ডিসিএন জুলাই স্মৃতি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫

Fri, 22 Aug, 2025 at 12:00 pm UTC+06:00

Naogaon | Bogra

Debate Club of Naogaon
Publisher/HostDebate Club of Naogaon
\u09a1\u09bf\u09b8\u09bf\u098f\u09a8 \u099c\u09c1\u09b2\u09be\u0987 \u09b8\u09cd\u09ae\u09c3\u09a4\u09bf \u099c\u09be\u09a4\u09c0\u09df \u09ac\u09bf\u09a4\u09b0\u09cd\u0995 \u09aa\u09cd\u09b0\u09a4\u09bf\u09af\u09cb\u0997\u09bf\u09a4\u09be \u09e8\u09e6\u09e8\u09eb
Advertisement
নওগাঁর গর্বিত ৯ শহীদের আত্মত্যাগ, নওগাঁর জুলাই আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের একবছর স্মরণে ডিবেট ক্লাব অব নওগাঁ আয়োজন করছে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের প্রেক্ষাপটে আমরা তরুণদের যুক্তিবাদী চেতনা ও চিন্তাশীল নেতৃত্ব গড়ে তুলতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব আমাদের শহীদদের, যাঁদের সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের গণতান্ত্রিক সংগ্রামের পথ দেখিয়েছে। একইসাথে, নতুন প্রজন্মের মধ্যে যুক্তি, বিশ্লেষণ ও মত প্রকাশের দক্ষতা বিকাশে তৈরি করব একটি মঞ্চ, যেখানে ইতিহাস ও ভবিষ্যতের সেতুবন্ধন গড়ে উঠবে এবং তরুণদের মাঝে ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ ছড়িয়ে পড়বে।

"জুলাই চেতনায় যুক্তিবিপ্লব" প্রতিপাদ্য কে সামনে রেখে ডিবেট ক্লাব অব নওগাঁর ৫ম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজন "ডিসিএন জুলাই স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫"। বিতর্ক মানুষের বোধশক্তি বাড়িয়ে দেয়, যুক্তিবাদী দৃষ্টিতে ঘটনা বিশ্লেষণের দক্ষতা বাড়ায় ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই সংগ্রামের সাহস জোগায় এবং যোগ্য নেতৃত্ব দানের সক্ষমতা অর্জন হয়। ডিবেট ক্লাব অব নওগাঁর এই আয়োজনে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি থাকছে নওগাঁর জুলাই আন্দোলন ও শহীদদের স্মরণে বিভিন্ন প্রদর্শনী এবং নওগাঁর ঐতিহ্যবাহী বিভিন্ন সাংস্কৃতিক উপাদান তুলে ধরার প্রয়াস।
নিয়মাবলী:
প্রতিযোগিতার ফরম্যাট: উন্মুক্ত ব্রিটিশ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অর্থাৎ দল গঠনের ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা নেই তবে শিক্ষার্থী হতে হবে।
তারিখ: ২২ ও ২৯ আগস্ট ২০২৫।
( ট্যাব রাউন্ড যা অনলাইন ডিসকর্ড সার্ভারে অনুষ্ঠিত হবে এবং পোস্ট ব্রেক, সেমিফাইনাল ও ফাইনাল অফলাইনে নওগাঁতে অনুষ্ঠিত হবে।)
প্রাইজম্যানি: সর্বোমোট ৫০,০০০/= ত্রিশ হাজার টাকা।
রেজিষ্ট্রেশন ফর্ম(ওপেন): https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfpZFPJlIK6guqWb_0hjrpRS1BeW7TF0bAhXj_Sz_LUAcsmxw/viewform?fbclid=IwY2xjawLx2T9leHRuA2FlbQIxMQABHhTU5jF74N3CAf4vgIO7y2fEurcAdgR81npUUmFB6cfcfZE9jSnELP99BB9z_aem_t4mWmqykeaqkey4F3vuI6A
রেজিষ্ট্রেশন ফি: ১৫৫০টাকা (ওপেন)
রেজিষ্ট্রেশন ফর্ম (হাইস্কুল) : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfpZFPJlIK6guqWb_0hjrpRS1BeW7TF0bAhXj_Sz_LUAcsmxw/viewform?fbclid=IwY2xjawLx2T9leHRuA2FlbQIxMQABHhTU5jF74N3CAf4vgIO7y2fEurcAdgR81npUUmFB6cfcfZE9jSnELP99BB9z_aem_t4mWmqykeaqkey4F3vuI6A
রেজিষ্ট্রেশন ফি : ১২২০টাকা (হাইস্কুল)
শেষ সময়: ৫ আগস্ট ২০২৫ ( রাত ১১:৫৯ মিনিট) ।

বি:দ্র: আয়োজক কমিটি থেকে নওগাঁ আগত সকলের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। আয়োজন কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আয়োজক কমিটি যেকোনো নিয়ম পরিবর্তন-পরিমার্জন করার ক্ষমতা রাখে।
যেকোনো প্রয়োজনে যোগাযোগ:
নুসরাত ইয়াসমিন,
কনভেনর, ডিসিএন জুলাই স্মৃতি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা।
মোবাইল নাম্বার: 01725-184359
ফেসবুক: https://www.facebook.com/nusrat.yeasmin.172532
Advertisement

Event Venue & Nearby Stays

Naogaon, Naigaon, Main city.,Hat Naogaon, Rājshāhi, Bangladesh, Bogra

Sharing is Caring:

More Events in Bogra

CPSC BUSMS Intra MUN 2025
Fri, 22 Aug at 02:30 pm CPSC BUSMS Intra MUN 2025

Cantonment Public School & College, B.U.S.M.S

sad mood
Mon, 01 Sep at 12:00 am sad mood

Bogura - বগুড়া

\u09aa\u09ac\u09bf\u09a4\u09cd\u09b0 \u09b0\u09ae\u099c\u09be\u09a8\u09c7\u09b0 \u09b8\u09c1\u09ad\u09c7\u099a\u09cd\u099b\u09be
Wed, 10 Sep at 12:00 am পবিত্র রমজানের সুভেচ্ছা

Rajghat, Shothibari, Mithapukur, Rangpur, Rangpur, Rangpur Division, Bangladesh

Bogra is Happening!

Never miss your favorite happenings again!

Explore Bogra Events