Advertisement
আলহামদুলিল্লাহ! জামেয়া দরগাহ'র ৫০তম ব্যাচের আয়োজনে পবিত্র মাহে রমযানে শুরু হতে যাচ্ছে তামরীন-পদ্ধতিতে নাহু-সরফের বিশেষ কোর্স-২০২৫.উস্তাযে মুহতারাম মাওলানা আতাউল হক জালালাবাদী (দা.বা.) ও মাওলানা আইনুল হক ক্বাসেমী (দা.বা.)-এর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই কোর্স পরিচালিত হবে।
সার্বক্ষণিক পাঠদান ও নিবিড় তত্ত্বাবধানে থাকবেন আমাদের প্রিয় সহপাঠী— মাওলানা ইখলাসুর রহমান ও মাওলানা ইমরান আহমদ।
উক্ত কোর্সের মূল লক্ষ্য হলো- শুধু মুখস্থ বিদ্যার উপর নির্ভর না করে, তামরীন ও অনুশীলনের মাধ্যমে নাহু-সরফের কায়েদাগুলোর বাস্তব প্রয়োগে গুরুত্ব দেওয়া, যাতে শিক্ষার্থীরা নোটবই ছাড়াই আরবি পড়তে, বুঝতে ও লিখতে সক্ষম হয়।
স্থান : দারুল উলুম মদীনা মাদ্রাসা, শাহপরান বাইপাস, সিলেট।
📞 ভর্তি নিশ্চিত করতে ও বিস্তারিত জানতে: 01402915916, 01792977478
Advertisement
Event Venue & Nearby Stays
Darul Uloom Madina Madrasha Sylhet - দারুল উলূম মদীনা মাদ্রাসা সিলেট, Sylhet division,Sylhet, Bangladesh