টিজিবির সাথে টাংগুয়ার হিজল বনে ক্যাম্পিং (১৬ জানুয়ারি)

Thu, 16 Jan, 2025 at 11:00 pm to Sun, 19 Jan, 2025 at 06:00 am UTC+06:00

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh | Dhaka

\u099f\u09cd\u09af\u09c1\u09b0 \u0997\u09cd\u09b0\u09c1\u09aa \u09ac\u09bf\u09a1\u09bf
Publisher/Hostট্যুর গ্রুপ বিডি
\u099f\u09bf\u099c\u09bf\u09ac\u09bf\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u099f\u09be\u0982\u0997\u09c1\u09df\u09be\u09b0 \u09b9\u09bf\u099c\u09b2 \u09ac\u09a8\u09c7 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 (\u09e7\u09ec \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09bf)
Advertisement
**ইভেন্টের নামঃ টিজিবির সাথে টাংগুয়ার হিজল বনে ক্যাম্পিং (১৬ জানুয়ারি)
🔰যাত্রার তারিখঃ ১৬ জানুয়ারি রাত ১০.০০ টা
🔰ফেরার তারিখ ১৯ জানুয়ারি সকাল ৬.০০ (ঢাকায়)
🔰🔰ভ্রমণের খরচ: ৪৯০০/- (নিজ তাবুতে থাকা।)
( যাদের তাবু নাই তারা তাবু ভারা নিতে পারেন । এক তাবুতে ২ জন থাকা যাবে ভারা ৪০০ টাকা)
এছাড়া নৌকায় থাকা ৫৭০০/- টাকা প্রতি জন।
নোটঃ আমাদের সাথে নৌকা থাকবে কাজেই ওয়াসরুম নিয়ে চিন্তা আর থাকছে না ।
-ক্যাম্পিং এর স্থানঃ ওয়াচ টাওয়ারের পাশে ।
🔰🔰যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬ এবং
০১৮৭৭৭২২৮৫২,০১৮৭৭৭২২৮৫৪ ।
🔰আমাদের সাথে কেন যাবেন?
---------------------------------
-(হাই এবং লো কমেড)টয়লেটের ব্যাবস্থা।
-থাকবে সোলার লাইট , সাবান ও টিস্যুর ব্যাবস্থা।
-খেলাধুলার ব্যাবস্থা (যেমন লুডু,প্লেইং কার্ড,উনো+ফুটবল )
- ড্রেস চেঞ্জিং রুম।
- খাবারের জন্য থাকবে হাওরের ছোট বড় সুস্বাদু মাছ এবং হাঁস/মুরগি।
- রাতে আপনাদের সবাইকে নিয়ে থাকবে গানের আয়োজন ।
- সাইড সিনের মধ্যে থাকবে-#সুনামগঞ্জ ,#তাহিরপুর, #যাদুকাটা নদী , #শিমুল বাগান , #বারিক্কাটিলা, #ট্যাকের ঘাট , #শহিদ সিরাজ লেক/কোয়ারী #লাইমস্টোন লেক,লাকমাছড়া এবং #ওয়াচ টাওয়ার সহ অন্যান্য স্থান।
যা আপনার ভ্রমনকে করে রাখবে স্বরনীয়।
==
🔰আজ দিন রাত্রী যাপন হবে ৬ কুড়ি কান্দা অার নয় কুড়ি বিলের দেশ সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে।
মাঝ রাত, চারপাশে সুনসান নিরবতা।চাঁদের আলোয় আলোকিত আপনার চারপাশ, আপনি একটা নৌকার ছাদে বসে আছেন, চারপাশের সব গ্রাম, গাছপালা কিংবা গাছে ঘুমিয়ে থাকা পাখিও জোস্ন্যার আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে।
মাঝে মধ্যে পাখিরা ঘুমের ঘোরে ডেকে উঠছে মৃদু স্বরে, দূরের মেঘালয়ের পাহাড়গুলো চাঁদের রূপালি আলোয় স্পষ্টতই প্রতীয়মান। এমন একটি দৃশ্য আর সময় উপভোগ করার জন্য টাঙ্গুয়া হাওর বাংলাদেশের অন্যতম একটি যায়গা।
মেঘালয় পাহাড় থেকে ৩০টিরও বেশি ঝরা (ঝরণা) এসে মিশেছে এই হাওরে। দুই উপজেলার ১৮টি মৌজায় ৫১টি হাওরের সমন্বয়ে ৯,৭২৭ হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জের সবচেয়ে বড় জলাভূমি।
যার সৌন্দর্য চোখে না দেখে অনুভব করা এক কথায় অসম্ভব। বিশাল এই জলাভূমিটি বেড়ে উঠেছে একান্তই প্রকৃতির আপন খেয়ালে। বর্ষাকালে হাওরটির আয়তন প্রায় ২০ হাজার একর হয়ে যায়। আর তখনি দেখা যায় এর আসল রূপ।
-প্রত্যেকে একটি করে টিজিবির টি-শার্ট পাবেন।
----------------------------
🔰কনফার্ম করার শেষ সময়ঃ১৪ জানুয়ারি (আসন খালি থাকা পর্যন্ত)
কনফার্ম করা জন্যে ২৫৫০ টাকা পাঠাতে হবে। আর অফিসে এসে দিলে বা ব্যাংক এ দিলে ২৫০০ টাকা। কোনভাবেই মৌখিক কনফার্ম গ্রহণযোগ্য নয়। যিনি আগে কনফার্ম করবেন, তিনিই প্রাধান্য পাবেন এবং সেই সিরিয়ালেই বাসের সিট দেয়া হবে।
* বুকিং মানি অফেরতযোগ্য।
--------------------------------
🔰🔰ভ্রমণের পরিকল্পনাঃ
-১৬ তারিখ , রাতের বাসে করে সুনামগঞ্জ যাত্রা।
- ১৭ তারিখ সুনামগঞ্জ নেমে নাস্তা করবো। এরপর লেগুনায় করে সোলেমানপুর।
এখান থেকে ট্রলার ছেড়ে চলে যাবো ওয়াচ টাওয়ার।সেখানে পরিষ্কার পানিতে লাফালাফি করব। দুপুরের খাবার খেয়ে হিজল বনে আমাদের তাবু খাটাবো।যারা পাখি দেখতে যাবেন তারা ছোট নৌকা দিয়ে হাওরে পাখি দেখতে যেতে পারবেন।
- ১৮ তারিখ, সকালে নাস্তা সেরে ওয়াচ টাওয়ার এবং আশে পাশের এলাকা ঘুরে চলে যাবো ট্যাকেরঘাট।এখন হাওরে পানি নাই তাই মাঝে আমাদের অত ব্যাবহার করতে হবে। সেখানে শহীদ সিরাজ লেক দেখে শিমুল বাগান ঘুরে লেগুনায় সুনামগঞ্জ চলে আসব, তারপর রাতের খাবার খেয়ে রাতের বাসে করে ঢাকায় ফেরা।
- ১৯ তারিখ ইনশাল্লাহ সকালে ঢাকায় ফিরে আসবো। এসে অফিস ধরতে পারবেন।
----------------------------------------
🔰এই ট্রিপের কিছু বিষয়, ট্রিপ কনফার্ম করার আগে যেগুলো অবশ্যই জানতে হবে:
- এই ট্রিপে খাবার রান্না হবে নৌকায়, ঘাসে পাটিতে বসেই সবাই একসাথে মিলে মিশে খাবো।
- রান্না বান্না এবং পরিবেশন এর জন্য লোক থাকবে, তবে আমরা যারা এই কাজে পারদর্শী এবং আগ্রহী,তারা যে কোন সহায়তা করবো।
- তাবুতে থাকা ব্যাপারটা পুরোটাই ফিলের উপর নির্ভর করে। এমনিতে তাবুতে থাকা অবশ্যই কষ্টের, সেটিও বিবেচনায় রাখবেন।
-------------------------------------------
🔰 যা সরবরাহ করা হবে:
- যাওয়া-আসার নন এসি বাসের খরচ
- আভ্যন্তরীণ যাতায়ত খরচ ।
- নৌকার খরচ
- বাবুর্চির খরচ এবং রান্নার আনুসাংগিক জিনিসপত্র ।
- প্রতিদিন ৩ বেলা মূল খাবার এবং প্রয়োজনীয় স্ন্যাক্স।
🔰 যা থাকছে না:
-কোন ব্যক্তিগত খরচ
-কোন ঔষধ
- কোন ধরণের বীমা
- #লাকমাছরা,#বারিক্কাটিলা যাওয়ার বাইক এর খরচ ।
** যা সাথে নেওয়া উচিত:
- তোয়ালে, গোসলের জন্যে কাপড়, অন্যান্য কাপড়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম
- ব্রাশ
-ফুল স্লিপ,চাদর
- প্রয়োজনীয় ঔষধ
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (যেহেতু দুইদিন নৌকায় থাকবো, এবং কোন রকম বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না)
-------------------------
** টাকা পাঠানোর উপায়ঃ (ব্যাংক এ লেনদেন সবচেয়ে সেইফ এবং আমরাও উৎসাহিত করি ব্যাংক এ লেনদেন করতে, তারচেয়েও সেইফ হচ্ছে অফিসে এসে টাকা জমা দিয়ে ট্রিপ কনফার্মেশন টোকেন নিয়ে যাওয়া)
আমাদের অফিসের ঠিকানাঃ
২০/৫, পশ্চিম পান্থপথ (৪র্থ তলা), কর্নেল রশিদ স্কয়ার, পান্থপথ, ঢাকা-১২০৫
(স্কয়ার হাসপাতালের পাশেই হোটেল পান্থপথ ভবন)
Tour Group BD
#16411026552
Dutch Bangla Bank Ltd.
(Mirpur Branch)
01919496551, 01819878340 ( দুইটি নাম্বারে যে কোন একটিতে খরচ সহ সেন্ডমানি পাঠিয়ে ট্রিপের কনফার্মেশন বুঝে নিবেন)
01819878340-3 DBBL রকেট একাউন্ট
(খরচ সহ পাঠাতে হবে)
ইভেন্টের হোস্টের কাছেও জমা দিতে পারেন।
-------------------------------------
** শর্ত সমুহঃ
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
২- ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে।
৩- ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে।
৪- আমরা শালিনতার মধ্যে থেকে সরবোচ্য আনন্দ উপভোগ করব।
৫- প্রতিটি যায়গা ই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। যেন টুরিসম এর কোন ক্ষতি না হয়, সেটা সরবোচ্য প্রাধান্য দিতে হবে।
৬- অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যেটা আমরা সকলে মিলেই ঠিক করব।
৭- স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না। নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
৮- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করা যাবে না। সাথে পাওয়া গেলে তাকে বা তাদেরকে তৎক্ষণাৎ ট্রিপ থেকে বহিষ্কার করা হতে পারে গ্রুপের অন্য সবার সাথে স্বীদ্ধান্ত নিয়ে।
৯- দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে ।
** ১০- এই গ্রুপ সম্পূর্ণ ভ্রমণপিপাসুদের গ্রুপ। এখানে কোন প্রকার অশ্লীলতার কোন রকম সুযোগ নেই। কোন রকম অসৎ উদ্দেশ্যে যদি কেও আমাদের সাথে ভ্রমণে যান, সেটি বুঝে যেতে আমাদের খুব বেশি সময় লাগে না। এবং সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিবো।
** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
আমাদের গ্রুপ এর ঠিকানাঃ https://www.facebook.com/groups/TourgroupBd/
আমাদের পেজের ঠিকানাঃ https://www.facebook.com/TourgroupBd/
**যোগাযোগ- ০১৮৪০২৩৮৯৪৬, ম্যানেজার।
এটি আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে জেনে নিবেন ট্রিপের বিস্তারিত, এবং কনফার্ম করতেও এই নাম্বারটিতে যোগাযোগ করুন। তবে ট্রিপ এর সকল তথ্য পড়েও কোন জিজ্ঞাসা বা কনফিউশন থাকলে নিম্নোক্ত নাম্বারে
যোগাযোগ করতে পারবেন।
জারিফ-01877722852
রাহি- 01877722855
Advertisement

Event Venue & Nearby Stays

20/5 West Panthapath (3rd Floor), Colonel Rashid Square, Panthapath, 1205 Dhaka, Bangladesh, Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

Arka Fashion Week 2025
Thu, 16 Jan, 2025 at 10:00 am Arka Fashion Week 2025

Aloki

Renaissance Tourism & Study Fair 2025
Thu, 16 Jan, 2025 at 10:00 am Renaissance Tourism & Study Fair 2025

Renaissance Holidays

Get Together  NDC Batch-25
Thu, 16 Jan, 2025 at 11:00 am Get Together NDC Batch-25

কচিকাঁচার মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকা

Hult Prize at MIST 2025
Thu, 16 Jan, 2025 at 03:00 pm Hult Prize at MIST 2025

Military Institute of Science and Technology

\u098f\u09b8\u09a1\u09bf\u09b8\u09bf \u09ac\u09be\u0987\u0995 \u09aa\u09cd\u09af\u09be\u0995\u09bf\u0982 \u09b0\u09be\u0987\u09a1 \u099f\u09c1 \u09ae\u09c7\u09b0\u09bf\u09a8 \u09a1\u09cd\u09b0\u09be\u0987\u09ad
Thu, 16 Jan, 2025 at 06:00 pm এসডিসি বাইক প্যাকিং রাইড টু মেরিন ড্রাইভ

সায়েদাবাদ বাস টার্মিনাল, ঢাকা

Clemon presents ActivePulse 10K powered by GIGABYTE
Fri, 17 Jan, 2025 at 05:00 am Clemon presents ActivePulse 10K powered by GIGABYTE

Dhanmondi - ধানমন্ডি

1st CSE DUET Reunion 2025
Fri, 17 Jan, 2025 at 05:00 am 1st CSE DUET Reunion 2025

Dhaka University of Engineering & Technology, Gazipur, 1707 Gazipur, Bangladesh

Smart Bangladesh Run 2025
Fri, 17 Jan, 2025 at 06:00 am Smart Bangladesh Run 2025

Hatirjheel Amphitheatre - হাতিরঝিল এম্ফি থিয়েটার

AANSUSBE PICNIC 2025
Fri, 17 Jan, 2025 at 07:00 am AANSUSBE PICNIC 2025

Chuti Resort Gazipur

NEW YEAR CUP 2025
Fri, 17 Jan, 2025 at 07:00 am NEW YEAR CUP 2025

uttara friends Club

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events