চাতক ট্রাভেলার্স এর সাথে সুন্দরবন

Thu Nov 21 2024 at 10:00 pm to Mon Nov 25 2024 at 06:00 am UTC+06:00

Sundarban - সুন্দরবন | Khulna

Asaduzzaman Shimul
Publisher/HostAsaduzzaman Shimul
\u099a\u09be\u09a4\u0995 \u099f\u09cd\u09b0\u09be\u09ad\u09c7\u09b2\u09be\u09b0\u09cd\u09b8 \u098f\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8
Advertisement
যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করে রাখলে সব আপডেট পাবেন। আর একেবারে সিউর হলে Going দিয়ে রাখতে পারেন।

আমাদের গ্রুপ লিংক: https://www.facebook.com/groups/chataktravelers

আমাদের পেইজ লিংক: https://www.facebook.com/ChatakTravelers

যাত্রা: নভেম্বর ২১ নভেম্বর রাতের বাসে খুলনার উদ্দেশ্য রওনা, ফেরা ২৪ তারিখ রাতে ২৫ তারিখ সকাল ৬টায় ঢাকায় থাকবো।

ইভেন্ট ফি : ৯০০০ টাকা(জনপ্রতি)

কাপল : ৯৯০০ টাকা (জনপ্রতি)

আসন কনফার্ম করার শেষ সময়:

০৫/১১/২০২৪ তারিখের মধ্যে ৪০৮০ টাকা দিয়ে আসন নিশ্চিত করতে হবে।

**** পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই বনের ভেতরে রয়েছে অনেক প্রজাতির পাখি, বন্য প্রাণী, হরিণ, কুমির এবং বাঘ। এই বন চির তারুণ্য এবং চির সবুজের প্রতীক।সুন্দরবন ভ্রমণ টা একটু আলদা। ৩দিন শিপেই খাওয়া দাওয়া, আড্ডা ঘুম, ৩দিনের জন্য শীপই হবে আমাদের বাড়ি।

খুলনা থেকে রওনা হয়ে তিন দিনের মধ্যে যত জায়গায় যাওয়া যাবে সব জায়গাতেই ঘুরবো

নিচে দেওয়া হল:

১- কচিখালি
২- হারবারিয়া
৩-করমজল
৪- কটকা
*টাইগার পয়েন্ট
*জামতলা সি বিচ
*টাইগার টিলা
৫- দুবলারচর
৬- হিরন পয়েন্ট

** যা যা থাকবে।
- খুলনা যাওয়া-আসার নন এ/সি বাস এর টিকেট
- প্রত্যেকের জন্য কেবিনে থাকার ব্যবস্থা
-প্রতিদিন দুই বেলা স্ন্যাক্স এবং ৩ বেলা মূল খাবার( এই ট্রিপকে আমরা খাবার ট্রিপও বলে থাকি। ***সুন্দরবনে প্রবেশের পাস
*** গাইড
***বন বিভাগ থেকে দুইজন সিকিউরিটি
***বনের ভেতরে প্রবেশের ও ভ্রমণের জন্য ছোট নৌকা
***খাবার পানি
***করমজলে ঢোকার টিকিট
***একদিন রাতে বার-বি-কিউ

***আসন সংখ্যাঃ ৩০

** যা থাকছেনাঃ
কোন ব্যক্তিগত খরচ
কোন ঔষধ

** টাকা পাঠানোর উপায়
বিকাশঃ 01672-124712

যোগাযোগ :
শিমুল
01672-124712

***ট্রিপের শর্ত
১- প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।

২- কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা বহন করা যাবে না। পাওয়া গেলে তাকে ট্রিপ থেকে বিদায় করে দেয়া হবে।

** ভ্রমণের জন্য যে কেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
ছেলে/ মেয়ে সকলেই যেতে পারবে।
Advertisement

Event Venue & Nearby Stays

Sundarban - সুন্দরবন, Koromjal ,Mongla,Khulna, Bangladesh

Sharing is Caring:

More Events in Khulna

ADORA Studios Presents "Inter University Dance Fest: Season 06"
Fri Nov 22 2024 at 06:30 pm ADORA Studios Presents "Inter University Dance Fest: Season 06"

KUET (Khulna University of Engineering & Technology)

LUMINEDGE Present \u09aa\u09c2\u09b0\u09cd\u09ac\u09be\u09b9\u09cd\u09a8\u09c7\u09b0 \u09e8\u09eb
Sat Nov 23 2024 at 09:00 am LUMINEDGE Present পূর্বাহ্নের ২৫

Khulna Press Club

\u098f\u09ae \u09ad\u09bf \u09a6\u09be \u098f\u0995\u09cd\u09b8\u09aa\u09cd\u09b2\u09cb\u09b0\u09be\u09b0-\u098f \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8
Fri Nov 29 2024 at 12:00 am এম ভি দা এক্সপ্লোরার-এ সুন্দরবন ভ্রমন

Jail Khana Ghat, Rupsha River, Khulna

\u09e9 \u09a6\u09bf\u09a8\u09c7\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8\u09c7 (\u09e8\u09ef-\u09e9\u09e6-\u09e6\u09e7 \u09a1\u09bf\u09b8\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0)
Fri Nov 29 2024 at 07:00 am ৩ দিনের ছুটিতে সুন্দরবনে (২৯-৩০-০১ ডিসেম্বর)

56, Rupsha Strand Road, Khulna Sadar,, Khulna, Khulna Division, Bangladesh

THE WAVE CRUISE \u098f \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3
Fri Nov 29 2024 at 07:00 am THE WAVE CRUISE এ সুন্দরবন ভ্রমণ

Sundarban - সুন্দরবন

\u0995\u09b0\u09ae\u099c\u09b2 (\u09e9\u09ea)
Fri Nov 29 2024 at 08:00 am করমজল (৩৪)

করমজল পয়েন্ট, সুন্দরবন।

Inter-Discipline Quiz Competition \u201924
Fri Nov 29 2024 at 03:00 pm Inter-Discipline Quiz Competition ’24

Khulna University

\u09b6\u09c1\u09ad \u09ac\u09bf\u099c\u09df\u09be \u09a6\u09b6\u09ae\u09c0\u2764\ufe0f\ud83d\ude2d
Sat Nov 30 2024 at 09:00 am শুভ বিজয়া দশমী❤️😭

Khulna City - খুলনা শহর

Khulna is Happening!

Never miss your favorite happenings again!

Explore Khulna Events