Advertisement
আবেগ টাঙ্গাইলের পক্ষ থেকে আসন্ন শীত মৌসুমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর আটিয়া, দেলদুয়ার, টাঙ্গাইল এলাকায় "আবেগ উৎসব: কম্বল সম্বল" শীর্ষক একটি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। আমাদের এই উদ্যোগে আপনিও অংশ নিতে পারেন। আপনার সামান্য সহযোগিতাও শীতার্তদের জন্য আশার আলো হয়ে উঠতে পারে। সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ ও নগদ নাম্বার: ০১৬২০৩৪৫৯৬৩
ইভেন্টের তারিখ:
২৭ ডিসেম্বর, ২০২৪
যোগাযোগ: ০১৬২০৩৪৫৯৬৩
আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রমে অংশ নিন।
"সবাই মিলে একাকার,
আবেগ একটি পরিবার।"
Advertisement
Event Venue & Nearby Stays
আতিয়া, দেলদুয়ার, টাঙ্গাইল, Delduar, Dhaka, Bangladesh