কাপ্তাই ক্যাম্পিঙয়ে বেঙ্গল ট্রেকার্স (৬)

Thu, 01 Jan, 2026 at 10:00 pm to Sun, 04 Jan, 2026 at 06:00 am UTC+06:00

Rangamati Kaptai Lake | Dhaka

Shunno Sagar
Publisher/HostShunno Sagar
\u0995\u09be\u09aa\u09cd\u09a4\u09be\u0987 \u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0999\u09df\u09c7 \u09ac\u09c7\u0999\u09cd\u0997\u09b2 \u099f\u09cd\u09b0\u09c7\u0995\u09be\u09b0\u09cd\u09b8 (\u09ec)
Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
.
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/bengaltrekkers/
.
পেইজ লিংক:
https://www.facebook.com/bengaltrekkers19/
.
🚌 যাত্রার তারিখ: ১ জানুয়ারি , ২০২৬ রাত,
🚍 ফেরার তারিখ: ৪ জানুয়ারি ,২০২৬ ভোর
.
.
💵 ইভেন্ট ফি:
::: ২ দিন ১ রাতের জন্য, ঢাকা থকে - ৫৫০০/- প্রতি জন।:::
.
.
🧳 কনফার্ম করার পদ্ধতি: ২০৪০/- টাকা bKash করেই সাথে সাথে ০১৭৮৮৪৯৯২৮৩ (আরাফাত), ০১৮৪২৭৭৬৮৩৮ (সাগর), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
.
💸 বিকাশে টাকা পাঠান এই নাম্বারেঃ-
01788499283 (বিকাশ - personal)
01842776838 (বিকাশ - Personal)
.
💸ব্যাংকে পাঠাতে পারেনঃ-
.
🏛️ Midland Bank Limited
Md Arafat Hossain
A/C- 00261010018535
Mirpur Branch
.
🏛️ The City Bank Ltd (City Islamic)
Md. Arafat Hossain
A/C- 1781580038914
Pallabi Branch
.
🏛️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
🏛️ AC Name : BUSHRA NOOR
1506104437761001
Brac Bank, Asad gate branch
.
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
.
.
🧭 বিস্তারিত ট্যুর প্ল্যানঃ
.
বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওয়ানা দিবো, শুক্রবার সকালে রাঙ্গামাটি পৌছাবো। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা খেয়ে প্রথমে চলে যাবো আমাদের ক্যাম্পিং সাইটে। দুপুরের খাবার খেয়ে আমরা পুরোটা সময় রিলাক্স করবো। পরের দিন সকালটা রিলাক্স করে দুপুরে রাঙ্গামাটির জন্য রওনা হবো। বিকেলে কিছু স্পট দেখে শনিবার রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো। ইনশাআল্লাহ রবিবার ভোরে আমরা ঢাকা থাকবো।
.
দরকারে ব্যাখ্যা সহ বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা কল করুন ০১৭৮৮৪৯৯২৮৩/০১৮৪২৭৭৬৮৩৮ নাম্বারে।
.
.
✔️ যা যা থাকছে এর মধ্যেঃ
- সকল প্রকার যাতায়াত খরচ
- থাকার খরচ
- ৬ বেলার মূল খাবার খরচ
- গাইড খরচ
- লোকাল সাইটসিনের খরচ ।
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে রাঙ্গামাটি এবং রাঙ্গামাটি থেকে ঢাকা যাওয়ার পথে কোনো খাবার**
.
🎒 যা সাথে নেওয়া উচিতঃ
- ট্রেকিং স্যান্ডেল।
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই
আরামদায়ক হয় ভ্রমণ। তবে পর্যাপ্ত নিবেন।
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক
.
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
.
১/বেঙ্গল ট্রেকার্স ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারিদের জন্য।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না। বেঙ্গল ট্রেকার্স মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে বেঙ্গল ট্রেকার্স কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।

ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ-
আরাফাতঃ- ০১৭৮৮৪৯৯২৮৩
সাগরঃ- ০১৮৪২৭৭৬৮৩৮
#neverstopexploring
#bengaltrekkers
Advertisement

Event Venue & Nearby Stays

Rangamati Kaptai Lake, ভুইয়ান ইলেকট্রনিক্স, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh

Icon
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.

Ask AI if this event suits you:

More Events in Dhaka

Hey friends
Thu, 01 Jan at 04:00 pm Hey friends

InterContinental Dhaka

Tsc \ud83d\ude07
Thu, 01 Jan at 05:00 pm Tsc 😇

TSC, University of Dhaka

Chinese Language Orientation
Thu, 01 Jan at 05:00 pm Chinese Language Orientation

৩৪ নং পশ্চিম নাখালপাড়া,তেজগাঁও, ঢাকা-১২১৫, Dhaka, Dhaka Division, Bangladesh

\u0995\u0995\u09cd\u09b8\u09ac\u09be\u099c\u09be\u09b0 (\u09e9\u09e6)
Thu, 01 Jan at 05:30 pm কক্সবাজার (৩০)

Cox's Bazar-কক্সবাজার

Exclusive Saint Martin Tour with AGB (Full Moon)
Thu, 01 Jan at 07:30 pm Exclusive Saint Martin Tour with AGB (Full Moon)

Saint Martin-সেন্টমার্টিন Teknaf Bangladesh

To Let
Fri, 02 Jan at 12:00 am To Let

Azimpur Colony

Get Together-Buffet Dinner at Dhanmondi, Dhaka
Fri, 02 Jan at 12:00 am Get Together-Buffet Dinner at Dhanmondi, Dhaka

Ambrosia Infinity Lounge

Win 30,000 Taka at Hyper Ninja Warrior Competition!
Fri, 02 Jan at 03:00 am Win 30,000 Taka at Hyper Ninja Warrior Competition!

Wonderland Amusement Park

Narayanganj 10K Run 2026
Fri, 02 Jan at 05:30 am Narayanganj 10K Run 2026

১০ পাইপ,জালকুড়ি

Radiant GO - Half Marathon for Wellness & Fitness
Fri, 02 Jan at 06:00 am Radiant GO - Half Marathon for Wellness & Fitness

Hatirjheel

Barefoot Trail Wild Walk - \u09b8\u09c1\u09b8\u09cd\u09a5 \u09a6\u09c7\u09b9 \u09ab\u09c1\u09b0\u09ab\u09c1\u09b0\u09c7 \u09ae\u09a8
Fri, 02 Jan at 06:00 am Barefoot Trail Wild Walk - সুস্থ দেহ ফুরফুরে মন

National Botanical Garden - জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুর, ঢাকা

Dhaka is Happening!

Never miss your favorite happenings again!

Explore Dhaka Events