Advertisement
প্রিয় ভেসপাহোলিকস্ সালাম,“ঢাকাইয়া Move” নতুন বাংলাদেশ ২.০ তে ভেসপার আতুড় ঘর পুরান ঢাকা দিয়েই আমাদের মুভ শুরু করছি। আমাদের এই ভেসপা মুভ চলমান থাকবে। আগামীতে “নতুন ঢাকা Move”, “চাটগাইয়া Move”, “সিলেটি Move”, “বরিশাইল্যা Move”, “রাজশাহী Move”, “যশোর Move” এর মত আরও নানা ভেসপা মুভ আসবে ইনশাআল্লাহ। “ভেসপা ক্লাব বাংলাদেশ” ঢাকা তথা সমগ্র বাংলাদেশের ভেসপা প্রেমীদের যেভাবে একটি প্লাটফর্মে একত্রিত করেছে এবং ভ্রাতৃত্ববোধ তৈরী করেছে সেটা অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের এই মুভ চলমান থাকবে। কতিপয় লোকের ভেসপার মত ভেসপা প্রেমীদেরও কুক্ষিগত করার অপপ্রয়াসকে রুখে দিতেই আমাদের এই “ভেসপা Move”!
আমাদের বহুল আকাঙ্খিত “ঢাকাইয়া মুভ” এর রেজিস্ট্রেশন আজ থেকে শুরু হচ্ছে। এই ইভেন্টে কোনো ধরনের রেজিস্ট্রেশন চার্জ না থাকলেও আমাদের রিফ্রেশমেন্টের আয়োজন করার সুবিধার্থে অবশ্যই নীচের রেজিস্ট্রেশন ফর্মটি পূরন করতে হবে। এটি একটি সিঙ্গেল এন্ট্রি রেজিস্ট্রেশন ফর্ম, মানে অংশগ্রহনকারী প্রত্যেককেই আলাদা আলাদা রেজিস্ট্রেশন করতে হবে।
https://forms.gle/tW8WKFogpUXVNef26
“ঢাকাইয়া মুভ” ইভেন্টে আমরা আমাদের ভালোবাসার ভেসপার মতই নানা রং এ রঙ্গীন হবার চেষ্টা করব। সাদা-কালোর মত কোনো নির্দিষ্ট রং এ আটকে না থেকে রঙ্গীন সব জমকালো পোষাকে পুরান ঢাকা রাঙ্গীয়ে তুলব। শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে পলাশী,ঢাকেশ্বরী মন্দির,লালবাগ,চকবাজার,বংশাল,নবাবপুর হয়ে জনসন রোডে গিয়ে যাত্রা শেষ করব।
“সবচেয়ে রঙ্গীন এ্যাটেয়ারের একজন ভেসপাপ্রমীর জন্য ভিসিবি এর পক্ষ থেকে থাকবে আকর্ষনীয় পুরষ্কার”!
ইভেন্টের তারিখ: ৮ই নভেম্বর, শুক্রবার।
মিটিং প্লেস: কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়।
মিটিং টাইম: সকাল ৭:০০ ঘটিকা।
রাইড শুরু: সকাল ৭:৪৫ ঘটিকা।
রেজিস্ট্রেশনের শেষ সময় ৬ই নভেম্বর রাত ১১:৫৯ ঘটিকা।
Advertisement
Event Venue & Nearby Stays
Central Shahid Minar কেন্দ্রীয় শহীদ মিনার, Shahid Minar Road,Dhaka, Bangladesh