Advertisement
ইভেন্ট ফি ৩৫০০টাকা- ২১ নভেম্বর ,২০২৪, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা
-২২ নভেম্বর,২০২৪, শুক্রবার লেগুনায় করে লালাখাল, ডিবির হাওড়, জাফলং এ যাওয়া। স্পটে নৌকা দিয়ে ঘোরা। রাতে ডিনার করে বাসে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা
-২৩ নভেম্বর, ২০২৪, শনিবার ভোরে ঢাকা থাকা
-তিন বেলা খাবার
-লোকাল ট্রান্সপোর্ট খরচ
-চেয়ারকোচ বাস
-কনফার্ম করতে কল করুন 01859999976 নম্বরে
Host- Shohanur Rahman Shams (01859999976)
"এই ইভেন্টটি Group De Madventurers (GDM) এর একটি অফিসিয়াল ইভেন্ট। সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।"
আমাদের গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/GroupDeMadventurers/
আমাদের পেজ লিঙ্কঃ https://www.facebook.com/GroupDeMadventurers/
ডিবির হাওড়
ডিবির হাওর বা শাপলার লেক জৈন্তাপুর উপজেলায়, সিলেটে অবস্থিত একটি হাওর। এটি “লাল শাপলার বিল” নামে ও পরিচিত। এখানে রয়েছে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল ও কেন্দ্রীবিল। এই চারটি বিলকে একত্রে লাল শাপলার বিল বলা হয়ে থাকে, চারটি সংযুক্ত বিলের আয়তন ৯০০ একর বা ৩.৬৪ বর্গকিমিঃ। প্রাকৃতিক ভাবে এইখানে লাল শাপলার জন্ম।
লালাখাল
ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। লালাখালের পানি নীল। মুলতঃ জৈন্তিয়া পাহাড় থেকে আসা প্রবহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারনেই এই নদীর পানির রঙ এরকম দেখায়। লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে।
✤✤ বুকিং সিস্টেমঃ
যারা যেতে আগ্রহী তারা ২০৪০/- টাকা (অফেরতযোগ্য) বিকাশের মাধ্যমে প্রদান করে আসন কনফার্ম করবেন। টাকা বিকাশ করে ইভেন্টে কমেন্ট করে অথবা ফোন করে জানাতে হবে। কেউ ইচ্ছে করলে ঢাকায় সরাসরি দেখা করেও টাকা দিতে পারেন।
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤ বিকাশ নম্বর সমূহঃ
সোহান - 01859999976
শরীফ - 01674948668
চিন্ময় সাহা - 01834838592
✤✤ নগদ নম্বর সমূহঃ
সোহান - 01859999976
চিন্ময় সাহা - 01834838592
✤✤ রকেট নম্বর সমূহঃ
⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆⋆
✤✤ যা যা থাকছে এর মধ্যেঃ
➡️ ঢাকা -সিলেট- ঢাকা নন এ/সি বাস এর টিকেট।
➡️ লেগুনা খরচ
➡️ লোকাল সাইড সিনের সকল খরচ ।
➡️ ৩বেলা খাওয়া।
✤✤ যা যা থাকছে নাঃ
✦ যে কোন ব্যক্তিগত খরচ।
✦যে কোন ব্যাক্তিগত ঔষধ।
✤✤ যা সাথে নেওয়া উচিত এবং নিতে হবেঃ
✦ ১দিনের প্রয়োজনীয় পর্যাপ্ত কাপড় রাখুন।
✦ শীতের কাপড় নিতে হবে।
✦ অবশ্যই ট্রেকিং স্যান্ডেল।
✦ সানগ্লাস, হ্যাট/ক্যাপ/ছাতা ও ক্যামেরা।
✦ যারা ত্বক সচেতন তারা সানস্ক্রিন নিতে পারেন।
✦ ক্যামেরা, গামছা,ক্যাপ,পাওয়ার ব্যাংক, টিস্যু ইত্যাদি নিতে পারেন।
✦ পলিথিন নিয়ে নিবেন ভেজা কাপড় রাখার জন্য।
✦ লালাখালে আমরা গোসল করবো, তাই সবাই একসেট এক্সট্রা কাপড় নিয়ে নিবেন।
✤✤ যা অবশ্যই মনে রাখা দরকারঃ
✦ যারা সাঁতার জানেন না তদেরকে অবশ্যই নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট পড়ে পানিতে নামতে হবে।
✦ ভ্রমনকালীন সময়ে যেকোনো সমস্যায় টিম লিডারের নির্দেশনা মেনে চলতে হবে।
✦ ভ্রমনকালীন সময়ে পারষ্পরিক সহযোগিতার বিষয়টি মাথায় রাখতে হবে।
✦ শালীনতার মধ্যে থেকে আমরা ট্যুরটি সর্বোচ্চ উপভোগ করবো। অশালীন কিছু কোনভাবেই সহ্য করা হবে না। অশালীন আচরণকারীকে তৎক্ষণাৎ গ্রুপ থেকে বের করে দেয়া হবে।
✦ আমাদের ট্যুরে মাদকদ্রব্য বহন ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ।
✦ আপনার আচরন যাতে কোনোভাবে অন্য গ্রুপ মেম্বারদের বিরক্তির কারন না হয় সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
✦ একজন ট্রাভেলার হিসেবে পরিচ্ছন্নতার বিষয়টি খেয়াল রাখতে হবে। অপচনশীল কিছু ফেলে পরিবেশের ক্ষতি করা যাবে না।
✦ স্থানীয় অধিবাসীদের সাথে খারাপ আচরণ করা যাবে না।
✦ প্রয়োজনের তাগিদে যেকোন সময়ে ট্যুর প্ল্যান চেঞ্জ করতে হতে পারে।
✦ সবচেয়ে জরুরি বিষয় আপনার একটি সুন্দর পরিচ্ছন্ন ভ্রমণপিপাসু মন থাকতে হবে। একমাত্র একটি ভ্রমণপিপাসু মনই আপনাকে ট্যুরটি সর্বোচ্চ উপভোগ করতে সহয়তা করতে পারে।
➡️ যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ
শরীফ (01674 948668)
জাহিদ 01640474467
মুশফিক 01956727240
পলাশ (01673898407)
চিন্ময় সাহা (01515295330)
#Group_De_Madventurers_GDM
#a_Walk_to_Nature
Advertisement
Event Venue & Nearby Stays
Sylhet City, Sylhet, Bangladesh