এবারের ভ্রমণ… চলো যাই সুন্দরবন 🙂

Fri Dec 06 2024 at 07:30 am to Sun Dec 08 2024 at 05:00 pm UTC+06:00

Sundarban - সুন্দরবন | Khulna

\u098f\u09ac\u09be\u09b0\u09c7\u09b0 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u2026 \u099a\u09b2\u09cb \u09af\u09be\u0987 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \ud83d\ude42
Advertisement
আসসালামু আলাইকুম।
আশা করি ভালো আছো বন্ধুরা।
শ্যামল সবুজে ভরা অপরূপ সুন্দর আমাদের দেশের উল্লেখযোগ্য প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম প্রধান আকর্ষণ ‘সুন্দরবন’।
চট্টগ্রামের প্রকৃতিপ্রেমী কিছু বন্ধুদের ইচ্ছায় ৫ই ডিসেম্বর রাতে চট্টগ্রাম থেকে রওনা করে খুলনা হয়ে ৬, ৭ ও ৮ই ডিসেম্বর সুন্দরবনের উদ্দেশ্যে একটি আনন্দ ভ্রমণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই সফর শুধুমাত্র এসএসসি ৯৭ ব্যাচের ছেলে বন্ধুদের জন্য প্রযোজ্য। সীমিত পরিসরের এই সফরে মাত্র ৪৫ জন বন্ধু অংশগ্রহণ করতে পারবে।
তিন দিন দুই রাত আমরা ‘এমভি সান ওয়ে’ নামে একটি শীতাতপ নিয়ন্ত্রিত জাহাজে করে বঙ্গোপসাগরের বুক চিরে সুন্দরবনের আনাচে-কানাচে ৭টি দর্শনীয় স্থান ঘুরে বেড়াবো। উপহার থাকবে। বিভিন্ন বিনোদনমূলক ইভেন্ট থাকবে। জম্পেশ খাবারদাবারেও ঐতিহ্য ও আঞ্চলিকতার ছোঁয়া থাকবে।
সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। ১৯৯৭ সালের ৬ই ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। আনন্দের বিষয় হলো আমাদের ভ্রমণের দিনেই এই বিশেষ দিনটির ২৬ বছর পূর্ণ হবে।
বিচিত্র জীববৈচিত্র্যের আধার এই বন ২৯০ প্রজাতির পাখি, ১২০টি প্রজাতির মাছ, ৪২টি প্রজাতির স্তন্যপায়ী, ৩৫টি প্রজাতির সরীসৃপ এবং ৮টি উভচর সহ ৪৫৯টি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান।
সুন্দরবন আমাদের সম্পদ। আমাদের গৌরব।
রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২০শে নভেম্বর।
এই আনন্দ ভ্রমণ স্মরণীয় করে রাখার জন্যে প্রাণপণ চেষ্টা করবো আমরা। পরবর্তীতে আরো বড় পরিসরে আমাদের পরিবার সহ এমন আয়োজন করার ইচ্ছা আছে। ইনশা আল্লাহ্।
দ্রুত রেজিস্ট্রেশন সেরে ফেলো বন্ধুরা।
দেখা হোক। আড্ডা হোক। জীবনের খাতায় লেখা হোক কিছু অবিস্মরণীয় মুহূর্ত…❤️
Advertisement

Event Venue & Nearby Stays

Sundarban - সুন্দরবন, Koromjal ,Mongla,Khulna, Bangladesh

Sharing is Caring:

More Events in Khulna

\u09b6\u09c0\u09a4\u09c7\u09b0 \u09aa\u09cd\u09b0\u09a5\u09ae \u09aa\u09cd\u09b0\u09b9\u09b0\u09c7 \u0997\u09b9\u09c0\u09a8 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8\u09c7\u0964
Fri Dec 06 2024 at 07:00 am শীতের প্রথম প্রহরে গহীন সুন্দরবনে।

211 Khanjahan Ali Road, Khulna- 9100 Dhurobo Center (2nd Floor), Khulna, Khulna Division, Bangladesh

\u09af\u09b6\u09cb\u09b0 \u0993 \u09a8\u09dc\u09be\u0987\u09b2 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Fri Dec 06 2024 at 07:00 am যশোর ও নড়াইল ট্যুর

গদখালী ফুলের বাগান, ঝিকরগাছা, যশোর

Jumma Mubarak
Sat Dec 07 2024 at 12:00 am Jumma Mubarak

Jessore, Khulna Division, Bangladesh

\u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u09c7 \u0998\u09c1\u09ae\u0995\u09cd\u0995\u09b0 \ud83c\udf33
Fri Dec 13 2024 at 07:00 am সুন্দরবন ভ্রমণে ঘুমক্কর 🌳

Sundarban - সুন্দরবন

Energy-Fest 1.0
Fri Dec 13 2024 at 09:00 am Energy-Fest 1.0

Khulna University of Engineering & Technology - KUET

\u09a1\u09bf\u09b8\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0\u09c7 \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u09b8\u09cd\u09aa\u09c7\u09b6\u09be\u09b2 \u099f\u09cd\u09af\u09c1\u09b0
Mon Dec 16 2024 at 06:00 am ডিসেম্বরে সুন্দরবন স্পেশাল ট্যুর

Sundarban - সুন্দরবন

\u09e7\u09ec-\u09e7\u09ed-\u09e7\u09ee\u0987 \u09a1\u09bf\u09b8\u09c7\u09ae\u09cd\u09ac\u09b0 \u09e8\u09e6\u09e8\u09ea, \u09b8\u09c1\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09a8 \u098f\u0995\u09cd\u09b8\u0995\u09cd\u09b2\u09c1\u09b8\u09bf\u09ad\u0964
Mon Dec 16 2024 at 07:00 am ১৬-১৭-১৮ই ডিসেম্বর ২০২৪, সুন্দরবন এক্সক্লুসিভ।

211 Khanjahan Ali Road, Khulna- 9100 Dhurobo Center (2nd Floor), Khulna, Khulna Division, Bangladesh

Khulna is Happening!

Never miss your favorite happenings again!

Explore Khulna Events