অরুণোদয়: ৭ম আবর্ত

Thu Jan 23 2025 at 10:00 am to 01:00 pm

Pabna University of Science and Technology, Bangladesh | Rajshahi

\u0995\u09a3\u09cd\u09a0\u09b8\u09cd\u09ac\u09b0 \u0986\u09ac\u09c3\u09a4\u09cd\u09a4\u09bf \u09a6\u09b2, \u09aa\u09be\u09ac\u09bf\u09aa\u09cd\u09b0\u09ac\u09bf
Publisher/Hostকণ্ঠস্বর আবৃত্তি দল, পাবিপ্রবি
\u0985\u09b0\u09c1\u09a3\u09cb\u09a6\u09df: \u09ed\u09ae \u0986\u09ac\u09b0\u09cd\u09a4
Advertisement
কবিতা মানেই জীবনের প্রতিচ্ছবি। কবিতা যেমন কবিতার কথা বলে, তেমনি বলে মানুষের কথা! কবিতা মূলত জীবনের কথা বলে, কবিতা সময়ের কথা বলে, বলে ঋতুর কথা। সময় চলে যায় কিন্তু কবিতা থেকে যায় আপন মহিমায়। কখনো ভালোবাসায় কখনো শাসনে, পুরোনো দেয়ালে কিংবা বইয়ের পাতায়।
কবিতা জীবনের নানা রূপ নানাদিক তুলে ধরে আমাদের সামনে, বোধ আর ভাবনার এক মিশ্র অনুভূতি পরিস্ফুটিত হয় আমাদের কন্ঠে কবিতার মাধ্যমেই। কন্ঠস্বর ঠিক সেই ধারাই অব্যাহত রেখে কবিতার এই মিলনমেলা এগিয়ে নিতে চায় আরো বহুদূর। “আমরা ছড়াবো শুদ্ধস্বর শব্দমালা গেঁথে” স্লোগানকে সামনে রেখে আমরা কবিতা চর্চাকে উৎসাহিত করি, উপস্থাপন করি, জীবনবোধ ফুটিয়ে তুলি কবিতার ক্যানভাসে।
প্রতিবছর নবীনদের মাঝ থেকে কাব্য প্রতিভা বের করে আনতে “অরুনোদয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করি আমরা।
অরুণোদয় মূলত বিশ্ববিদ্যালয় এর নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণের একটি আয়োজন, যার মধ্য দিয়েই নতুন কবিতা প্রেমীদের খুঁজে বের করে, শুদ্ধস্বরের প্রয়োজনীয়তা সবার মাঝে ছড়িয়ে দেয় কন্ঠস্বর। পাশাপাশি নতুনদের কবিতা এবং আবৃত্তি চর্চায় অনুপ্রাণিত করে। সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজিত হতে যাচ্ছে অরুণোদয় আবৃত্তি প্রতিযোগিতার ৭ম আবর্ত।
ফর্ম প্রাপ্তিস্থান : একাডেমিক ভবনের সামনে, এলিভেটেড ওয়ের নিচে
ফর্ম প্রাপ্তি : ০৭.০১.২০২৫; মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে
ফর্মের শুভেচ্ছা মূল্য : ৫০ টাকা মাত্র
Bkash(01736726394)
Nogod(01736726394)
Google Form : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdEavasX0gSHZANhZbjua6w9oKwz85XGiwgpVFvoSiBjJCENQ/viewform
প্রতিযোগিতার স্থান :
গ্যালারি রুম , ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন ( নিচ তলা ) , পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা।
তারিখ : ১৬ জানুয়ারি, ২০২৫
সময় : সকাল ১০ টা থেকে ১২ টা
প্রতিযোগিতার নিয়মাবলী :
১। সকল প্রতিযোগিকে ফর্ম সংগ্রহের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
২। প্রতিযোগিরা তাদের নিজ পছন্দ অনুযায়ী কবিতা আবৃত্তি করতে পারবেন।
৩। প্রতিযোগিতা টি দুইটি ভাগে ভাগ করা হয়েছে।
ক) বাছাই পর্ব (প্রত্যেক প্রতিযোগি ২ মিনিট করে সময় পাবে )
খ) চুড়ান্ত পর্ব( এই পর্বে প্রতিযোগি দুই মিনিট/ তার কম সময় পাবে )
উল্লেখ্য যে দুই পর্বেই প্রতিযোগী তার নিজের পছন্দের কবিতা পড়তে পারবে।
৩। প্রতিযোগিতায় তিনটি বিষয়ের ওপর মার্কিং করা হবে -
ক) উচ্চারণ
খ) উপস্থাপন
গ) কবিতা নির্মাণ
ফলাফল ঘোষনা এবং পুরস্কার বিতরণীঃ
তারিখ : ২৩ জানুয়ারি, ২০২৫
স্থান : কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চ , পাবিপ্রবি।
সময় : সকাল ১১ টা
Advertisement

Event Venue & Nearby Stays

Pabna University of Science and Technology, Bangladesh, স্বাধীনতা চত্বর, পাবনা সদর, বাংলাদেশ,Kulna, Dhaka, Bangladesh, Rajshahi

Sharing is Caring: