Advertisement
🚵🏻♂ এসডিসি বাইক প্যাকিং থ্রাষ্ট রাইড টু মেরিন ড্রাইভ (টেকনাফ-কক্মবাজার)🛣️🖐️👉 ৩রাত - ২দিন, ঢাকা- টেকনাফ- কক্মবাজার- ঢাকা
(বাসে যাওয়া- আসা)
📝বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারী ২০২৫ইং।
📢🇧🇩মিটিং পয়েন্ট :- সায়েদাবাদ হুজুরের বাড়ীর গেট।
🕕মিটিং টাইম : সন্ধা ০৬:০০ মিনিট
🕕বাসে যাত্রা শুরু : রাত ০৭:৩০ মিনিট
🚧 ২ দিনে রাইড এর পরিসীমা : ১১০+ কিমি।
🚏গন্তব্যঃ টেকনাফ - কক্মবাজার - রামু।
🕙🚍 ১৬ই জানুয়ারী, ২০২৫ বৃহস্পতিবার, রাত ০৭:৩০ টায় বাস ছেড়ে ১৭ই জানুয়ারী ২০২৫, শুক্রবার সকাল ০৬:০০টার দিকে টেকনাফ জিরো পয়েন্টের আশপাশে নামবো, সবার সাইকেল রেডি করে গ্রুপ ছবি তুলে সুবিদাজনক স্থানে নাস্তা করবো, তারপর টেকনাফ থেকে মেরিন ড্রাইভের রাস্তা ধরে ১ম দিনের রাইড শুরু (প্রায় ৭৫কিমি)।
🛣️🚲 টেকনাফ থেকে রাইড শুরু কক্মবাজারের উদ্দেশ্যে।
🔰👉উক্ত রুটে ডানে পাহাড় বামে সমুদ্র। এবং সুন্দর প্লেসে সবাই মিলে ছবি তুলবো।
🔰👉 পুরো মেরিন ড্রাইভ সাইক্লিং করার সময় যেখানে সুন্দর স্পট চোখে পড়বে সেখানেই যাত্রা বিরতি হবে।
🔰👉 দুপুরের খাবারের বিরতি হবে পাটুয়ার টেকের আশপাশে বা সুবিদাজনক স্থানে।
✅🏢 বিকেলে বা সন্ধায় কক্মবাজার পৌছে সবাই হোটেলে চেক-ইন করে গোসল করে, কিছুক্ষন বিশ্রাম নিয়ে রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একসাথে সি-বিচে যাবো, সমুদ্রের গর্জন একসাথে উপভোগ করবো, সবাই মিলে সি-বিচে গানের আড্ডা দিবো।
✅🚲⛰️ ২য় দিন, শনিবার ১৮ই জানুয়ারি ২০২৫, সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই নাস্তা করে হোটেল চেক-আউট করে কক্মবাজারের আশপাশে যে কোন একটা স্পট এক্মপ্লোর করবো/ কেউ চাইলে নিজের মত করেও ঘুরতে পারেন। দুপুরের দিকে সবাই মিলে একসাথে সমুদ্রের পানিতে ঝাপাঝাপি করবো, তারপর গোসল করে সবাই দুপুরের খাবার খেয়ে বার্মিজ মার্কেট বা আপশাশে গুরতে পারেন। সন্ধার পর সবাই মিলে কক্মবাজার আইকনিক রেল ষ্টেশন এক্মপ্লোর করতে যাবো। 👉(পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর ২য় দিনের প্লান পরিবর্তনও হতে পারে)।
🚲🚲👉সন্ধার নাস্তা করে আমরা আবার সাইকেল প্যাক করে রাত ০৮:০০ টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিব।
✅🔰ইভেন্ট ফি (খাওয়া খরচ বাদে ২৫৫০৳ (যাওয়া-আসার রিজার্ভ বাস ভাড়া+কক্মবাজারে হোটেল ভাড়া)
✅🔰উক্ত ইভেন্টে আপনার যাত্রা নিশ্চিত করতে বুকিং করুন।
➡️🖐️বুকিং ক্যাপাসিটি 👉৩৮জন।
♻️বুকিং কনফার্ম করতে ১৫৩০৳ (এক হাজার পাঁচশত ত্রিশ টাকা) {অফেরতযোগ্য} সেন্ড মানি করুন নিচের বিকাশ/ নগদ নাম্বারে।
📌📝 বুকিং করার শেষ সময়: ১০ই জানুয়ারি ২০২৫ইং।
🪪✅ARIF 📲01715458006 (Bkash/ Nogod Personal)
☝🏻☝🏻 অবশ্যই অতিরিক্ত টিউব রাখতে হবে (বাধ্যতামুলক), প্যাচকিট নিয়ে নিবেন (যদি থাকে)।
🙏🏻 👉👉বিঃ দ্রঃ
👨🏻🏫 অবশ্যই আপনার সাইকেলটি ১০০% ঠিক থাকতে হবে, চেইন লুব করা, চাকায় সঠিক পরিমাপে হাওয়া দেয়া থাকতে হবে এবং রাইডের আগে প্রয়োজনীয় সার্ভিসিং করে রাখবেন
🖐👉☝️ প্রতিকুল পরিবেশ এবং আবহাওয়ার কারনে রাইডটির ধরন পরিবর্তন হতে পারে।
----------------------------------
🦸🏻♂ রাইড পরিচালনায় থাকবেন
📲Arifur Rahman- 01715458006
📲Dipta Chakrabarty- 01685880542
📲Al Mahmud Tusher - 01620604215
📲Mahid Ahmed Tonmoy - 01745288881
📲Athai Rahman 01760-017082
📲Ohahid Ahammed Shihab 01913257988
📲Ashraful 880 1721-091726
📲Jubaer Hossain 01759775388
⛔ ১৮ বছরের কম বয়সী দের অভিভাবকদের অনুমতি নিয়ে আসার অনুরোধ রইলো।
💥সতর্কবাণী:
আমি এই ইভেন্টের ধরণ বুঝেছি এবং নিয়মাবলী পড়েছি। আমি একমত যে, আমি নিজদায়িত্বে ইভেন্টে অংশগ্রহণ করছি এবং নিজের নিরাপত্তা ও কার্যকর্মের সব দায় দায়িত্ব আমি নিজে নিচ্ছি। যে কোন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনার জন্য South Dhaka Cyclists -এর এডমিন, মডারেটর বা সদস্যদের দায়ী করবোনা বা তারা দায়ী নয়।
Advertisement
Event Venue & Nearby Stays
সায়েদাবাদ বাস টার্মিনাল, ঢাকা, সৈকত পরিবহন, ঢাকা, বাংলাদেশ,Dhaka, Bangladesh