Advertisement
রাজশাহীর সকাল। পাখিদের কিচিরমিচির শব্দ। ক্লান্তি কেড়ে নেয়া সবুজ ঘাস। রাস্তার দু ধারে দাঁড়িয়ে থাকা আকাশছোঁয়া গগনশিরীষ বৃক্ষ। পুকুরপাড়ে পাখিদের আনাগোনা, সাথে জলে ভাসা শাপলা। কুয়াশাজড়ানো প্যারিস রোড এখন নবীনদের পদচারণায় মুখর। সন্ধ্যে হলেই আবার চায়ের কাপে আড্ডা। এরই মধ্যে যদি হয়ে যায় মতিহার চত্ত্বরের নবীণদের যুক্তির লড়াই! এই লড়াইয়ের মাধ্যমেই নবীনরা তাদের প্রথম শিরোপা পৌছে দিবে নিজ বিভাগে। “গ্রুপ অব লিবারেল ডিবেটরস বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ)”, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম বিতর্ক সংগঠন। গোল্ড বাংলাদেশ “এসো যুক্তির আল্পনায় আঁকি প্রগতির মহাকাল” স্লোগানকে নিয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে প্রায় এক যুগের বেশি সময় ধরে দেশের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতে যুক্তিবাদী মানুষ তৈরির মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোল্ড বাংলাদেশ প্রতি বছর আন্তঃবিশ্ববিদ্যালয়, আন্তঃবিভাগ, আন্ত-হল, আন্তঃক্লাব, রম্য বিতর্ক, আঞ্চলিক বিতর্ক এবং বিভিন্ন ধরনের বিতর্ক প্রতিযোগিতা সহ নিয়মিত বিতর্ক চর্চা করে আসছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি যুক্তিবাদী একটি সমাজ বিনির্মাণের মাধ্যমে সুশাসিত দেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠন। এরই ধারাবাহিকতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীনদের নিয়ে গোল্ড বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে “গোল্ড বাংলাদেশ নবীন বিতর্ক উৎসব ও বিতর্ক কর্মশালা”।
“নব উদ্যমে জাগো হে নবীন, কন্ঠে ভাঙো বাঁধ” স্লোগানকে সামনে রেখে এবারে আমাদের আয়োজন।
বিতর্ক কর্মশালা: ইভেন্টে জানানো হবে।
⏰ বিতর্ক প্রতিযোগিতা: ২৪-২৫ জানুয়ারি ২০২৫
প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলিঃ
১। বিতার্কিকদের অবশ্যই ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এবং একই বিভাগের হতে হবে।
২। অংশগ্রহণের জন্য দলগত রেজিস্ট্রেশন ফি ৪০০ টাকা মাত্র। (যা নিজ বিভাগ হতেও সংগ্রহ করা যাবে।)
৩। রেজিস্ট্রেশন ফর্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে গোল্ড বাংলাদেশের বুথ থেকে সংগ্রহ করা যাবে।
এছাড়াও অনলাইন ফর্ম পাওয়া যাবে ফেসবুক ইভেন্টে।
৪। বিতর্ক এশিয়ান সংসদীয় ধারায় অনুষ্ঠিত হবে।
৫। প্রতিটি বিভাগ থেকে এক বা একাধিক দল অংশ নিতে পারবে।
নতুন বিতার্কিকদের প্রতিযোগিতা শুরুর আগে বিতর্কের নিয়মকানুন এবং বিস্তারিত বিষয় একটি কর্মশালার মাধ্যমে শেখানো হবে।
--------------------
অনুপ বৈদ্য
আহ্বায়ক, গোল্ড বাংলাদেশ নবীন বিতর্ক উৎসব ও বিতর্ক কর্মশালা
মোবাইল: 01315528063
যেকোনো প্রয়োজনে,
শতাব্দী নন্দী
সভাপতি, গোল্ড বাংলাদেশ, রাবি
মোবাইল: 01761463913
ফেসবুক: https://www.facebook.com/shatabdi.nandi.94
সুমিত হাসান রাব্বী
সাধারণ সম্পাদক, গোল্ড বাংলাদেশ, রাবি
মোবাইল: 01735801403
ফেসবুক: https://www.facebook.com/mdsumit.hasan.1
Advertisement
Event Venue & Nearby Stays
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন,রাজশাহী বিশ্ববিদ্যালয়, Rajshahi, Bangladesh