ষাটের দশকে যাদের লেখালেখি বাঙালির মনোজগতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে তাদের মধ্যে অগ্রগণ্য আখতারুজ্জামান ইলিয়াস। তিনি একাধারে ছোটগল্পকার, ঔপন্যাসিক, এবং অধ্যাপক। একজন স্বল্পপ্রজ লেখকও তিনি। বাস্তবতার নিপুণ চিত্রণ, ইতিহাস ও রাজনৈতিক জ্ঞান, গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবোধ তার রচনাকে দিয়েছে ব্যতিক্রমী সুষমা। তাকে সমাজবাস্তবতার অনন্যসাধারণ রূপকার বলা হয়েছে। তার রচনাশৈলী স্বকীয় ও সংলাপে কথ্যভাষার ব্যবহার বাংলা কথাশিল্পে অনন্যসাধারণ। আমাদের আগামী পাঠচক্রে আলোচনা করা হবে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা বই 'সংস্কৃতির ভাঙা সেতু' বই নিয়ে।
🌿 আখতারুজ্জামান ইলিয়াস ‘সংস্কৃতির ভাঙ্গাসেতু’ প্রবন্ধ দ্বারা আসলে কি বোঝাতে চেয়েছিলেন?
• সংস্কৃতির সেতু আসলে কি?
• সংস্কৃতির সেতু কিভাবে ভাঙে?
• সংস্কৃতির সেতুর দু'পাশের বাসিন্দা আসলে কারা?
• কবে ভাঙা হলো সেতুটি?
• সেতুটি কি নতুন করে নির্মাণ সম্ভব?
• সেতু নির্মাণের উপাদান কি কি?
আখতারুজ্জামান ইলিয়াসের প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতির ভাঙা সেতু কি সেই সেতু নতুন করে নির্মাণের কথা লিখেছেন নাকি ভাঙা অংশ মেরামত করার কথা বলতে চেয়েছেন? সেখানে কি আগে থেকে আদৌ কোনও সেতু ছিল?
প্রশ্নগুলো যৌক্তিক বটে এবং উত্তর কি হতে পারে তা জানার জন্য পাঠকের পড়তে হবে গ্রন্থ খানি। গ্রন্থ পড়ে মনে নতুন কোন প্রশ্নের জন্ম হলে অথবা প্রশ্নের উত্তর পেলে জানতে কিংবা জানাতে চলে আসুন আমাদের পাঠচক্রে। গল্প আড্ডায় আলোচনা হবে সংস্কৃতির ভাঙা সেতু নিয়ে। পাঠক আপনারা সবান্ধবে আমন্ত্রিত।
📌 আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে এই গুগল ফর্মটি পূরণ করুন👇
https://docs.google.com/forms/d/1qZGD-a0aIZ5of5udJhLHKMEFf5eyPXJ5VFwoKt-zv5w/edit?usp=drivesdk
বই: সংস্কৃতির ভাঙা সেতু
লেখক: আখতারুজ্জামান ইলিয়াস
অতিথি : ফারুক ওয়াসিফ
তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৫
স্থান: জাতীয় গ্রন্থকেন্দ্র, গ্রন্থভবন, গুলিস্তান
যোগাযোগ:+8801575795090 (যেকোনো প্রয়োজনে)
Event Venue & Nearby Stays
জাতীয় গ্রন্থকেন্দ্র, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গ্রন্থভবন., 5/C, Bongobondhu Avenue, Dhaka - 1000, Dhaka, Bangladesh