Advertisement
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এবং মহান শোক দিবস উদযাপনবার্গেন, নরওয়ে
মহান ২১শে ফেব্রুয়ারী আমাদের জাতীয় জীবনের এক অনন্য এবং ঐতিহাসিক দিন। এই দিনটি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালির অকুতোভয় সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ১৯৫২ সালের এই দিনে সালাম, রফিক, বরকত, সাফিউর, জব্বারসহ নাম না জানা আরও অগণিত ভাষা সৈনিকের আত্মত্যাগ আমাদের বাংলা ভাষার অধিকার ফিরিয়ে এনেছিল। তাদের এই আত্মত্যাগ শুধু আমাদের জাতীয় ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসেও বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে।
এই দিনটি আমাদের জন্য শোকের হলেও, এটি একই সঙ্গে আমাদের গৌরব, সাহস এবং জাতীয় চেতনার প্রতীক। ভাষা শহীদদের স্মরণে আমরা একত্রিত হয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানাব এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা এবং ২১শে ফেব্রুয়ারীর গুরুত্ব সম্পর্কে সচেতন করব।
বার্গেন-এ বসবাসরত সকল বাংলাদেশী ভাই-বোনদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এবং মহান শোক দিবস উদযাপনে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।
📅 তারিখ: ২২ শে ফেব্রুয়ারী ২০২৫
🕗 সময়: বিকাল ৪:০০ টা
📍 স্থান: Åsane Kulturhus, Klubben Hall, Bergen
অনুষ্ঠানের আয়োজন:
🎤 ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে পরিবেশনা
🎼 সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাচ্চাদের চিত্রাঙ্কন
🍴 বাংলাদেশি খাবারের বিশেষ আয়োজন।
বিশেষ দ্রষ্টব্যঃ সবাই একটি প্রিয় খাবারের আইটেম নিয়ে আসুন এবং একসাথে এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলুন।
এবারের অনুষ্ঠানের জন্য কোনো এন্ট্রি ফী অথবা রেজিস্ট্রেশন ফী দিতে হবেনা, অনুগ্রহ করে সবাই 'Going' বাটনে ক্লিক করে আপনাদের অংশগ্রহণ নিশ্চিত করুন!
ধন্যবাদান্তে,
অপরাজেয় বাংলা
Advertisement
Event Venue & Nearby Stays
Åsane kulturhus, Åsane Senter 52, 5116 Ulset, Norge,Bergen, Hordaland, Norway