Advertisement
🇲🇾🇹🇭 ঈদের ছুটিতে থাইল্যান্ড মালয়েশিয়া গ্রুপ ট্যুর 🇲🇾🇹🇭🌄 ৯ দিন ৮ রাত ট্যুর প্যাকেজ 🌄
✈️ যাত্রা শুরু: ০২ এপ্রিল ২০২৫ ইং
✈️ যাত্রা শেষ: ১১ এপ্রিল ২০২৫ ইং
💰 ট্যুর প্যাকেজঃ ৪৮,৫০০/- টাকা জনপ্রতি
💰 কাপল প্যাকেজঃ ৫৪৫০০/- টাকা জনপ্রতি
⭐⭐☎️ যোগাযোগ ☎️ ⭐⭐
📞 01756699516 Call or WhatsApp
📞 01862729009 Call or WhatsApp
💬✈️ ট্যুর আইটেনারি 💬✈️
🌅 ১ম দিনঃ 🇧🇩 🇲🇾
ঢাকা থেকে রাত ১০ টার মালয়েশিয়ার উদ্দেশ্য যাত্রা। ফ্লাইটের সময়ের কমপক্ষে ৩ ঘন্টা আগে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে। ভোরে কুয়ালালামপুর পৌছাবো। তারপর সকাল ৯ টায় ফ্লাইট, ১১ টায় লাংকাউই পৌছে হোটেলে উঠবো । বিকালে সমুদ্রে সাতার কাটবো ও আশেপাশে নিজেরদের মতন করে ঘুরবো।
🌅 ২য় দিনঃ 🇲🇾
সকালে ঘুম থেকে উঠে লাংকাউই সিটি ট্যুরের উদ্দেশ্যে বের হবো।
🌅 ৩য় দিনঃ 🇲🇾
সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিবো। দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর পৌছাবো। বিকালে ও রাতে নিজেদের মতন করে আশেপাশে ঘুরে দেখবো।
🌅 ৪র্থ দিন: 🇲🇾
সকালে ঘুম থেকে উঠে আমরা রওনা দিবো মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর সিটি ট্যুরের উদ্দেশ্যে। গ্রেন্টিং হাইল্যান্ড, বাতু কেইভ, কে এল সিসি টুইন টাওয়ার ইত্যাদি সারাদিন ঘুরে রাতে হোটেলে বেক করবো।
🌅 ৫ম দিন: 🇲🇾 🇹🇭
খুব সকালে ঘুম থেকে উঠে সরাসরি এয়াপোর্ট চলে যাবো। আজকে আমরা মালয়েশিয়া থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিবো। দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পৌছে সেখান থেকে পাতায়া চলে যাবো। রাতে নাইটলাইফ উপভোগ করবো।
🌅 ৬ষ্ঠ দিন: 🇹🇭
খুব সকালে ঘুম থেকে উঠে আমরা যাবো পাতায়া কোরাল আইল্যান্ড ঘুরতে যাবো। সারাদিন ঘুরে বিকেলে হোটেলে পৌছাবো। রাতে নিজেদের মতন করে ঘুরবো।
🌅 ৭ম দিন: 🇹🇭
সকালে ঘুম থেকে উঠে আমরা পাতায়া থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিবো। বিকালে ব্যাংককের নাইটলাইফ উপভোগ করবো।
🌅 ৮ম দিন: 🇲🇾 🇹🇭
আজকে সারাদিন ফ্রি ডে ও শপিং ডে। নিজেদের মতন করে শপিং করবো ও আশেপাশে ঘুরে দেখবো।
✅প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ
🔷 থাইল্যান্ডে ৪ রাত ও মালয়েশিয়াতে ৪ রাত স্ট্যান্ডার্ড মানের হোটেলে ৩/৪ জন করে শেয়ার বেসিসে থাকা।
🔷 এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ।
🔷 সাইটসিন করার জন্য নিজস্ব গাড়ি।
🔷 সকল সাইড সিন।
🔷 সকল গাইড ফি।
❌ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নাঃ
♦️ফ্লাইট টিকিট।
♦️থাইল্যান্ড ই-ভিসা খরচ।
♦️ মালয়েশিয়া ই-ভিসা খরচ।
♦️ খাবার
♦️ কোন ধরনের রাইড/এন্ট্রি ফি
✈️📣 টিকিট খরচ হতে পারে আনুমানিক ( ৭০ - ৮০ হাজার টাকার আশেপাশে হবে। টিকিট অবশ্যই বাটিক এয়ারলাইন্সে কাটতে হবে, একটা পিএনআর এ) ✈️📣
*🗂️ ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট 🗂️*
১। পাসপোর্ট(অন্তত ৭ মাস মেয়াদ থাকতে হবে)।
২। ২ কপি ৩৫ মি.মি. x ৪৫ মি.মি. সাইজের কোর্ট টাই পরা সফট কপি ছবি।
৩। ব্যাংক স্টেটমেন্ট (নুন্যতম ৭ মাসের - লাস্ট ব্যালেন্স ৭০-৮০ হাজার টাকা )
৪। ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট (মোট ব্যালেন্স উল্লেখ থাকতে হবে )
৫। পেশার প্রমাণপত্র (ট্রেড লাইসেন্স, NOC, স্টুডেন্ট হলে আইডি ইত্যাদি)
৬। পাসপোর্ট এর ডাটা পেইজের ফটোকপি (ছবির পাতা)
৭। জাতীয় পরিচয়পত্রের কপি
৮। সর্বশেষ থাই ভিসার কপি (যদি থাকে)
৯। ম্যারেজ সার্টিফিকেট (যদি স্বামী স্ত্রী আবেদন করেন)
১০) ভিজিটিং কার্ড।
১১) কোম্পানি প্যাড (ব্যবসায়ী হলে)
🔯 বুকিং করবেন যেভাবেঃ
★ বুকিং মানি ১০,০০০ টাকা ।বুকিং কনফার্ম করার জন্য বিকাশ /নগদ/রকেটের মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
★ (Bkash/Nagad/Rocket) Personal - 01756699516
অথবা
★ নিম্নোক্ত ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন।
★ Bank Name: Islami Bank Bangladesh Limited
Gazipur Sadar Branch
Account Name: Md Sofiqul Islam
Account Number: 20503560201621315
★ Bank Name : Dutch Bangla Bank
Monohardi Branch
Account Name : Md Sofiqul Islam
Account Number : 7017336553031
অথবা সরাসরি অফিসে এসে বুকিং কনফার্ম করুন 👇
🏨Office Address:
🏙️ Travel Host Bangladesh
154, Motijheel, C/A, Dhaka-1000, Beside Bangladesh Water Development Board
#thailand #bangkok #travel #phuket #malaysia #thai #thailandtravel #indonesia #singapore #travelphotography #photography #amazingthailand #asia #chiangmai #love #nature #travelgram #beach #pattaya #krabi #thaifood #kohsamui #photooftheday #instagram #bkk #holiday #travelthailand #instagood #travelblogger
Advertisement
Event Venue & Nearby Stays
Travel Host BD - এডভেঞ্চার ট্যুরিজম, 154,Motijheel B/A,Dhaka -Beside Bangladesh Water Deployment Board,Dhaka, Bangladesh