হুমায়ূন আহমেদ আমাদের গল্প বলা শিখিয়েছিলেন। সহজ সরল গল্পের মাঝে অসাধারণ দর্শন নিয়ে হাজির হয়েছিলেন তিনি। বাংলাদেশের সাহিত্যে সাইন্স ফিকশন এবং ভৌতিক গল্পের নতুন মাত্রা যোগ হয়েছিলো হুমায়ূন আহমেদের হাত ধরে। গল্প আড্ডায় হুমায়ূন আহমেদের সেইসব গল্প সম্পর্কে জানতে চেষ্টা করবো আমরা।
🌿হুমায়ূন আহমেদ ছিলেন মুক্তমন ও চিন্তার অধিকারী নির্ভীক মানুষ। নির্মোহভাবে সত্য বলতে পেরেছিলেন তিনি। একাধারে ঔপন্যাসিক, গল্পকার, পরিচালক, প্রাবন্ধিক, কবি। তাই তরুণ প্রজন্মের উচিত হুমায়ূন আহমেদকে নতুনভাবে পাঠ করা।
📌 জাতীয় গ্রন্থকেন্দ্র এবং অআকখ'এর যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ পাঠচক্রে আমরা আলোচনা করবো হুমায়ূন আহমেদের ছোটগল্প নিয়ে।
🔥আলোচক অতিথি হিসেবে সেদিন আমাদের সাথে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
আগামী ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদ এর জন্মদিনকে সামনে রেখে বিশেষ পাঠচক্র আয়োজিত হতে যাচ্ছে। পাঠচক্রটি সকলের জন্য উন্মুক্ত।
তারিখ: ০৮ নভেম্বর (শনিবার), ২০২৫
সময়: বিকেল ৩:৩০ মি.
স্থান: গ্রন্থভবন, গুলিস্তান
যোগাযোগঃ +880 1575-795090
অংশগ্রহণ করতে গুগল ফর্মটি পূরণ করুন:-
https://docs.google.com/forms/d/1Z2dOzsLYfe2Rw3-yTPbzQNlo728FjHwjKu_DDvdwH2s/viewform?chromeless=1&edit_requested=true
#oaakakha_অআকখ #গল্প_আড্ডায়_বই #পাঠচক্র #বাংলাসাহিত্য #classicbanglabooks
Event Venue & Nearby Stays
জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গ্রন্থভবন., 5/C, Bongobondhu Avenue, Dhaka - 1000, Dhaka, Bangladesh











