ঈদের ছুটিতে বান্দরবান চিম্বুক -নীলগিরি ভ্রমণ।

Fri Apr 04 2025 at 07:30 am to 09:30 pm

চিম্বুক পাহাড় ও নীলগিরি হিল | Chittagong

Md Faijul
Publisher/HostMd Faijul
\u0988\u09a6\u09c7\u09b0 \u099b\u09c1\u099f\u09bf\u09a4\u09c7 \u09ac\u09be\u09a8\u09cd\u09a6\u09b0\u09ac\u09be\u09a8 \u099a\u09bf\u09ae\u09cd\u09ac\u09c1\u0995 -\u09a8\u09c0\u09b2\u0997\u09bf\u09b0\u09bf \u09ad\u09cd\u09b0\u09ae\u09a3\u0964
Advertisement
?ঈদের ছুটিতে বান্দরবান চিম্বুক-নীলগিরি ডে-ট্রিপ ?
বান্দরবান কে আমরা বাংলাদেশের দার্জিলিং বলে থাকি,প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত সবুজের সমারোহ আর মেঘ ছুঁয়ে দেখার মতো জায়গা হলো নীলগিরি ?
চলুন আগামী শুক্রবার(০৪/০৪/২৫ইং) ঈদের ছুটিতে GoTrip এর সাথে পরিবার/পরিজন নিয়ে ঘুরে আসি বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক- নীলগিরি।
?ট্যুরটি চট্টগ্রাম থেকে শুরু হয়ে সারাদিন বান্দরবান ঘুরে আবার চট্টগ্রাম এসে শেষ হবে ।
✔️যাত্রা শুরু > সকাল ৭.৩০মি (০৪/০৪/২৫ইং)
✔️যাত্রা শেষ > রাত ৯ টা (০৪/০৪/২৫ইং)
✔️স্হান > ওয়াসা মোড় , চট্টগ্রাম ।
?১ দিনের এই ডে- ট্রিপে আমরা উপভোগ করবো>
✔️চিম্বুক পাহাড়
✔️শৈলপ্রপাত
✔️ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট
✔️নীলগিরি
✔️বান্দরবান শহর
?ভ্রমন বিস্তারিত :
সকাল ৭টা ৩০মিনিটে চট্টগ্রাম ওয়াসা মোড় থেকে বান্দরবান এর উদ্দেশ্যে রওনা দিবো।বান্দরবান শহরে পৌঁছে ফ্রেশ হয়ে আমরা জীপ/চাঁদের গাড়ি করে নীলগিরির উদ্দেশ্যে যাত্রা আরম্ভ করবো।চিম্বুক
পাহাড়,ডাবল হ্যান্ড ভিউপয়েন্ট,সাংগুনদী,মিলনছড়ি,শৈলপ্রপাত,
নীলগিরি এই সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখে সন্ধ্যার আগে বান্দরবান শহরে চলে আসবো ইনশাআল্লাহ। সন্ধ্যার আগে চট্টগ্রামের পথে রওনা হয়ে যাবো আশা করি রাত ৯টার মধ্যে চট্টগ্রাম শহর এসে পৌছাবো ।
?খরচ :
❗️জনপ্রতি = ২১৫০/টাকা
❗️বাচ্চা (০-৩বছর ) = ফ্রি ( বাবা মায়ের সাথে সিট+খাবার শেয়ার করবে )
❗️বাচ্চা ( ৩-৭বছর) = ১৭০০/টাকা
❗️যা যা থাকছে এই খরচে >
সকালের নাস্তা + দুপুরের খাবার + বিকেলে নাস্তা+মিনারেল পানি +/এসি মাইক্রো/বাস + রিজার্ভ জীপ+ অভিঙ্গ গাইডিং + সকল স্পটের এন্ট্রি ফি+পার্কিং
⭕আসন কনফার্ম করার জন্য বুকিং মানি হিসেবে (১০০০+২০ চার্জ)=১০২০/-টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে আপনার আসন কনফার্ম করতে হবে।
?যেকোনো ধরনের
✔️কর্পোরেট
✔️ফ্যামিলি কাস্টমাইজড
✔️ স্টুডেন্ট ট্যুরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্পেশাল রেট দেয়া হবে ॥

☎️ +8801711307242
( WhatsApp Available)
Happy Travelling ?
Advertisement

Event Venue & Nearby Stays

চিম্বুক পাহাড় ও নীলগিরি হিল, Bandarban, Chittagong, Bangladesh

Sharing is Caring: