Advertisement
এটি জোছনাতরী ট্রাভেল গ্রুপের একটি কমার্শিয়াল রিল্যাক্স ট্রিপ।শহুরে জীবন থেকে বেড়িয়ে চলুন ঘুরে আসা যাক প্রকৃতির কাছাকাছি কোথাও থেকে। ভরা বর্ষায় সুন্দরবনের খুব কাছাকাছি বনের গহীনে হবে এবার বনবাস। যারা প্রকৃতির কাছাকাছি কিছু মুহূর্ত কাটাতে চান তাদের জন্য এই ভ্রমণটি।
⏰ ভ্রমণ এর তারিখ এবং সময়কালঃ
৩ এপ্রিল বৃহস্পতিবার রাত ১১ টায়।
ফেরা- ৫ এপ্রিল রাত ১০টায় ঢাকা থাকবো।
ট্যুর ফি-তে যা যা থাকছেঃ 🛖
----------------------
✅ ঢাকা - মংলা - ঢাকা নন-এসি বাসে যাতায়াত খরচ।
✅ মংলা থেকে রিসোর্টে যাওয়া আসার রিজার্ভ বোট খরচ।
✅ ১ রাত রিসোর্টে থাকার খরচ।
✅ দুইদিনে ৫ বেলা খাবার খরচ (১টি বারবিকিউ সহ)
✅ করমজল ভ্রমণ এবং প্রবেশের খরচ।
✅ হোস্ট খরচ।
ট্যুর ফি-তে যা যা থাকছে নাঃ 🛖
-----------------------
✅ ব্যক্তিগত খরচ।
✅ প্ল্যানের বাহিরে কোন খাবার/ঘোরাঘুরির খরচ।
✅ দুর্ঘটনাজনিত বীমা।
✅ বাসের যাত্রা বিরতিতে কোন খাবার। ফেরার দিনের ডিনার।
🔖 ভ্রমণের খরচঃ
- ৬০০০ টাকা (নন-এসি রুম জনপ্রতি - ৪ জন শেয়ারিং রুম)
- ৭০০০ টাকা (নন-এসি রুম জনপ্রতি - কাপল/২ জন শেয়ারিং রুম)
- ৭,৫০০ টাকা (এসি রুম জনপ্রতি - কাপল/২ জন শেয়ারিং রুম)
❑ বুকিং এর জন্য অগ্রিম পাঠাতে হবেঃ ৩০৬০ টাকা (খরচ সহ)
🧑🤝🧑 আসনঃ ১৬ টি
❑ বুকিং করার শেষ সময়ঃ আসন ফাঁকা থাকা সাপেক্ষে।
❑ বিকাশঃ
01793183508 (Personal)
❑ নগদঃ
01793183508 (Personal)
❑ ব্যাংক একাউন্টঃ
MD. Akram Hossain
Dbbl ac number : 1071510105382
Karwan Bazar branch
❑ বিকাশে বুকিং এর টাকা পাঠানোর পর অবশ্যই আমাদের মোবাইল নাম্বারে আপনার নাম, মোবাইল নাম্বার, ইভেন্টের নাম, বিকাশ/নগদ নাম্বার এস.এম.এস করবেন। ব্যাংকে ডিপোজিট করলে স্লিপটি হোয়াটসঅ্যাপ কিংবা পেজের ইনবক্সে পাঠাতে হবে।
❑ গুরুত্বপূর্ণ কিছু কথাঃ কোন রাজনৈতিক সমস্যা, প্রাকৃতিক সমস্যা ও সরকারি কোন নিয়মের সম্মুখীন হলে ইভেন্ট বাতিল করা হবে। সকলের সাথে আলোচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আর সেক্ষেত্রে যদি কোন ভর্তুকি যায় তা বুকিং মানি থেকে কর্তন করা হবে। বুকিং করার পর কোন কারনে ক্যান্সেল করতে চাইলে উক্ত স্থানে অন্যকেউ বুকিং করলে শুধুমাত্র তখনই বুকিং মানি ফেরত দেয়া হবে।
❑ ভ্রমন নির্দেশিকাঃ
---------------------------
১. স্থানীয়দের সাথে কোনভাবেই তর্কে যাওয়া যাবে না।
২. ভ্রমণের সময় কোন ধরনের মাদকদ্রব্য বহন করা যাবে না।
৩. মজা আমরা অবশ্যই করব তবে সেটা যেন সীমা অতিক্রম না করে। কোন ধরনের অশ্লীলতা বরদাস্ত করা হবে না।
৪. দলগত ভাবে ঘুরে বেড়াবো।
৫. সবসময় চেষ্টা থাকে খাবারের মান যতটা ভালো রাখা যায়। বনবাস রিসোর্টের খাবার অনেক বেশিই ভালো।
৬. পরিস্থিতির উপর নির্ভর করে যেকোন সিদ্ধান্ত সবার সাথে আলোচনা করে নেয়া হবে এবং সেক্ষেত্রে ট্যুর গাইডের সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গন্য হবে।
৭. যত্রতত্র ময়লা না ফেলে একটা নির্দিস্ট স্থানে ফেলবো।
৮. যেহেতু গ্রুপ ট্যুর সেক্ষেত্রে সর্বদা মানিয়ে চলার মনমানসিকতা থাকতে হবে। সব ক্ষেত্রেই নাক সিটকানো স্বভাবের লোক এই ট্যুর থেকে দূরে থাকুন। আমরা চাই সবার সহযোগীতায় সুন্দর একটি ট্যুর আয়োজন করতে।
৯. সবার সহযোগিতা ও আন্তরিকতায় ট্যুর সুন্দর ও স্মৃতিময় হয়ে ওঠে। আশাকরি, এক্ষেত্রে সবাই সহযোগিতা করবেন।
------------------------
ট্যুর সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন-
01793-183508 (আকরাম)
Advertisement
Event Venue & Nearby Stays
বনবাস - Banabash Eco Village, Sundarban, West Dhangmari,Mongla, Khulna, Bangladesh