চলো সিলেট ঘুরি ফিরি মাত্র ৯৯৯ টাকায় - ৯ জানুয়ারী

Thu, 09 Jan, 2025 at 09:30 pm to Fri, 10 Jan, 2025 at 09:00 pm UTC+06:00

Dhaka | Dhaka

Simply Fly
Publisher/HostSimply Fly
\u099a\u09b2\u09cb \u09b8\u09bf\u09b2\u09c7\u099f \u0998\u09c1\u09b0\u09bf \u09ab\u09bf\u09b0\u09bf \u09ae\u09be\u09a4\u09cd\u09b0 \u09ef\u09ef\u09ef \u099f\u09be\u0995\u09be\u09df - \u09ef \u099c\u09be\u09a8\u09c1\u09df\u09be\u09b0\u09c0
Advertisement
সিলেট ভ্রমণ মাত্র ৯৯৯ টাকায় ডে লং ট্যুর ৯ জানুয়ারী! 🇧🇩✌️
৯ জানুয়ারী ঘুরে আসুন মাত্র ৯৯৯ টাকায় সিলেট এর ভোলাগঞ্জ সাদাপাথর,রাতারগুল সোয়াম্প ফরেস্ট,চা বাগান, মাজার ভ্রমণ ডে লং ট্যুর চলো ঘুরি ফিরি এর সাথে।
গ্রুপ লিংকঃ https://www.facebook.com/groups/1106682807754253/?ref=share&mibextid=NSMWBT
আমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ https://www.simplyfly.com.bd
☑️ভ্রমণ তারিখঃ
➡ ৯ই জানুয়ারি রাত ১০ টায় ( সায়েদাবাদ থেকে)
➡ ১০ই জানুয়ারি রাত ১০টা (সিলেট থেকে রওনা )
ইনশাআল্লাহ ১১ই জানুয়ারী শনিবার সকালে ৫ টার মধ্যে ঢাকায় থাকবো।
#যা_যা_দেখবোঃ 🌍🌍
> ভোলাগঞ্জ সাদাপাথর জিরো পয়েন্ট ।
> রাতারগুল সোয়াম্প ফরেস্ট ।
> হযরত শাহ জালাল (রহ.) মাজার।
> চা বাগান।
💠 আসন সংখ্যাঃ ৪৫ জন
#প্যাকেজে_এর_মধ্যে_থাকছেঃ
> ঢাকা -সিলেট- ঢাকা নন এসি বাসে যাওয়া-আসা।
> সকালে ও দুপুরে ২ বেলা খাবার।
> সকল প্রকার গাইড খরচ।
#প্যাকেজে_যা_যা_থাকছে_নাঃ
>অভ্যন্তরীণ লেগুনা/সিএনজি ট্রান্সপোর্ট।
>রাতারগুল এন্ট্রি ফি ও নৌকা খরচ।
>ভোলাগঞ্জ নৌকা খরচ।
>হাইওয়ে হোটেল বিরতিতে খাবার
>ফেরার দিন রাতের খাবার।
>সার্ভিস চার্জ।
🟦 খাবারে যা যা থাকবে
>সকালে : পরটা - সবজি - ডিম।
>দুপুরে : ভাত - সবজি - মুরগির মাংস - ডাল

ছেলে, মেয়ে, কাপল, ফ্যামিলিসহ সকল ধরণের মানুষ অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই ট্যুর।
মেয়েদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকায় মেয়েরাও নিশ্চিন্তে যেতে পারেন আমাদের সাথে ।
#বুকিং_প্রসিডিউরঃ
বুকিংয়ের উপর ভিত্তিকরে সিট প্লানিং করা হবে। যে আগে বুকিং দিবে তার সিট সামনে হবে।
➡️➡️ ট্যুর কনফার্ম করতে যোগাযোগ করুন
📲 01886-329400
💠 ইভেন্ট ফিঃ জনপ্রতি ৯৯৯/- টাকা মাত্র ।
✅ আসন বুকিং করতে ৫১০ টাকা (অফেরৎযোগ্য) বিকাশ অথবা নগদের মাধ্যমে পাঠাতে হবে অতিরিক্ত ১০ বিকাশ খরচসহ ৫১০ টাকা। লোকাল ট্রান্সপোর্টসহ ট্যুরের সর্বমোট খরচ ১৫০০ টাকা। বাকিটা যাত্রার দিন বাসে উঠে দিলেই হবে। চাইলে ব্যাংক একাউন্টেও দিতে পারবেন। ( মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয় )
💠 সম্ভাব্য ট্যুর বর্ণনাঃ
➡️ ৯ই জানুয়ারী রাতে বাসে করে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা।
➡️ ১০ই জানুয়ারী সকালে সিলেট নেমে খুব দ্রুত সকালের নাস্তা করে সবাই চলে যাবো চায়ের দেশের চা বাগানে। সেখানে মিশে যাবো চা বাগানের সবুজ প্রকৃতির সাথে তারপর সেখানে ফটোশট করে ঘোরাঘুরি করে চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট সেখানে ঘুরাঘুরি করে আনন্দ উল্লাস করে দুপুরের খাবার খেয়ে আমরা চল ঘুরি ফিরি পরিবার এর সাথে চলে যাবো বাংলার কাশ্মীর ভোলাগঞ্জ সাদা পাথর। সেখানে গিয়ে মেঘালয় থেকে বেয়ে আসা স্বচ্ছ পানিতে ঝাপাঝাপি করে সন্ধ্যায় সেখান থেকে চলে যাবো হযরত শাহ জালাল মাজার সেখানে মাজার জিয়ারত করে একটু ঘুরাঘুরি করে নিজের মত রাতের খাবার খেয়ে আমরা ঢাকার উদ্দেশ্য রওনা হব।
➡️ ইনশাআল্লাহ ১১ই জানুয়ারি খুব সকালে আমরা ঢাকা থাকবো।
🚧🚧যা যা করা যাবে না:
⛔মেয়েদের সাথে কোন প্রকার অশালীন বা খারাপ আচরন করা যাবে না। কারো বিরুদ্ধে এমন কোন অভিযোগ পেলে দল থেকে বের করে দেয়ার মত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
⛔যেকোন সমস্যা বা প্রয়োজনে এ্যাডমিনদের সাথে সরাসরি কথা বা আলোচনা করতে হবে। নিজেদের মধ্যে কোন প্রকার আলোচনা বা সমালোচনা করা যাবে না ।
⛔এ্যাডমিনদের অনুমতি ছাড়া গ্রুপ থেকে আলাদা হওয়া যাবে না ।
🚮ঘুরতে গিয়ে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না ।
🚭বাসে ধূমপান করা যাবে না ।
❌সাবধান যেসকল কারনে যেকোন সময় আপনি গ্রুপ থেকে টার্মিনেট হতে পারেনঃ
🚸আপনার দ্বারা গ্রুপের কোন মেয়ে মেম্বার হ্যারেইজমেন্ট এর স্বীকার হলে !
🚸এডমিন - মডারেটর বা ট্যুর কমিটির যেকোন কারো সাথে কোন প্রকার মিস বিহেইভ করলে সাথে সাথে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। এ বিষয়ে পরবর্তীতে কোন সুপারিশ বা আপত্তি চলবে না ।
🚭বাসে বা ট্যুর চলাকালিন কেউ নেশাজাত কোন দ্রব্য বহন বা সেবন করার চেষ্টা করলে সাথে সাথে তাকে ট্যুর থেকে বের করে দেয়া হবে ।
⛔ ট্যুরে অনাকাঙ্ক্ষিত সড়ক দূর্ঘটনা সম্পূর্ণই আল্লাহর হাতে এতে কর্তৃপক্ষকে অপবাদ দেয়া যাবে না বা জরিমানা দাবী করা যাবে না।
🚯🚯ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে সেগুলো নিজের কাছে সংরক্ষণ করবেন। পরে নির্ধারিত যায়গায় সেগুলো ফেলে দিবেন। প্রকৃতিকে ভালোবাসুন। প্রকৃতি রক্ষায় এগিয়ে আসুন।
#বিঃদ্রঃ ট্যুর চলাকালীন প্রাকৃতিক দুর্যোগ, অনাকাঙ্ক্ষিত কোন দূর্ঘটনা বা সমস্যার কারণে ট্যুরে ব্যাঘাত ঘটলে চলো ঘুরি ফিরি কর্তৃপক্ষ যেকোন সিদ্ধান্ত নিবে যা সবাইকে মানতে হবে অমান্যকারীকে ট্যুর থেকে বরখাস্ত করা হবে।
Advertisement

Event Venue & Nearby Stays

Dhaka, Bangladesh

Sharing is Caring:

More Events in Dhaka

Admission Going On- January-2025 Semester
Fri, 10 Jan, 2025 at 10:00 am Admission Going On- January-2025 Semester

Department of Economics, Jagannath University, Bangladesh

Attend IDP's Study Australia Roadshow
Fri, 10 Jan, 2025 at 10:00 am Attend IDP's Study Australia Roadshow

Sheraton (Ballroom), Banani, Dhaka

Winter Collection Fair 2024
Fri, 10 Jan, 2025 at 10:00 am Winter Collection Fair 2024

Wari, Dhaka Division, Bangladesh

Adda Chole-2025
Fri, 10 Jan, 2025 at 10:00 am Adda Chole-2025

Aloki

Fusion Fest 2025
Fri, 10 Jan, 2025 at 10:00 am Fusion Fest 2025

Dhanmondi-27 Dhaka

IELTS Exclusive Bundle at Study Australia Roadshow
Fri, 10 Jan, 2025 at 10:00 am IELTS Exclusive Bundle at Study Australia Roadshow

Sheraton Dhaka

Karkhana with Adda chole'25
Fri, 10 Jan, 2025 at 11:00 am Karkhana with Adda chole'25

Aloki

Winter Vogue
Fri, 10 Jan, 2025 at 11:00 am Winter Vogue

Aloki

\u09ae\u09cd\u09af\u09be\u0995\u09cd\u09b0\u09be\u09ae\u09c7\u09b0 \u09ac\u09c7\u09b8\u09bf\u0995 \u0995\u09be\u099c \u09b6\u09bf\u0996\u09c1\u09a8
Fri, 10 Jan, 2025 at 11:00 am ম্যাক্রামের বেসিক কাজ শিখুন

House -20, Road - 15, Sector - 11, Uttara, Dhaka, Dhaka Division, Bangladesh

\u0985\u09b7\u09cd\u099f \u09ac\u09cd\u09af\u099e\u09cd\u099c\u09a8 \u0993\u09df\u09be\u09b0\u09c0 \u09b6\u09be\u0996\u09be \u0997\u09cd\u09b0\u09be\u09a8\u09cd\u09a1 \u0993\u09aa\u09c7\u09a8\u09bf\u0982
Fri, 10 Jan, 2025 at 12:00 pm অষ্ট ব্যঞ্জন ওয়ারী শাখা গ্রান্ড ওপেনিং

Rose Valley Shipping Mall, Level-3, Wari, Dhaka

\u09ac\u09c7\u09b8\u09bf\u0995 \u09ac\u09c1\u09a8\u09a8 \u09b6\u09bf\u0996\u09c1\u09a8 (\u09ae\u09cd\u09af\u09be\u099f, \u09aa\u09be\u09aa\u09cb\u09b6, \u099c\u09be\u09df\u09a8\u09be\u09ae\u09be\u099c \u0987\u09a4\u09cd\u09af\u09be\u09a6\u09bf)
Fri, 10 Jan, 2025 at 04:00 pm বেসিক বুনন শিখুন (ম্যাট, পাপোশ, জায়নামাজ ইত্যাদি)

House -20, Road - 15, Sector - 11, Uttara, Dhaka, Dhaka Division, Bangladesh

Admission preparation for class -IV
Fri, 10 Jan, 2025 at 04:00 pm Admission preparation for class -IV

12/4 ( 3rd floor), Iqbal Road, Mohammadpur, Dhaka-1204., Dhaka, Dhaka Division, Bangladesh

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events