারন

Village.chandra,up keshbpur,

Free Seminar on IELTS, Spoken English and Higher Education
Fri, 07 Feb, 2025 at 03:30 pm Free Seminar on IELTS, Spoken English and Higher Education

Lexicon-British Council Exam Venue, Khulna

\u09b8\u09b0\u09b8\u09cd\u09ac\u09a4\u09c0 \u09aa\u09c1\u099c\u09cb\u09b0 \u09b8\u09ae\u09af\u09bc \u0986\u09b8\u09cd\u09a4\u09c7 \u0986\u09b8\u09cd\u09a4\u09c7 \u099a\u09b2\u09c7 \u0986\u09b8\u099b\u09c7
Thu, 13 Feb, 2025 at 02:00 pm সরস্বতী পুজোর সময় আস্তে আস্তে চলে আসছে

narendrapur, Jessore, Khulna Division, Bangladesh

\u09ad\u09be\u09b2\u09ac\u09be\u09b8\u09be \u09a6\u09bf\u09ac\u09b8\u09c7 \u09aa\u09cd\u09b0\u09bf\u09df\u099c\u09a8\u0995\u09c7 \u09a8\u09bf\u09df\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8\u09c7 \u099a\u09b2\u09c1\u09a8 \u09ac\u09a8\u09ac\u09be\u09b8\u09c7
Thu, 13 Feb, 2025 at 11:00 pm ভালবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে সুন্দরবনে চলুন বনবাসে

Mangrove Valley - সুন্দরবন ইকো রিসোর্ট

Music lover
Fri, 14 Feb, 2025 at 01:13 am Music lover

Jashore City

\u2764\ufe0f\u2764\ufe0f
Fri, 14 Feb, 2025 at 06:00 am ❤️❤️

Khulna, Khulna Division, Bangladesh

\u0995\u09b0\u09ae\u099c\u09b2 (\u09e7)
Fri, 14 Feb, 2025 at 08:00 am করমজল (১)

Sher E Bangla Road, Gollamari , Khulna, Khulna, Khulna Division, Bangladesh

Khulna is Happening!

Never miss your favorite happenings again!

Explore Khulna Events