এম ভি দা এক্সপ্লোরার-এ সুন্দরবন ভ্রমন

Fri Nov 29 2024 at 12:00 am to Sun Dec 01 2024 at 08:00 pm UTC+06:00

Jail Khana Ghat, Rupsha River, Khulna | Khulna

GoZayaan
Publisher/HostGoZayaan
\u098f\u09ae \u09ad\u09bf \u09a6\u09be \u098f\u0995\u09cd\u09b8\u09aa\u09cd\u09b2\u09cb\u09b0\u09be\u09b0-\u098f \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a8
Advertisement
ভ্রমণ বিস্তারিতঃ
ভ্রমণের স্থানঃ আন্দার মানিক ইকো ট্যুরিজম, কটকা অফিস পার, টাইগার টিলা, কটকা ওয়াচ টাওয়ার, টাইগার পয়েন্ট, জামতলা সী বীচ, কচিখালি, ডিমের চর ও করমজল।
১ম দিনঃ সকাল ৭:৩০ এ খুলনার জেলখানা ঘাট থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে শীপে নিয়ে যাবে। রূপসা এবং পশুর নদী ধরে খুলনা শিপইয়ার্ড, রূপসা ব্রিজ, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মংলা বন্দর পাশে রেখে আমাদের শীপ চলবে আন্ধারমানিক উদ্দেশ্যে। দুপুরের খাবার খেয়ে আন্ধারমানিকের নির্ধারিত ফুট ট্রেইল ধরে ঘুরে বেরাবো। মিষ্টি পানির পুকুর পার হয়ে ঢুকবো গভীর বনে। দু, পাশে থাকবে ঘন শ্বাসমূল যুক্ত ম্যানগ্রোভ উদ্ভিদ। সুন্দরী, গোলপাতা, গেওয়া গাছ এই বনে বেশী। প্রচুর হরিণের পায়েরছাপ এবং নিশ্চুপ থাকলে হরিণের পাল দেখা যাবে। কাকড়ার পাল ছুটে লুকাবে আপনার চলার শব্দে।প্রায় ১ মাইল ট্রেইল ঘুরে পুকুরের উপর নির্মিত কাঠের রেষ্ট হাউজে বিশ্রাম নিয়ে শীপে ফিরে আসবো। শীপে ফিরে বিকালের নাস্তা খাবো। শীপ চলবে সাগরের মোহনায় অবস্থিত "কটকা অভয়ারণ্যে।
২য় দিনঃ খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং এবং চুপ থেকে বনের নিস্তব্ধতা উপভোগ করবো। সেখান থেকে টাইগার ট্রি'র ঝোপ, হরিণের বিচরণের জামতলা ওয়াচ টাওয়ার এবং গভীর বন পেরিয়ে আড়াই কিলো দূরের বাদামতলা সী বীচে যাবো। উপভোগ করবো বাংলাদেশর দুই গর্ব "সুন্দরবন" এবং "বঙ্গপোসাগর" এর মিলন স্থান। এরপর যাবো টাইগার টিলার (অফিস পাড়) উদ্দেশ্যে। কাঁদা, শ্বাস মূল আর ভয়ংকর গড়ান বন পেরিয়ে টাইগার টিলার অবস্থান। যাওয়ার পথে খুব কাছ থেকে হরিণের পাল দেখা যাবে। এরপর শীপে ফিরে সকালের নাস্তা। শীপ যাবে কচিখালী উদ্দেশ্যে। কচিখালীর গা ছমছমে ছন বনের ভিতর দিয়ে হাটবো। হরিণের পাল মাথা উচু করে আপনাকে দেখেই ছুটে পালাবে এবং আপনি বুঝবেন কেনো এখানকে বাঘের ডাইনিং বলা হয়। ছমছমে ভাব নিয়েই ফিরবো শীপে। তারপর যাবো ডিমের চর, মনোরম সুন্দর সী বীচে থাকবো সন্ধার পর পর্যন্ত।
তারপর ফিরবো শীপে।
৩য় দিনঃ খুব সকালে ঘুম থেকে উঠে দেশী নৌকায় ক্যানেল ক্রুজিং করতে করতে করমজল ভ্রমণ। করমজলে নোনা পানির বাংলাদেশের একমাত্র কুমির প্রজনন কেন্দ্র। ছোট বড়ি কুমির, বিলুপ্ত প্রায় প্রজাতির কচ্ছপ, বানরের পালের বাদরামি এবং হরিণকে হাত থেকে ঘাস খাইয়ে শীপে ফিরে খুলনা উদ্দেশ্যে যাত্রা করবো।
প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্তঃ
- শিপে ২/৩/৪ জন শেয়ার বেসিস কেবিন।
- তিন দিনের সকল প্রকার খাবার
- ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন।
- ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং।
- ট্যুরের শেষ রাতে বার-বি-কিউ ডিনার।
- ২৪ ঘন্টা রুম সার্ভিস।
- ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি।
- নিরাপত্তার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে অস্ত্রধারী গার্ড।
- অভিজ্ঞ ট্যুর গাইড।
- অভিজ্ঞ বাবুর্চি ও সার্ভিস বয়,
- অভিজ্ঞ ক্রু।
প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত নয়ঃ
- লোকাল ট্রান্সপোর্ট
- সকল প্রকার ব্যাক্তিগত খরচ
- পারর্সোনাল মেডিসিন
- সফট ড্রিংস
- ক্যামেরা এন্ট্রি ফি
বিস্তারিত যোগাযোগ :
Tour expert, GoZayaan
+8801329-691490
Advertisement

Event Venue & Nearby Stays

Jail Khana Ghat, Rupsha River, Khulna, Bangladesh

Sharing is Caring:

More Events in Khulna

\u09e9 \u09a6\u09bf\u09a8\u09c7\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8\u09c7 (\u09e8\u09ef-\u09e9\u09e6-\u09e6\u09e7 \u09a1\u09bf\u09b8\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0)
Fri Nov 29 2024 at 07:00 am ৩ দিনের ছুটিতে সুন্দরবনে (২৯-৩০-০১ ডিসেম্বর)

56, Rupsha Strand Road, Khulna Sadar,, Khulna, Khulna Division, Bangladesh

Inter-Discipline Quiz Competition \u201924
Fri Nov 29 2024 at 03:00 pm Inter-Discipline Quiz Competition ’24

Khulna University

\u09b6\u09c1\u09ad \u09ac\u09bf\u099c\u09df\u09be \u09a6\u09b6\u09ae\u09c0\u2764\ufe0f\ud83d\ude2d
Sat Nov 30 2024 at 09:00 am শুভ বিজয়া দশমী❤️😭

Khulna City - খুলনা শহর

\u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09a5\u09ae \u09aa\u09cd\u09b0\u09b9\u09b0\u09c7 \u0997\u09b9\u09c0\u09a8 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8\u09c7\u0964
Fri Dec 06 2024 at 07:00 am শীতের প্রথম প্রহরে গহীন সুন্দরবনে।

211 Khanjahan Ali Road, Khulna- 9100 Dhurobo Center (2nd Floor), Khulna, Khulna Division, Bangladesh

\u09af\u09b6\u09cb\u09b0 \u0993 \u09a8\u09dc\u09be\u0987\u09b2 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Fri Dec 06 2024 at 07:00 am যশোর ও নড়াইল ট্যুর

গদখালী ফুলের বাগান, ঝিকরগাছা, যশোর

Khulna is Happening!

Never miss your favorite happenings again!

Explore Khulna Events