Advertisement
সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল।জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত। এখানে রয়েছে প্রায় ৩৫০ প্রজাতির উদ্ভিদ, ১২০ প্রজাতির মাছ, ২৭০ প্রাজাতির পাখি, ৪২ প্রজাতির স্তন্যপায়ী, ৩৫ সরীসৃপ এবং ৮ টি উভচর প্রাণী। সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায়। শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়।
❑ ভ্রমণ স্থান/যা যা দেখবো।
> মোংলা ঘাট।
> করমজল জাতীয় উদ্যান ।
> বনবাস রিসোর্টে রাত্রী যাপন।
> সুন্দরবনে খালে বোট জার্নি।
> বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ (বাগেরহাট)
📌 ইভেন্ট ফি
ঢাকা টু ঢাকা = ৫০০০৳ টাকা (শেয়ারিং ৪/৬ রুম)
মোংলা টু মোংলা = ৪০০০৳ টাকা। (শেয়ারিং ৪/৬ রুম।
কাপল ১ জনে ৬০০০ টাকা করে ২ জনে ১২০০০ টাকা
❑ আসন সংখ্যা - ১২জন (ছেলে ১০ - মেয়ে ৬)
২ জোড়া কপাল
❑ ট্যুর ইনফরমেশন :
• যাত্রা শুরু : ১ এপ্রিল ২০২৫ইং ]
[রাত ১১:০০ টায় ঢাকা এবং মোংলা ভোর ৫ টায়]
• যাত্রা শেষ : [ ৩ এপ্রিল ২০২৫ইং ]
📌 বুকিং করার শেষ সময় ২৫ রোজা তারিখ রাত পর্যন্ত
📌এই ট্যুর পুরো রিলাক্স, সো নিরদ্বিধায় বুকিং করুন।
❑ যারা যাবেন কিনা সিউর না, তারা Interested এ ক্লিক করুন। আর যারা সিউর যাবেন Going এ ক্লিক করুন এবং আমাদের ইভেন্টটি শেয়ার করুন।
# বাস এর সিট কনফার্মেশন এর উপর ভিত্তি করে দেওয়া হবে। আগে কনফার্ম করলে আগে পাবেন।
❑ বুকিং দেওয়ার সিস্টেমঃ
নাম্বারে ২০৪০টাকা বিকাশ করলেই করে আপনার ট্যুর বুকিং কনফার্ম করে ফেলুন! [ বুকিংমানি অফেরতযোগ্য
Adverse payment Details :
বিকাশ এবং নগদ নাম্বার :
01569-119005 ( বিকাশ )
01643094318 ( মাহবুব )
বিকাশ/রকেট/নগদ করেই সাথে সাথে উপরের নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction ID দিয়ে এডমিন অথবা মডারেটরের ইনবক্সে নক করবেন।
জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী!
❑ যা যা থাকছে এর মধ্যেঃ
>ঢাকা টু মোংলা আপ ডাউন বাস ভাড়া (ননএসি)
> রিজার্ভ ট্রলার
> গাইড সেবা
> ৫ ভেলা খাবার।
> বনবাস রিসোর্ট থাকা খরচ
> সকল প্রকার এন্ট্রি ফি।
> অভিজ্ঞ হোস্ট
> ট্যুর সংক্রাম যাবতীয় খরচ।
❑ যা যা থাকছেনা :
> যাত্রা বিরতিতে খাবার খরচ
> ব্যাক্তিগত খরচ
> রিসোর্ট নাস্তা বা অতিরিক্ত কিছুর খরচ।
> ইভেন্টে উল্লেখ নেই এমন কোন খরচ
> মেডিসিন খরচ।।
📌 ট্যুর প্ল্যান এবং ইনফরমেশন
❑ যাত্রা দিনঃ ১ এপ্রিল তারিখ , বৃহস্পতিবার রাত ১১ টায় সায়দাবাদ থেকে
রওনা এবং ২ এপ্রিল তারিখ ভোর ৫টায় মোংলা থাকবো আমরা।
❑ ১ম দিনঃ
মোংলা ঘাটে নেমেই নাস্তার পর্ব সেরে ফেলবো, নাস্তা করে চলে যাবো রিজার্ভ
করা বোট দিয়ে নদীর বিশালতা দেখতে দেখতে চলে যাবো করমজল জাতীয় উদ্যান, যা কিনা বাংলাদেশ অন্যতম সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সেখানে ২ ঘন্টার ঘুরাফেরা করে দিয়ে আমরা আবার বোটে করে চলে যাবো, প্রিয়
সুন্দরবনের খাল রাইডিং করতে, খালের মাঝ দিয়ে ঘুরতে ঘুরতে সেরে ফেলবো বোটেই দুপুরের খাবার, সুন্দর খালের মাছ ভিন্ন রকমের, তারপর
যাবো আমাদের রাত্রী কাটানোর জন্য বমবাস ইকো রিসোর্ট।
দুপুর ঠিক ১২ টায় রিসোর্টে চেক ইন করে, বিকাল টা খালের বয়ে চলা পানি আর রিসোর্টের সৌন্দর্য দেখে কাটি দিবো। First Day & Night END
❑ ২য়দিনঃ
সকাল সকাল উঠে তীরে বেসে আসা কুমির দেখতে দেখতে দেখতে সকালোর নাস্তা সেরে ফেলবো, শান্ত পরিবেশ খিচুড়ি ভূনা আহা, রিসোর্ট থেকে চেক আউট করো আমরা ঠিক ১১টায় রওনা দিবো।
পরবর্তী গন্তব্য ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ, বাগের হাট এবং খাবো চুইঝালের গোস্তো দিয়ে দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে
ঘোরাঘুরি করে আমরা ঠিক সন্ধ্যা অথবা রাতের বাসেই রওনা দিবো ঢাকার
উদ্দেশ্যে। একটি সুন্দর ট্যুর এবং হাজাট স্মৃতিময় মুহুর্তে নিয়ে ❤️🩹
বিঃদ্রঃ আমাদের ট্যুরে মেয়েদের সেফটির বিষয়টি সর্বাধিক গুরুত্বের সঙ্গে দেখা হয়, তাই কোনো সন্দেহ ছাড়াই আপুরা জয়েন করতে পারবেন।
❑ যা যা মানতে হবেঃ
• ট্যুর চলাকালীন কোন ধরনের মাদকদ্রব্য সেবন করা যাবেনা।
• পারমিশন ছাড়া গ্রুপের মেয়েদের ছবি তুলা যাবেনা।
• গ্রুপের কারো সাথে বাজে ব্যবহার করা যাবেনা।
• স্থানীয়দের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার করা যাবেনা।
ট্যুর সম্পর্কে যে কোন তথ্য জানতে কল করুন।
বিকাশ : 01569-119005
মাহবুব : 01643094318
রাজু: 01609-733982
নাজমুল : 01857-965326
নির্দিষ্ট ইভেন্ট বাদেও যে কোন সময় গ্রুপ ট্যুর ,স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয় ,অফিস ইত্যাদি যে কোন প্রতিষ্ঠানের কর্পোরেট ট্যুরের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ।
বিঃদ্রঃ - আবহাওয়া, প্রাকৃতিক বা এক্সিডেন্টাল কারনে যদি আমাদের আইটিনারির কোন পরিবর্তন ঘটে, এবং তাহার ফলে যদি আলাদা খরচ যুক্ত হয় তবে সবাইকে উক্ত খরচ সমানভাবে বহন করতে হবে ।
আশাকরি আপনি ইভেন্ট টি পড়েছেন এবং সবকিছু জেনেশুনে বুঝে আমাদের সাথে যাবেন
আমাদের গ্রুপ লিংক : https://www.facebook.com/share/g/1F9U96thPv/
Hilltop Trekker পক্ষথেকে ধন্যবাদ প্রিয় ভ্রমন পিপাসু ❤️
Advertisement
Event Venue & Nearby Stays
বনবাস - Banabash Eco Village, Sundarban, West Dhangmari,Mongla, Khulna, Bangladesh