Advertisement
বঙ্গোবসাগরের কোল জুড়ে আর মেঘনা নদির মোহনায় জেগে উঠা নোয়াখালীর একমাত্র বিচিন্ন দ্বীপ উপজেলাহাতিয়ার নিঝুম দ্বীপ অঞ্চল। উত্তাল সাগরের কোলে সবুজ প্রকৃতির এক মায়াবী ভূখণ্ড নিঝুম দ্বীপ। দ্বীপের সৈকতে সূর্যোদয় বা সূর্যাস্ত, চিত্রল হরিণের ছোটাছুটি আর কেওড়া, বাইন, গেওয়া বনের দ্বীপ নিঝুম দ্বীপ।আমরা যাচ্ছি নিঝুম দ্বীপ স্মার্ট ট্যুরিজমের সাথে।
এই ইভেন্টটি সচরাচর অন্যান্য ইভেন্টের চেয়ে আলাদা হবে, যেখানে কেবলমাত্র সীমিত সংখ্যক সমমনা ট্রাভেলার অংশগ্রহণ করতে পারবেন।
ইভেন্টের সম্ভাব্য শিডিউল ২৩-২৮ জানুয়ারি ২০২৫, মোটামুটি ৪-৫ দিনের সফর।
ইভেন্টের খরচাপাতি যার যার তার তার। তবে এই ইভেন্ট মোটামুটি স্বল্পবাজেটের হবে।
এই টিমে থাকছেন অভিজ্ঞ দুইজন পর্যটক।
এই ইভেন্টের তেমন কিছুই আগে থেকে নির্ধারণ করা থাকবে না। থাকা, খাওয়া, ঘোরাঘুরির সকল ব্যাপারেই অভিজ্ঞদের পরামর্শ অনুযায়ী সবাই অন-স্পট ডিসিশন নেওয়া হবে।
যেকোনো পিছুটান উপেক্ষা করে যারা বেরিয়ে পড়তে পারেন, ভ্রমণের সকল ঝক্কি সহ্য করতে পারেন এবং থাকা, খাওয়ায় যেকোনো পরিবেশ মানিয়ে নিতে পারেন এবং টিমমেটদের মেনে নিতে পারেন তাদের জন্যই এই ট্যুর। মানে একটু বাউণ্ডুলে টাইপের ট্যুর হবে। অতি প্রয়োজন ছাড়া ফোনের ব্যবহার সীমিত থাকবে।
Advertisement
Event Venue & Nearby Stays
Sirajganj, Sirajganj, Rajshahi Division, Bangladesh, Rajshahi, Bangladesh