আন্ধারমানিক অভিযানে বেঙ্গল ট্রেকার্স (২৩)

Tue, 24 Dec, 2024 at 10:00 pm to Sun, 29 Dec, 2024 at 05:00 pm UTC+06:00

Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা | Chittagong

Bengal Trekkers
Publisher/HostBengal Trekkers
\u0986\u09a8\u09cd\u09a7\u09be\u09b0\u09ae\u09be\u09a8\u09bf\u0995 \u0985\u09ad\u09bf\u09af\u09be\u09a8\u09c7 \u09ac\u09c7\u0999\u09cd\u0997\u09b2 \u099f\u09cd\u09b0\u09c7\u0995\u09be\u09b0\u09cd\u09b8 (\u09e8\u09e9)
Advertisement
সবাইকে ১০০% নিশ্চিত হয়ে ইভেন্টে Going দিতে অনুরোধ করছি। ইভেন্টের সমস্ত আপডেট পেতে Interested দিয়ে রাখলেই যথেষ্ট।
.
আমাদের গ্রুপের সকল ইভেন্ট আপডেট পেতে জয়েন করুন নিচের লিংকে।
https://www.facebook.com/groups/bengaltrekkers/
.
পেইজ লিংক:
https://www.facebook.com/bengaltrekkers19/
.
লম্বা সময় হাটার মানসিকতা নিয়ে নিজেকে ট্যুরের আগেই প্রস্তুত করে নিন।নিয়মিত হাঁটাহাঁটি, শরীর চর্চা করলে আশা করছি সমস্যা হবে না।
.
>এডভেঞ্চার পাগল সবার জন্য বেঙ্গল ট্রেকার্স থেকে এবারের আয়োজন।
কল্পনার রাজ্যের মতো আন্ধারমানিক পর্যটকদের কাছে আকর্ষণীয় এক স্থান।আন্ধারমানিকের সৌন্দর্য যেমন হৃদয় হরণ করে; ঠিক সেখানকার রহস্য কৌতূহল আরও বাড়িয়ে দেয়। বান্দরবান জেলার থানছি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক।
.
.
ভ্রমণের সময়কালঃ
🚌 যাত্রার:- ২৪ ডিসেম্বর , ২০২৪ রাত ১০ টা
🚌 ফেরার:- ২৯ ডিসেম্বর, ২০২৪ ভোর ৬ টা
.
.
সম্ভাব্য দর্শনীয় স্থান সমূহ:
-নারিশ্যা ঝিরি
-তৈন খাল
-চাইম্ফ্রা ঝিরি
.
👥 ট্যুর সাইজ: ১৫ জন।
.
💰 ইভেন্ট ফি:
ঢাকা থেকে - ৮৯০০/- প্রতি জন।
.
**অতিরিক্তি দিন থাকলে তার খরচ আমরা সবাই ভাগ করে নিবো*
.
🧳 কনফার্ম করার পদ্ধতি: ৪০৮০/- টাকা bKash করেই সাথে সাথে ০১৭৮৮৪৯৯২৮৩ (আরাফাত), ০১৬৮১৩৭৫৩৫৪ (সাগর), নম্বরে ফোন করে নিজের নাম এবং Transaction Id জানাবার পরেই আপনার আসন কনফার্ম হবে। অথবা সামনা-সামনিও দেখা করে টাকা দিতে পারেন। যেকোন অনাকংক্ষিত ভুল বোঝাবুঝি এড়ানোর জন্যেই এটা জরুরী।
-বুকিং মানি অফেরতযোগ্য-
.
💸Bkash/Nagad/Rocket/Upay
01788499283 (personal)
01681375354 (personal, Bkash/Nagad)
.
💸ব্যাংকে পাঠাতে পারেনঃ-
.
🏛️ Midland Bank Limited
Md Arafat Hossain
A/C- 00261010018535
Mirpur Branch
.
🏛️ Midland Bank Limited
Ashik Mahmud Sagar
A/C- 0026-1010018553
Mirpur Branch
.
🏛️ The City Bank Ltd (City Islamic)
Md. Arafat Hossain
A/C- 1781580038914
Pallabi Branch
.
** আসন সংখ্যা সীমিত তাই আসন পূর্ণ হয়ে গেলে ইভেন্ট ক্লোজ করে দেওয়া হবে।
.
<<ট্রিপ প্ল্যান জানতে কল করুন- ০১৭৮৮৪৯৯২৮৩ ও ০১৮৪২৭৭৬৮৩৮>>
.
.
❌ যা থাকছেনাঃ
- কোন ব্যক্তিগত খরচ
- কোন ঔষধ
- ঢাকা থেকে বান্দরবান এবং বান্দরবান থেকে ঢাকা যাওয়ার পথে কোনো খাবার**
.
.
✅ যা সাথে নেওয়া উচিতঃ
- শুকনা খাবার (বাদাম, কিসমিস, খেজুর, বিস্কিট, পানির বোতল)
- ভ্রমণের সময় যত কম জিনিস নেয়া যায়, যত কম কাপড় নেয়া যায় ততই
আরামদায়ক হয় ভ্রমণ
- মশা থেকে বাঁচার জন্য অডোমস
- গামছা নিবেন যেন রোদে মাথায় ঢেকে হাঁটা যায়
- সানগ্লাস, হ্যাট, সান ক্রিম (যদি অতিরিক্ত ত্বক সচেতন হন)
- ব্রাশ
- প্রয়োজনীয় ঔষধ
- টর্চ লাইট (বাধ্যতামূলক)
- ক্যমেরা এবং এর এক্সট্রা ব্যাটারি
- চার্জের জন্য পাওয়ার ব্যাংক (কোন প্রকার বিদ্যুৎ সংযোগ থাকবে না)
-লাইফ জ্যাকেট
.
ℹ️ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
.
১/বেঙ্গল ট্রেকার্স ভ্রমণ পিপাসু ও দায়িত্বশীল ভ্রমণকারিদের জন্য।
২/প্রতিটি জায়গার সৌন্দর্য রক্ষা করা দায়িত্বশীল ভ্রমণের প্রধান উদ্দেশ্য।
৩/ভ্রমণকালীন সময় আমরা সবাই একে অপরকে সর্বাত্মক সহায়তা করব।
৪/স্থানীয়দের সাথে কোন রকম বিরূপ আচরণ করা যাবে না।
৫/ কোনভাবেই কোন প্রকার মাদক সেবন বা সাথে বহন করবেন না। বেঙ্গল ট্রেকার্স মাদক মুক্ত ভ্রমণকে উদ্বুদ্ধ করে। আমাদের সাথে আপনার মূল্যবোধ না মিললে আমাদের সাথে ভ্রমণ না করার অনুরোধ করা হল।
৬/ এখানে কোন প্রকার অশ্লীল আচরনের/কাজের কোন রকম সুযোগ নেই। তাই এমন আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করা হল। না হলে বেঙ্গল ট্রেকার্স কতৃপক্ষ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
৭/ যেহেতু গ্রুপ ট্যুর তাই সবার সাথে মিলেমিশে চলার মানসিকতা থাকতে কবে।
৮/ ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করে নেব।
.
.
ট্যুর সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন
.
আরাফাতঃ- ০১৭৮৮৪৯৯২৮৩
সাগরঃ- ০১৮৪২৭৭৬৮৩৮
.
#neverstopexploring
#bengaltrekkers ❤
Advertisement

Event Venue & Nearby Stays

Bandarban Hill Tracts বান্দরবান পার্বত্য জেলা, Chittagong, Bangladesh

Sharing is Caring:

More Events in Chittagong

ALAM CLOCK
Tue, 24 Dec, 2024 at 12:00 am ALAM CLOCK

Cumilla

\u09a8\u09bf\u099d\u09c1\u09ae \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa \u098f\u09ac\u0982 \u09ae\u09a8\u09aa\u09c1\u09b0\u09be\u09df \u09a4\u09be\u09ac\u09c1 \u09ac\u09be\u09b8\u0964
Tue, 24 Dec, 2024 at 07:00 pm নিঝুম দ্বীপ এবং মনপুরায় তাবু বাস।

নিঝুমদ্বীপ (Nijum Dwip)

\u0995\u09cd\u09af\u09be\u09ae\u09cd\u09aa\u09bf\u0982 \u099f\u09cd\u09b0\u09bf\u09aa : \u09b8\u09cb\u09a8\u09be\u09a6\u09bf\u09df\u09be \u09a6\u09cd\u09ac\u09c0\u09aa
Tue, 24 Dec, 2024 at 11:30 pm ক্যাম্পিং ট্রিপ : সোনাদিয়া দ্বীপ

সোনাদিয়া দ্বীপ

CPI Engineers Reunion 2024 (Section 2010-11)
Wed, 25 Dec, 2024 at 08:30 am CPI Engineers Reunion 2024 (Section 2010-11)

Cumilla Govt. Polytechnic Institute

Chittagong is Happening!

Never miss your favorite happenings again!

Explore Chittagong Events