Advertisement
⚠⚠ এই ট্যুরে যারা যাবেন এই ব্যাপারে ১০০% নিশ্চিত হয়েই গোয়িং বাটনে ক্লিক করবেন। ট্যুরের আপডেট পেতে চাইলে ইন্টারেস্টেড বাটনে ক্লিক করে রাখুন।এটি ট্যুরন্তের নিজস্ব ইভেন্ট।এবারে গন্তব্য সিঙ্গাসিঙ্গাপুর এবং মালেশিয়া ট্রিপে ট্যুরন্ত ।
🌐আমাদের ওয়েবসাইটঃ www.tourontobd.com
📄আমাদের ফেসবুক পেজের ঠিকানা :-
web.facebook.com/tourontobd/
👥আমাদের সকল ইভেন্ট দেখতে জয়েন করতে পারেন ফেসবুক গ্রুপে :-
web.facebook.com/groups/tourontotravellers/
👨🔧👨🔧আমাদের সাথে কেন ভ্রমণ করবেনঃ
==========================
➡ আমাদের পরিচালনা টিমে রয়েছে দক্ষ ট্যুর পরিচালক যার জন্য আপনার প্রতিটা ট্যুর নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন
➡ ট্যুরন্ত সব সময়ই সার্ভিসে বিশ্বাসী তাই আপনার সার্ভিসের গ্যারান্টি ট্যুরন্ত নিজেই দিয়ে থাকে
➡ আমাদের ট্যুরের যাবতীয় তথ্য ইভেন্ট ডিটেইলস এ আপনি পেয়ে যাবেন। তাই আমাদের হিডেন চার্জ বলে কিছু নেই ।
➡ আমাদের ট্যুর গুলো একেকটি পরিবার। তাই আপনি পরিবারের সাথে ভ্রমণ করলে যে পরিবেশ পাবেন আশা করি ট্যুরন্তের সাথে ভ্রমণেও সেরকম পরিবেশই থাকবে।
➡ ট্যুরন্ত সিকিউরিটি নিয়ে কখনোই কম্প্রোমাইজ করে না। তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণ করতে পারেন।
➡ মনে রাখবেন অল্প টাকায় ট্যুর কখনোই ভালো হয় না। কারন অল্প টাকার ট্যুরের সার্ভিস সবসময়ই খারাপ হয়।
❇❇ সিঙ্গাপুর (Singapore), আধুনিক স্থাপত্য শৈলী আর অপরূপ সৌন্দর্যে ভরপুর দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের একটি একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্র। দেশটি মালয় উপদ্বীপের নিকটে অবস্থিত।
কুয়ালালামপুর,মালয়েশিয়াঃ- এটি মালয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর। এর আয়তন ২৪৩ বর্গ কিমি (৯৯ বর্গ মাইল) এবং এর জনসংখ্যা ২০১৬ সালের হিসাবে ১.৭৩ মিলিয়ন। অর্থনৈতিক এবং উন্নয়নের উভয় ক্ষেত্রেই দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শহর।
নিগম্বো (Negombo) শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে অবস্থিত একটি সুন্দর শহর, যা তার সমুদ্র সৈকত, লেগুন এবং ঐতিহ্যবাহী মৎস্যজীবী সংস্কৃতির জন্য পরিচিত। শহরটি বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত, যা পর্যটকদের জন্য সহজগম্য গন্তব্য।
🚀🚀ভ্রমণকালঃ
============
৯ই মে ২০২৫ বিমানে সিঙ্গাপুর এর উদ্দেশে রওনা।
( ৭ রাত ৮ দিন )
💰💰 ইভেন্ট ফিঃ
============
💰 জন প্রতি :-৯৭,২০০ /- টাকা থেকে শুরু।
--------------------------------------------------------------
📌বিমান ভারাঃ ৪৭,৪৫০/- টাকা ( আনুমানিক ধরা হয়েছে )
📌ল্যান্ড প্যাকেজঃ-
👉 ২ ইন শেয়ার বেসিসে থাকা+ বিমান ভাড়া +প্ল্যান অনুযায়ী ঘুরাঘুরি এর জন্য খরচ = ৫৬,৫০০/-
👉 ৩ ইন শেয়ার বেসিসে থাকা+ বিমান ভাড়া +প্ল্যান অনুযায়ী ঘুরাঘুরি এর জন্য খরচ = ৪৯,৭০০/-
🔊🔊বুকিং সিস্টেম
*********************
বুকিং মানি ৬৫,০০০/- ( অফেরতযোগ্য)
💳💳আমাদের রয়েছে #EMI সুবিধা। যা গ্রহন করতে পারবেন ক্রেডিট কার্ড এর মাধ্যমে। ক্রেডিট কার্ড এর মাধ্যমে ৩, ৬ ও ১২ মাসের #EMI সুবিধা।
যেভাবে বুকিং করতে পারবেন :
===================
১। বিকাশ/নগদ/রকেটঃ 01877724798(পারসনাল),
২। Bank একাউন্টঃ
City Bank
একাউন্টঃTouronto Travelers Group
একাউন্ট নাম্বার: 1503372100001
একাউন্ট ব্রাঞ্চঃ Principle Branch
✔সরাসরি দিতে :-
🏠 ২০৪ ( লিফটের ২), ৬৪-৬৮ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, কমলাপুর, মতিঝিল, ঢাকা - ১০০০।
🎟 এই টাকায় যা যা থাকছে:
===================
✅ এয়ার টিকেট ( ঢাকা- সিঙ্গাপুর, মালয়েশিয়া - ঢাকা)
✅ হোটেল খরচ
✅ সিঙ্গাপুর হাফ ডে সিটি ট্যুর কস্ট
✅মালয়েশিয়া হাফ ডে সিটি ট্যুর কস্ট।
✅ বাস টিকেট খরচ
✅ প্রতিদিন হোটেল ব্রেকফাস্ট
✅ ট্রান্সপোর্ট
✅ লোকাল গাইড ( ১০-১৫ জন হলে বাংলাদেশ থেকে হোস্ট প্রোভাইড করা হবে
🎟 যা যা থাকছে না:
============
❌মালয়েশিয়া ভিসা খরচঃ ৪,৫০০/-
❌সিঙ্গাপুর ভিসা খরচঃ ৭,০০০ /-
❌শ্রীলংকা ট্রানজিট পাবো ভিসা নিতে হচ্ছে না । কেউ চাইলে ৩০ ডলার খরচ করে নিতে পারেন।
❌সিঙ্গাপুর হোটেল থেকে বাস কাউন্টার পর্যন্ত ট্রান্সপোর্ট এবং মালয়েশিয়া বাস থেকে নামার পর হোটেল পর্যন্ত ট্রান্সপোর্ট।
❌এন্ট্রি ফি ।
❌দুপুর আর রাতের খাবার
❌কোন প্রকার এক্টীভিটী ( যেমন বোট রাইড/ সাফারি ইত্যাদি)
নোট ঃ- হোটেল চেক ইন টাইম সকাল ১২ টা এবং হোটেল চেক আউট টাইম সকাল ১১ টা ।
📣📣ভ্রমনকাল ও সময়সূচী
==================
📌 DAY – 1: ঢাকা → সিঙ্গাপুর
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা। আকাশপথে উড়ে পৌঁছে যাবেন সিঙ্গাপুর চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখান থেকে ইমিগ্রেশন সেরে হোটেলে চলে যাবো। হোটেলে রাতযাপন।
📌 DAY – 2: সিঙ্গাপুর সিটি ট্যুর
সকালে নাশতা শেষে ব্যাগ চেক আউট করে হাফ-ডে সিটি ট্যুর শুরু।
এই ট্যুরে আমরা পরিদর্শন করবো ঃ-
===========================
✅ মার্লিয়ন পার্ক – সিঙ্গাপুরের বিখ্যাত প্রতীক, যেখানে দুটি মার্লিয়ন ভাস্কর্য রয়েছে।
✅ চায়না টাউন – ঐতিহ্যবাহী ও আধুনিক দোকানপাটের সংমিশ্রণে এক আকর্ষণীয় স্থান।
✅ জেমস্টোন ফ্যাক্টরি ও মুস্তাফা সেন্টার – সাশ্রয়ী শপিংয়ের জন্য জনপ্রিয় জায়গা।
রাতের বাসে আজকে চলে যাবো মালেয়শিয়া।
📌 DAY – 3: কুয়ালালামপুর
সকাল বেলায় আমরা মালেয়শিয়া পৌছে যাবো। সোজা চলে যাবো হোটেলে । (চেক ইন টাইম ১২ টায়)। চেকইন সেরে একটু রেস্ট আর ফ্রেস হিয়ে নেব। বিকেল বেলায় বুকিত বিনতানে নাইট লাইফ ঘুরে দেখব। এর পর হোটেলে রাতযাপন।
📌DAY – 4: কুয়ালালামপুর ( গ্যান্টিং হাইল্যান্ড ট্রিপ)
সকালে নাস্তা শেষ করে বাসে করে চলে যাবো গ্যান্টিং হাইল্যান্ডে। সারাদিন উপভোগ করবো গ্যান্টিং হাইল্যান্ডের সোন্দর্য্য। বিকেলের মধ্যে চলে আসবো কুয়ালালাম্পুর শহরে। বিকেলে পেট্রনাস ট্যুইন টাওয়ার দেখবো। মারদেকা স্কয়ার থাকবে আমাদের ঘুরার তালিকায়।
✅ পেট্রোনাস টুইন টাওয়ার – বিশ্বের অন্যতম উঁচু টুইন টাওয়ার।
✅ মারদেকা স্কয়ার – মালয়েশিয়ার ঐতিহাসিক স্থাপনা।
বিকেলে সময় থাকলে বাতু কেভস, প্যাভিলিয়ন মল বা কুয়ালালামপুর টাওয়ার পরিদর্শন করতে পারেন।
হোটেলে রাতযাপন।
📌 DAY – 5: কুয়ালালামপুর → শপিং
সকালে নাশতা শেষে সেন্ট্রাল মার্কেট যাবো এবং শপিং সেরে নিব এদিন সবাই । এর পর বিকেলে ফ্রি টাইম কাটাবো ।
📌 DAY – 6: কুয়ালালামপুর → শ্রীলংকা
সকালে নাশতা শেষে চেক আউট । মালয়েশিয়া থেকে সোজা শ্রীলংকা। ইমগ্রেশন শেষে আমারা গালে ফেস গ্রিন এবং কলম্বো শহর ঘুরে রাতে নিগম্ব শরে থাকব ।
📌 DAY – ৭: শ্রীলংকা থেকে ঢাকা ।
ভোরে আমারা কলোম্ব এয়ারোর্ট চলে আসব । এর পর ঢাকা ।
♻ বিশেষ পরামর্শ:
✔ যাদের একদম ফ্রেস পাস্পোর্ট তারা এই রুটে এপ্লাই করবেন না ।
✔ সন্ধ্যায় অতিরিক্ত আকর্ষণ যোগ করতে চাইলে মেরিনা বে স্যান্ডস লাইট শো, নাইট সাফারি, বা সেন্টোসা দ্বীপ কাস্টমাইজড প্লানে পরিদর্শন করতে পারেন।
✔ কুয়ালালামপুরে রাতে ঘোরার জন্য বুকিত বিনতাং, ক্লার্ক কুয়ে, বা কুয়ালালামপুর রিভার ক্রুজ উপভোগ করতে পারেন।
আমাদের ট্যুরের ক্যান্সেল পলিসিঃ
===================
বুকিং মানি টোটালি অফেরতযযোগ্য। কারন আপনার বুকিং মানির উপরই বাসের টিকিট, হোটেল রিসর্ট, লোকাল ট্রান্সপর্ট, গাইড সব কিছু এডভান্স করা হয়।
কেউ যদি না যেতে পারেন সেক্ষেত্রে তার রিপ্লেসমেন্ট তাকেই মেনেজ করতে হবে। গ্রুপ থেকে অবশ্যই চেস্টা করা হবে তার রিপ্লেসমেন্টের যদি মেনেজ হয়ে যায় সেক্ষেত্রে আর এক্সট্রা পেমেন্ট করতে হবেনা।
যদি প্রাকৃতিক দূর্যগ বা খারাপ আবহাওয়ার জন্য ট্যুর কেন্সেল হয় সেক্ষেত্রে ট্যুরের বুকিং মানি থেকে যা যা খরচ বা রিটার্ন হবে সেটা ফেরত দিয়ে দেয়া হবে।আর কেউ যেতে না পারলে অবশ্যই বাকি যে টাকা আসে সেটা গ্রুপ এডমিন জানিয়ে দিবে এবং তা পরিশোধ করতে হবে।
আমাদের সেবা সমূহঃ
=============
💼 কর্পোরেট ট্যুর 👥 গ্রুপ ট্যুর
👪 ফ্যামিলি ট্যুর 🏢 কাষ্টমাইজ ট্যুর
⌛ ডে আউট ট্যুর 🚌 বাস টিকেট
🚢 শীপ টিকেট ✈ এয়ার টিকেট
📁 ভিসা প্রসেসিং ( ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই সহ আরো অনেক)
🚂 ভারতীয় অভ্যন্তরীন রেল টিকেট
🏨 হোটেল বা রিসোর্ট বুকিং
🧳 ট্রাভেল গিয়ার সহ ভ্রমনের সকল সমাধান।
*****নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন।
📢 ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কল করতে পারেন: 01897984004,01897984006
Advertisement
Event Venue & Nearby Stays
Marina Bay,Singapore, Rimso Foundation, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh