Advertisement
🌟🎭 অস্টিনে আসছে মেরাজ ফকিরের মা 🎭🌟বাংলা নাটকের ইতিহাসে এক মাইলফলক, আব্দুল্লাহ আল-মামুনের কালজয়ী সৃষ্টি “মেরাজ ফকিরের মা”।
👉 একটি সত্য ঘটনার প্রেরণায় লেখা নাটক, যা ইতিমধ্যেই ২০০ বারেরও বেশি মঞ্চস্থ হয়ে দর্শকদের মন জয় করেছে। এবার সেই আলোচিত নাটক মঞ্চে উঠছে আমাদের শহরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায়।
✨ মঞ্চের আলো, আবেগ, মানবিক বক্তব্য আর শক্তিশালী অভিনয়ের অভিজ্ঞতা নিতে আসুন — অস্টিন নাট্যমঞ্চের পরিবেশনাতে।
অস্টিন নাট্যমঞ্চের নাট্যোৎসবের টিকেট বুক করতে পারবেন নিচের লিংক থেকে। ২৪ শে জানুয়ারি, শনিবার, অস্টিন ডাউনটাউনের Daughtry Art Center এ, নাট্যোৎসবে মঞ্চায়িত হবে দুটি নাটক।
প্রথম নাটক
মেরাজ ফকিরের মা - রচনা আব্দুল্লাহ আল মামুন,
পরিচালনা সুদীপ পাল
দ্বিতীয় নাটক
এবং ইন্দ্রজিৎ - রচনা বাদল সরকার, পরিচালনা প্রসেনজিৎ বিশ্বাস
এই প্রথমবারের মতো থাকছে দুটো শো টাইম।
প্রথম শোঃ দুপুর ১টা
দ্বিতীয় শোঃ সন্ধ্যা ৬টা
বিঃদ্রঃ টিকেট সাইটটি সম্পূর্ণ ফ্রি, চেক আউটের সময়ে একটি ডোনেশনের সাজেশন আসে সাইটের পক্ষ থেকে, যেটা সম্পূর্ণ অপশনাল।
https://www.zeffy.com/en-US/ticketing/2711c850-2bdc-4458-b439-77bb1ffacd8d?fbclid=IwY2xjawNvQ15leHRuA2FlbQIxMABicmlkETFBUDhHWEthb1h0OTNvT29RAR4LAgk-gSDuKxAwfB9usJXyh93ua5p-_jJoYVXAxvmRv8SFPYhG_9bC3Ru90Q_aem_INrCkWxgH3pL6HprUDY7vA
Advertisement
Event Venue & Nearby Stays
1110 Barton Springs Rd, Austin, TX 78704-1150, United States
Concerts, fests, parties, meetups - all the happenings, one place.











